Sunday 22 March 2020

English Grammar (Person)

Leave a Comment
           Person (পুরুষ বা ব্যক্তি)

 ইংরাজিতে বাক্য গঠন করতে Person এর প্রয়োজন। Person শব্দটির অর্থ ব্যক্তি বা পুরুষ। ইংরাজি ভাষায় Person তিন প্রকার যথা-

i) 1st Person (উত্তম পুরুষ)

ii) 2nd Person (মধ্যম পুরুষ)

iii) 3rd Person(প্রথম পুরুষ)

(i) 1st Person: বক্তা নিজেকে বুঝাইতে যে Person ব্যবহার করেন, তাহাই 1st person। যেমন - I, me, my, mine, we, us, our।

(ii) 2nd Person: বক্তা যাহাকে উদ্দেশ্য করিয়া কিছু বলেন, তাহাকে বুঝাইতে 2nd Person ব্যবহৃত  হয়। যথা - you, your, thou ইত্যাদি।

(iii) 3rd Person: যাহার সম্বন্ধে কিছু বলা হয়, তাহাই 3rd person হয়।

পূর্বে উল্লিখিত Pronoun গুলি বাদে সমস্ত Pronoun ও Noun এই শ্রেণীর অন্তর্গত। যেমন-
 Pronoun: he, she, it, they, some, many, each

Noun: Ram, Rahim, pencil, Kolkata ইত্যাদি।

N.B. আমি(I), আমরা(We), তুমি বা তোমরা(You) ছাড়া ভবে(পৃথিবীতে) আছে যারা 3rd person তারা।

*****
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: