Monday, 28 September 2020

MCQ & ANSWERS OF PHILOSOPHY CLASS XI (প্রথম অধ্যায়: দর্শনের ধারণা)

1 comment

 প্রথম অধ্যায়:     দর্শনের ধারণা

একাদশ শ্রেণী (wchse)

বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন কর ( Find out the correct answer from the alternatives given in the brackets):      

*1. 'Philosophy' শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হল ( Logia ও Sophia / Ethos ও Sophia / ✓Philos ও Sophia / Episteme ও Logos )

*2. 'Philos' শব্দটির অর্থ হল— (✓ অনুরাগ / জ্ঞান /জ্ঞানের প্রতি অনুরাগ/ তত্ত্ব)

*3. 'Sophia' শব্দটির অর্থ কী ? ( অনুসন্ধান / বুদ্ধি / ✓জ্ঞান ( d ) অনুরাগ) 

*4. 'Philosophy' শব্দর্টির আক্ষরিক অর্থ  ( অনুরাগের প্রতি জ্ঞান /✓ জ্ঞানের প্রতি অনুরাগ / জ্ঞানের প্রতি বিদ্বেষ /জ্ঞানকে জানা)

 *5. সর্বপ্রথম Philosopher আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে?  ( সক্রেটিস / প্লেটো / অ্যারিস্টটল /✓পিথাগােরাস )

*6. 'দর্শন'  শব্দটির অর্থ হল- (✓ সত্য দর্শন / জ্ঞানের প্রতি অনুরাগ / দেখা / প্রত্যক্ষ করা )

7. দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? (  Psychology / Sociology / ✓Philosophy / Ethics)

* 8. Philos ' এবং ' Sophia ' শব্দ দুটি হল --( রােমান শব্দ / ✓গ্রিক শব্দ / লাতিন শব্দ  / আরবি শব্দ )

*9. 'বিস্ময়ই দর্শনের জনক' — উক্তিটি করেছেন - ( ✓প্লেটো / অ্যারিস্টটল / ডেকার্ট / হিউম)

 *10. সংশয় থেকে দর্শনের উৎপত্তি হয়েছে কার উক্তি ? ( অ্যারিস্টটল /✓ডেকার্ট / লক / হিউম)

 11. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন— (  সক্রেটিস / প্লেটো / অ্যারিস্টটল / ✓ দেকার্ত)

*12. আমি চিন্তা করি , সুতরাং আমি আছি ' — উক্তিটি করেছেন---  ( প্লেটো / হেগেল / বার্কলে / ✓ দেকার্ত )

*13. পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে ? ( ইংল্যান্ডকে / রােমকে / ✓গ্রিসকে / জার্মানিকে)

 14. দর্শনশাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে ? ( ✓থেলিস / সক্রেটিস / প্লেটো / অ্যারিস্টটল)

 15. উপযােগিতাবােধ থেকে দর্শনের উৎপত্তি হয়েছে ’ কাদের মত?  ( ভাববাদীদের / ✓প্রয়ােগবাদীদের / বস্তুবাদীদের / অস্তিবাদীদের)

16. জীবন ও অভিজ্ঞতার সমালােচনা ও সমাধানের চেষ্টা থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে- বলেছেন- ( উইলিয়াম জেমস/ ✓কার্লমার্কস / হেগেল / জন ডিউই)

17. ‘ অস্তিত্ব সারধর্মের পূর্বগামী ’ — বলেছেন (✓জাঁ পল সার্তে / কান্ট /হেগেল /উইলিয়াম জেমস)

*18. দর্শনের দৃষ্টিভঙ্গি হল-  ( বিচারমূলক / খণ্ডিত / ✓সামগ্রিক / বিশ্লেষণমূলক )

*19. দর্শনের পদ্ধতি হল - (✓ বিচারমূলক / সংজ্ঞামূলক / পর্যবেক্ষণমূলক / পরীক্ষণমূলক) 

*20. ‘ দর্শন হল বিশ্ব সম্পর্কে সামগ্রিক সত্যানুসন্ধান ও বস্তুর সার্বিক ব্যাখ্যা প্রদানের প্রচেষ্টা ' — বলেছেন ( প্লেটো / প্যাট্রিক / ✓ওয়েবার /ডেকার্ট)

 21. ‘ নিত্যের ও বস্তুর যথার্থ স্বরুপের জ্ঞানলাভ করাই হল দর্শনের লক্ষ্য ' — উক্তিটি করেছেন-  ( মারভিন / ✓প্লেটো / রাসেল / এয়ার )

*22. ' দর্শন আকস্মিক কিছু নয় , অলৌকিক কিছু নয় , বরং অনিবার্য ও স্বাভাবিক ' — বলেছেন ( পলসেন / মারভিন / স্পেনসার / ✓পেরি)

 23. বস্তুর বাহ্যরূপকে বলা হয়— ( ✓অবভাস / বস্তুস্বরূপ /  তত্ত্ব / বস্তুসত্তা )

 24. বস্তুর আসল রূপকে বলা হয়—  ( ✓তত্ত্ব / অবভা /  বস্তুরূপ / প্রতিভাস  )

* 25. দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য হল— ( বিচারমূলক / জ্ঞান আহরণ / সামগ্রিক / ✓সত্যানুসন্ধান)

 "26. দর্শন হল শাশ্বত নিত্যবস্তুর জ্ঞান — উক্তিটি করেছেন— (  ✓প্লেটো / অ্যারিস্টটল / লক / কান্ট )

 *27. ‘ দর্শন হল বিশুদ্ধ সত্তার জ্ঞান ’ - কার উক্তি ? (  প্লেটো  / ✓অ্যারিস্টটল / হেগেল / কান্ট)

28. ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হল আদর্শ জগতের ছায়া বলেছেন --( থেলিস / সক্রেটিস / ✓প্লেটো / অ্যারিস্টটল )

*29. ‘ দর্শন হল বিশ্ব সম্পর্কে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান ’ — কার উক্তি ?  ( পলসেন / ফিকটে / ✓স্পেনসার )

"30. ' দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান ' — বলেছেন (  কান্ট /✓কোৎ / হিউম / দেকার্ত)

* 31. ' দর্শন হল জ্ঞান সম্পকীয় বিজ্ঞান ও তার সমালােচনা ' — বলেছেন-  (  ফিকটে / রাসেল/✓কান্ট)

* 32. ‘ দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ’ — বলেছেন— ( লক / রাসেল /✓ফিকটে / হিউম )

*33. ‘ দর্শন হল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি ' - কার উক্তি ? ( রাসেল / কান্ট / ✓পলসেন / কোৎ)

 34. ‘দর্শন হল সত্যের প্রতি অনুরাগ' — বলেছেন— ( ✓মারভিন / লক / পলসেন / পেরি )

*35. ‘দর্শন হল সকল বিজ্ঞানের মূল ভিত্তির যৌক্তিক বা বিচারমূলক আলােচনা' — বলেছেন ( কান্ট / ✓রাসেল / এয়ার / কান্ট / ফিকটে)

 36. ‘দর্শন হল বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ ’ — বলেছেন ( রাসেল /ফিকটে / পলসেন/ ✓ ভুন্ড)

 37. ‘দর্শন হল বিজ্ঞানের বচনগুলির যুক্তিবিজ্ঞান সম্মত বিশ্লেষণ’ — উক্তিটি করেছেন— ( ✓রাসেল / এয়ার / মারভিন)

* 38. ‘দর্শন হল ভাষার সমালােচনা' --- উক্তিটি কোন দার্শনিকের ?  ( ✓এয়ার / মারভিন / রাসেল / কান্ট )

39. ‘দর্শন হল পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলােচনা' - বলেছেন ( স্পেনসার / রাসেল / ✓ হেগেল / হিউম)

*40. ‘দর্শন হল বিচারমূলক শাস্ত্র' — একথা কে বলেছেন ? (  প্লেটো / ✓ কান্ট / এয়ার  /  লক)

 41. জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলােচিত হয় দর্শনের যে শাখায় তার নাম হল----( ✓ অধিবিদ্যা / তর্কবিদ্যা / নীতিবিদ্যা / জ্ঞানবিদ্যা ) 

*42. সর্বপ্রথম দর্শনে জ্ঞানবিদ্যার ওপর গুরুত্ব আরােপ। করেন কে? ( ✓লক / বার্কলে / প্লেটো / অ্যারিস্টটল )

43. ‘দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন’ — বলেছেন-- ( হেগেল / ✓কান্ট / প্লেটো / স্পেনসার ) 

*44. জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলােচনা করে— ( তর্কবিদ্যা /  অধিবিদ্যা / ✓জ্ঞানবিদ্যা / নীতিবিদ্যা )

"45. 'An Essay Concerning human understanding' গ্রন্থের রচয়িতা হলেন-- ( বার্কলে / ✓লক / হিউম / কান্ট )

"46. 'The Critique of Pure Reason' গ্রন্থটির রচয়িতা হলেন--- (  ✓কান্ট / হিউম / দেকার্ত /  কান্ট / লক / হেগেল / রাসেল)

 47. গ্রিক শব্দ ‘Episteme'- এর অর্থ হল— ( বিজ্ঞান / বুদ্ধি / ✓ জ্ঞান / যুক্তি)

 48. দর্শনের যে শাখা অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলােচনা করে তার নাম হল-- ( জ্ঞানবিদ্যা / ✓অধিবিদ্যা / সমাজদর্শন /  মূল্যবিদ্যা )

49. 'Meta Physics' গ্রন্থটি কার রচনা ? ( প্লেটো / ✓অ্যারিস্টটল / সক্রেটিস)

"50. অধিবিদ্যার আলোচ্য বিষয় হল--  (  অজ্ঞান / রাজনীতি / সমাজ / ✓পরমতত্ত্ব )

*51 'দর্শন ও অধিবিদ্যা অভিন্ন’ -- বলেছেন ( ✓অ্যারিস্টটল / এয়ার / কান্ট / হিউম)

 52. তত্ত্বের স্বরূপ নিয়ে আলােচনা করে— ( জ্ঞানবিদ্যা / যুক্তিবিদ্যা / ✓অধিবিদ্যা / নীতিবিদ্যা )

*53. দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলােচনা করে তা হল - ( সমাজদর্শন / তর্কবিদ্যা / জ্ঞানবিদ্যা / ✓অধিবিদ্যা )

"54. অধিবিদ্যাকে প্রথম দর্শন’আখ্যা দিয়েছেন- ( প্লেটো / ✓অ্যারিস্টটল / দেকার্ত / লক)

 55. ‘অধিবিদ্যা সম্ভব নয়’ — বলেছেন - ( প্লেটো / অ্যারিস্টটল / লক /✓হিউম)

*56. ‘অধিবিদ্যা অর্থহীন ’ — উক্তিটি করেছেন -- ( ব্র্যাডলি /  প্লেটো /  ✓এয়ার / হেগেল)

 57. অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজ্ঞেয়’ — বলেছেন— (  ✓স্পেনসার / প্লেটো /বার্কলে / হিউম )

58. অতীন্দ্রিয় সত্তার জ্ঞান অসার ও কাল্পনিক ’ — উক্তিটি করেছেন ( এয়ার / কোৎ / প্লেটো / ✓অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায়)

* 59. যে শাস্ত্র পরমসত্তা বা পরমতত্ত্ব সম্পর্কে আলােচনা করে তাকে বলে-- (  মূল্যবিদ্যা / ✓অধিবিদ্যা / নীতিবিদ্যা / জ্ঞান বিদ্যা)

60. মানুষের আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কে আলােচনা করে দর্শনের যে শাখা তার নাম কী ?  ( জ্ঞানবিদ্যা / অধিবিদ্যা / তর্কবিদ্যা / ✓নীতিবিদ্যা)

 61. নীতিবিদ্যা কোন্ ধরনের বিজ্ঞান ?  ( বস্তুনিষ্ঠ / সত্যনিষ্ঠ / ✓আদর্শনিষ্ঠ / ঐচ্ছিক )

62. নীতিবিদ্যা হল সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান ' — বলেছেন  --(  ✓লিলি / / ম্যাকেঞ্জি / অ্যারিস্টটল / গিসবার্ট)

*63. নীতিবিদ্যা হল মানুষের আচরণের ঔচিত্য সম্পর্কীয় বিজ্ঞান ' — বলেছেন -- ( গিসবার্ট / লিলি / ✓ম্যাকেঞ্জি / হেগেল । )

64. কোন্ শাস্ত্র মানুষের আচরণের ভালাে - মন্দ - ন্যায় - অন্যায় বিচার করে? (  জ্ঞানবিদ্যা / অধিবিদ্যা /  ✓নীতিবিদ্যা / তর্কবিদ্যা )

65. নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান যা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলােচনা --- বলেছেন - (  লিলি / গিসবার্ট / লক  /✓ ম্যাকেঞ্জি)

66. ‘নীতিবিদ্যা হল মানুষের আচরণের সঙ্গে যুক্ত সর্বোত্তম বিজ্ঞান'— বলেছেন -( ✓ মুরহেড / লিলি / রজারস / ম্যাকেঞ্জি / লিলি ।/

 67.  সমাজের উৎপত্তি , গঠন , অগ্রগতি , বিকাশ প্রভৃতি নিয়ে দর্শনের যে শাখা আলােচনা করে তা হল -(  নীতিবিজ্ঞান /তর্কবিদ্যা / রাষ্ট্রদর্শন ✓সমাজদর্শন)

 68. 'সমাজদর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল' বলেছেন - ( গিনসবার্গ / ✓গিসবার্ট / লিলি / কেউই নয়

 69.  সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে - (  নীতিদর্শন /✓সমাজদর্শন / ধর্মদর্শন / যুক্তিবিদ্যা )

*70.  সমাজদর্শন কোন শ্রেণির বিজ্ঞান ? ( ✓আদর্শনিষ্ঠ / বস্তুনিষ্ঠ / বর্ণনামূলক / সত্যনিষ্ঠ )

71. ‘সমাজ হল বিভিন্ন সামাজিক সম্পর্কের একটি জটিল জাল’ — বলেছেন ( গিসবার্ট / লিলি / ✓ম্যাকআইভার / গিনসবার্গ)

 72. সমাজ পরিবার অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদি প্রত্যয়গুলির সঠিক অর্থ নিরূপণ করে— ( সমাজতত্ত্ব /✓সমাজদর্শন / ধর্মদর্শন / কোনােটিই নয় )

73.  'সমাজদর্শনের দুটি দিক — একটি হল সমালােচনার দিক , অন্যটি হল সমন্বয়ের দিক।'— বলেছেন- (ম্যাকেঞ্জি / ✓গিনসবার্গ / হবহাউস / গিসবার্ট)

*74. দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলােচনা করে তা হল-( অধিবিদ্যা / তর্কবিদ্যা / জ্ঞানবিদ্যা /✓তর্কবিদ্যা)

 75. 'তর্কবিদ্যা হল ভাষায় প্রকাশিত অনুমান বিষয়ক চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান' — বলেছেন—  ( ধর্মদর্শন / ✓কোপি /  মিল /কান্ট /হেগেল ।)

 76. ‘যুক্তিবিদ্যা হল চিন্তার আকারগত নিয়ম সম্বন্ধীয়  বিজ্ঞান’ — বলেছেন ( মিল / ✓হ্যামিলটন / কোপি /হােয়েটলে )

*77. বৈধ চিন্তার নিয়মাবলী আলােচনা করে— ( জ্ঞানবিদ্যা / অধিবিদ্যা / ✓যুক্তিবিদ্যা / নীতিবিদ্যা।)

 78. তর্কবিদ্যার আলোচ্য বিষয় হল—  ( a ) নৈতিকতা /বৈধতা /✓যুক্তি / সত্যতা/ অবৈধতা )

*79. চিন্তার মূল সূত্রগুলি আলােচিত হয় - (  ✓যুক্তিবিদ্যায় / অধিবিদ্যায় / জ্ঞানবিদ্যায় / সবগুলি)

 80. যুক্তিবিজ্ঞান কোন শ্রেণির বিজ্ঞান? (  বস্তুনিষ্ঠ / ✓আদর্শনিষ্ঠ /বর্ণনামূলক /সমন্বয়মূলক)

 *81. যুক্তিবিজ্ঞানের আদর্শ হল— ( a ) বৈধতা ( b ) পরমকল্যাণ ( c ) সম্ভাব্যতা ( d ) ✓সত্যতা

 82. 'দর্শন ও যুক্তিবিদ্যা অভিন্ন' — বলেছেন ( a ) ✓হেগেল । ( b ) কান্ট ( c ) রাসেল ( d ) লিলি ।

(83 .  ‘যা সত্তা তাই যুক্তিসংগত এবং যা যুক্তিসংগত তাই সত্তা’ - বলেছেন- ( প্লেটো /অ্যারিস্টটল  / ✓হেগেল / কান্ট)

 84 'দৃশ্যমান জগৎ অতীন্দ্রিয় জগতের প্রতিরূপ'' — বলেছেন— (এয়ার / ব্রাডলে / হিউম /✓ এঁদের কেউ নয় )

85. ‘অতীন্দ্রিয় জগৎ হল ধারণার জগৎ' — বলেছেন ( সক্রেটিস / ✓প্লেটো /অ্যারিস্টটল / হেগেল )

86. নীতিবিদ্যা মানুষের কোন্ ধরনের আচরণের নৈতিক বিচার করে? (✓ ঐচ্ছিক ক্রিয়া /অনৈচ্ছিক ক্রিয়া /ভাবগত ক্রিয়া / স্বতঃসঞ্জাত ক্রিয়া

 87. ‘Epistemology' শব্দটির বাংলা প্রতিশব্দ হল— (মনােবিদ্যা/✓জ্ঞানবিদ্যা /অধিবিদ্যা /নীতিবিদ্যা

 88. 'Metaphysics' শব্দটির বাংলা প্রতিশব্দ হল ( জ্ঞানবিদ্যা/ তর্কবিদ্যা /✓ অধিবিদ্যা / নীতিবিদ্যা )

89.  'Ethics' শব্দটির বাংলা প্রতিশব্দ হল— (  অধিবিদ্যা /✓নীতিবিদ্যা /তর্কবিদ্যা /জ্ঞানবিদ্যা )

*90. 'দর্শনের কাজ হল ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা'— বলেছেন - (লক / রাসেল /✓  এয়ার / কান্ট)

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

1 comments:

Unknown said...

2 অধ্যায়