Tuesday, 29 September 2020

HS Philosophy (wbchse) MCQ & Answer বচনের বিরোধিতা বা বিরোধানুমান

Leave a Comment

 তৃতীয় অধ্যায়

বচনের বিরোধিতা বা বিরোধানুমান

বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1. সাবেকী মতানুযায়ী বচনের বিরােধিতা হল— 

(a) একপ্রকার (b) দুইপ্রকার (c) তিনপ্রকার  (✓d) চারপ্রকার।

2. নিরপেক্ষ বচনগুলির মধ্যে যে সম্বন্ধ রয়েছে তা হল -

(✓a) যৌক্তিক সম্বন্ধ (b) যৌগিক সম্বন্ধ (c) মৌলিক সম্বন্ধ  (d) নিরপেক্ষ সম্বন্ধ

 3. নিরপেক্ষ বচনগুলির যৌক্তিক সম্বন্ধকে বলা হয়— 

( a ) বাহ্যিক সম্বন্ধ  ( b✓ ) বিরােধিতার সম্বন্ধ ( c ) যৌগিক সম্বন্ধ ( d ) মানসিক সম্বন্ধ

 4. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট A এবং E বচন হল পরস্পরের -

 ( ✓a ) বিপরীত বিরােধী ( b ) অধীন - বিপরীত বিরােধী ( c ) অসম বিরােধী ( d ) বিরুদ্ধ বিরােধী

 5. A এবং I বচনের মধ্যে বিরােধিতার সম্বন্ধটি হল— 

( a ) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c✓ ) অসম বিরােধিতা । ( d ) বিরুদ্ধ বিরােধিতা

 6. A এবং 0 বচনের মধ্যে বিরােধিতার সম্বন্ধটি হল— 

( a ) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c ) অসম বিরােধিতা । (✓ d ) বিরুদ্ধ বিরােধিতা

7. E এবং I বচনের মধ্যে কোন্ প্রকার বিরােধিতার সম্বন্ধ আছে? 

( a ) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c ) অসম বিরােধিতা (✓ d ) বিরুদ্ধ বিরােধিতা

8. E এবং 0 বচনের মধ্যে কোন্ প্রকার বিরােধিতার সম্বন্ধ আছে? 

( a ) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c ✓) অসম বিরােধিতা । ( d ) বিরুদ্ধ বিরােধিতা

  9.  I এবং 0 বচনের মধ্যে বিরােধিতার সম্বন্ধ হল -

( a ) বিপরীত বিরােধিতা (✓b) অধীন - বিপরীত বিরােধিতা c ) অসম বিরােধিতা ( d ) বিরুদ্ধ বিরােধিতা


10.   বচনের বিরােধিতার ক্ষেত্রে যে সাদৃশ্য থাকে তা হল -

( a ) গুণের সাদৃশ্য ( b ) পরিমাণের সাদৃশ্য (c) গুণ ও পরিমাণের সাদৃশ্য (✓d) উদ্দেশ্য ও বিধেয়ের সাদৃশ্য

 11. বিপরীত বিরােধিতায় দুটি বচনের মধ্যে কী ধরনের পার্থক্য থাকে ?

(a ) পরিমাণগত পার্থক্য (b ✓) গুণগত পার্থক্য ( c) গুণগত ও পরিমাণগত ( d ) কোনােটিই নয়

12. অধীন বিপরীত বিরােধিতায় দুটি বচনের মধ্যে কী ধরনের পার্থক্য থাকে? 

( a ✓) গুণগত পার্থক্য ( b ) পরিমাণগত পার্থক্য ( c ) গুণগত ও পরিমাণগত ( d ) কোনােটিই নয় 

13. অসম বিরােধিতার দুটি বচনের মধ্যে কীরূপ পার্থক্য থাকে? 

( a ) গুণগত পার্থক্য ( b✓ ) পরিমাণগত পার্থক্য ( c ) গুণগত ও পরিমাণগত ( d ) কোনােটিই নয় 

14. বিরুদ্ধ বিরােধিতার দুটি বচনের মধ্যে কীরূপ পার্থক্য থাকে? 

( a ) গুণগত পার্থক্য ( b ) পরিমাণগত পার্থক্য ( c✓ ) গুণগত ও পরিমাণগত ( d ) কোনােটিই নয় 

15. ভিন্ন গুণবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরােধিতা থাকে তা হল- 

( a) বিপরীত বিরােধিতা (✓b ) অধীন - বিপরীত বিরােধিতা (c ) অসম বিরােধিতা ( d ) বিরুদ্ধ বিরােধিতা 

16. দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয়বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরােধিতাকে বলে—

 (a) বিপরীত বিরােধিতা  (b) বিরুদ্ধ বিরােধিতা (c) অধীন বিপরীত বিরােধিতা (✓d) অসম বিরােধিতা


17. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরােধিতা থাকে তার নাম --

 (✓a) বিপরীত বিরােধিতা (b) অধীন - বিপরীত বিরােধিতা (c) অসম বিরােধিতা (d) বিরুদ্ধ বিরােধিতা 

18. 'কোনাে কোনাে আম হয় মিষ্টি' এবং 'কোনাে আম নয় মিষ্টি' — এই দুই বচনের মধ্যে কীরূপ সম্বন্ধ? 

( a ) অসম বিরােধী ( b ) বিপরীত বিরােধী ( ✓c ) বিরুদ্ধ বিরােধী ( d ) অধীন - বিপরীত বিরােধী 

19. অধীন বিপরীত বিরােধিতা কোন্ দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বােঝায়— 

( a ) A এবং O- এর মধ্যে ( b ) E এবং I- এর মধ্যে c ) A এবং E- এর মধ্যে (✓ d ) I এবং 0 - এর মধ্যে 

20. অ্যারিস্টটলের মতে, বচনের বিরােধিতা কয় প্রকার? 

(a✓) দুইপ্রকার ( b ) তিনপ্রকার ( c ) চারপ্রকার ( d ) পাঁচপ্রকার

21. অ্যারিস্টটলীয় মতে , যে বিরােধিতা সবচেয়ে জোরালাে, তা হল--

  (✓a) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c ) অসম - বিরােধিতা ( d ) বিরুদ্ধ বিরােধিতা 

22. প্রচলিত মতে, যে বিরােধিতা সবচেয়ে জোরালাে , তা হল— 

( a ) বিপরীত বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা ( c ) অসম বিরােধিতা (✓d) বিরুদ্ধ বিরােধিতা 

23. অ্যারিস্টটল বিরােধিতা বলে যেটিকে স্বীকার করেন নি , তা হল --

 ( ✓a) অসম বিরােধিতা ( b ) বিরুদ্ধ বিরােধিতা ( c ) বিপরীত বিরােধিতা ( d ) কোনােটিই নয় 

24. অ্যারিস্টটলের মতে, প্রকৃত বিরােধিতা হল--

 ( a ) বিরুদ্ধ বিরােধিতা ( b ) অধীন - বিপরীত বিরােধিতা | ( c ) বিপরীত বিরােধিতা (✓d) a ও c উভয় ঠিক 

25. E বচনের অতিবিষম ( contrary ) বচন কোনটি ? 

( a ) বচন ( b ) O বচন । (✓c) A বচন । ( d ) কোনােটি নয়

 26. I বচনের অনুবিষম ( sub contrary ) বচন কোনটি ?

 ( a ) A বচন । ( b ) E বচন ( c ) I বচন । (✓d) 0 

27.  অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটিকে বলা হয় -

( a ) পূর্ববর্তী (✓b) অতিবর্তী । ( c ) অনুবর্তী । ( d) কোনােটিই নয় ।

 28.  অসম বিরােধিতার ক্ষেত্রে বিশেষ বচনটিকে বলা হয়— 

( a ) পূর্বর্গ ( b ) অনুগ (✓c) অনুবর্তী (d) অতিবর্তী 

29. A বচনের অনুবর্তী বচন কোনটি? 

( a ) E বচন (✓b) I বচন ( c ) 0 বচন ( d ) A বচন

 30.  0 বচনের অতিবর্তী বচন কোনটি ? 

( a ) A বচন (b✓) E বচন ( c ) I বচন ( d )

* 31.  অসম বিরােধিতার সম্বন্ধটি হল— 

( a ✓) একমুখী ( b ) দ্বিমুখী  ( c ) ত্রিমুখী ( d ) বহুমুখী 

32.  A বচনের বিরুদ্ধ বচন কোনটি ?

 ( a ) E বচন । ( b ) I বচন (✓c) 0 বচন ( d ) কোনােটিই নয়

33. E বচনের বিপরীত বচন কোনটি ? 

(✓a) A বচন । ( b ) I বচন ( c ) 0 বচন ( d ) কোনােটিই নয় 

34. কোনাে S নয় P— এই বচনাকারটির বিরুদ্ধ বচনাকার কী হবে ? 

( a ) সকল S হয় P (✓b) কোনাে কোনাে S হয় P ( c ) কোনাে কোনাে S নয় P ( d ) কোনােটিই নয় 

35. বিপরীত বিরােধিতা দেখা যায়—

 (✓a) দুটি সামান্য বচনের মধ্যে 

( b ) দুটি বিশেষ বচনের মধ্যে 

( c ) একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে 

( d ) একটি বিশেষ ও একটি সামান্য বচনের মধ্যে 

36. অধীন বিপরীত বিরােধিতা দেখা যায় --

( a ) দুটি সামান্য বচনের মধ্যে

 (✓b) দুটি বিশেষ বচনের মধ্যে 

( c ) একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে 

( d ) একটি বিশেষ ও একটি সামান্য বচনের মধ্যে 

37. বিরুদ্ধ বিরােধিতার সম্বন্ধ দেখা যায়— 

( a ) দুটি বিশেষ বচনের মধ্যে 

( b ) দুটি সামান্য বচনের মধ্যে তা আমার

 (✓c) একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে 

( d ) কোনােটিই নয় 

38. বিরােধিতার সম্বন্ধ বর্তমান থাকে --

 ( b ) সাপেক্ষ বচনে ( d ) সবগুলি সত্য ( a ) যৌগিক বচনে (✓c) নিরপেক্ষ বচনে


39. কোনাে কোনাে মানুষ হয় কবি এবং সকল মানুষ হয় কবি — এই বচনদুটির মধ্যে বিরােধিতার সম্পর্কটি হল—

 (a) বিপরীত ( b ) অধীন বিপরীত  ( c ) বিরুদ্ধ (d✓) অসম 

40. বিরােধানুমান হল--

 ( a ) দুইপ্রকার (✓b) চারপ্রকার । ( c ) ছয়প্রকার ( d ) আটপ্রকার

 41. দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে— 

( a ) সত্য  (✓b) মিথ্যা ( c ) অনিশ্চিত ( d ) কোনােটিই নয়।

42.  বিরুদ্ধ বিরােধানুমানে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে --

( a) অনিশ্চিত ) (b✓) সত্য ( c ) মিথ্যা  ( d ) কোনােটিই নয়

 43 A বচন সত্য হলে বিপরীত বিরােধী E বচনের সত্যমূল্য হবে --

 ( a ) সত্য  (b✓) মিথ্যা ( c ) স্ববিরােধী । ( d ) অনিশ্চিত ।

 44. যদি A বচন মিথ্যা হয় তবে এর বিপরীত বিরােধী E বচনের সত্য মূল্য হবে-

 ( a ) সত্য ( b ) মিথ্যা  ( c ) স্ববিরােধী  (d✓) অনিশ্চিত

45. যদি A বচন সত্য হয় তাহলে 0 বচনটির সত্য মূল্য --

 ( a ) সত্য (✓b) মিথ্যা ( c ) অনিশ্চিত । ( d ) স্ববিরােধী 

46. অসম বিরােধানুমানের সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি হবে-

( a ) সত্য ( b ) মিথ্যা । (✓c) অনিশ্চিত । ( d ) স্ববিরােধী ।

47. অসম বিরােধানুমানের বিশেষ বচনটি সত্য হল সামান্য বচনটি হবে

(✓a) অনিশ্চিত ( b ) সত্য ( c ) মিথ্যা । ( d ) কোনােটিই নয় 

48. E বচন সত্য হলে 0 বচনের সত্যমূল্য হবে--

 ( a ) অনিশ্চিত ( b ) স্ববিরােধী ( c ) মিথ্যা (✓d) সত্য 

49 I বচন মিথ্যা হলে A বচনের সত্যমূল্য হবে --

(✓a) মিথ্যা ( b ) সত্য ( c ) অনিশ্চিত ( d ) কোনােটিই নয় 

50.  বচনের বিরােধানুমান হল একপ্রকার - ( a ) আরােহ অনুমান (✓b) অমাধ্যম অনুমান (c) মাধ্যম অনুমান ( d ) কোনােটিই নয়


51. অধীন বিপরীত বিরােধানুমানের ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি কী হবে ?

 ( a ) মিথ্যা ( b ) সত্য (✓c ) অনিশ্চিত ( d ) কোনােটিই নয় । 

52. অধীন - বিপরীত বিরােধানুমানের একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে--

 (✓a) সত্য ( b ) মিথ্যা ( c ) অনিশ্চিত  ( d ) কোনােটিই নয় 

53.  দুটি অধীন বিপরীত বিরােধী বচন একসঙ্গে 

( a ) সত্য হতে পারে না (b ✓) মিথ্যা হতে পারে না ( c ) সত্য ও মিথ্যা হতে পারে ( d ) কোনােটিই নয় 

54. দুটি বিপরীত বিরােধী বচন একসঙ্গে ---

 (✓a) সত্য হতে পারে না ( b ) মিথ্যা হতে পারে না । ( c ) সত্য ও মিথ্যা উভয়ই হতে পারে ( d ) সবকয়টি 

55 . I বচনের অতিবর্তী বচনটি হল— 

( a ) E বচন  (✓b) A বচন ( c ) I বচন  ( d ) 0 বচন 

56. E বচনের অনুবর্তী বচন কোনটি ? 

(a ✓) 0 বচন ( b ) I বচন ( c ) A বচন ( d ) E বচন ।

57. A বচনের অতিবিষম বচনটি হল ( a ) I বচন ( b ) A বচন ( c ) 0 বচন । (✓d) E বচন  

58. O বচনের অনুবিষম বচনটি হল— 

( a ) A বচন ( b ) E বচন (✓c) I বচন ( d ) 0 বচন 

59.  অসম বিরােধিতার সম্বন্ধ দেখা যায়— ( a ) A ও E বচনের মধ্যে (✓b) A ও I বচনের মধ্যে ( c ) A ও O বচনের মধ্যে ( d ) E ও I বচনের মধ্যে।

  60. অ্যারিস্টটল প্রকৃত বিরােধিতা বলে যেটিকে অস্বীকার করেন—

 ( a ) অধীন - বিপরীত বিরােধিতা ( b ) অসম বিরােধিতা ( c ) বিপরীত বিরােধিতা (✓d) a এবং b উভয়ই ঠিক 

61. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট —— বচনের মধ্যে বিপরীত বিরােধিতার সমন্ধ থাকে । 

 (✓a) A , E ( b ) 1,0 ( C ) A , I ( d ) E , O 

62. যদি E বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত I বচনটির সত্যমূল্য হবে--

 (✓a) সত্য ( b ) অবিরােধী ( c ) মিথ্যা । ( d ) অনিশ্চিত।


If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: