Friday 11 September 2020

A Question and Answer of The Poetry of Earth

Leave a Comment

 Why does Keats feel that the poetry of earth is never dead ? [ কিটস কেন মনে করেন যে প্রকৃতির গান কখনও শেষ হয়ে যায় না ]     6 


In his sonnet "The Poetry of Earth", John Keats says that the the music of earth never ends.  In  summe , the natural world becomes calm and still due to the scorching heat of the sun. The birds, being tired, stop their singing and take shelter in the cool shade of the trees.  At that time the grasshopper carries the music.  Similarly, in winter, snow covers the entire natural world.  Then the Cricket keeps the winter warm with the help of his music.  It reminds a drowsy person the continuation of the grasshopper's song among some grassy hills.  So, the music of earth is a continuous celebration  through the cycle of seasons.


বঙ্গানুবাদ:

[ জন কিটস তার “The Poetry of Earth’ সনেটে বলেছেন যে প্রকৃতির গান কখনও শেষ হয় না। গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে প্রকৃতি জগৎ শান্ত ও স্তব্ধ হয়ে যায়। পাখিরা ক্লান্ত হয়ে তাদের গান বন্ধ করে দেয় ও গাছের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। সেই সময় ঘাসফড়িং সংগীত বহন করে নিয়ে চলে। একইভাবে, শীতকালে, তুষার সমগ্র প্রকৃতি জগৎকে আচ্ছাদিত করে রাখে। তখন ঝিঁঝিঁ পােকা তার সংগীতের সাহায্যে শীতকালকে উষ্ণ রাখে। সেটি কোনাে এক তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিকে ঘাসে ঢাকা পাহাড় থেকে ভেসে আসা ঘাসফড়িংয়ের  গানের ধারাবাহিকতার কথা মনে করিয়ে দেয়। তাই প্রকৃতির গান ঋতুচক্রের আবর্তনের মধ্য দিয়ে প্রবহমান এক আনন্দ উৎসব। ]

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: