Monday 7 September 2020

দর্শনের স্বরূপ সম্পর্কে কয়েকজন বিখ্যাত পাশ্চাত্য দার্শনিকের অভিমত Class xi (wbchse)

Leave a Comment
দর্শনের স্বরূপ সম্পর্কে কয়েকজন বিখ্যাত পাশ্চাত্য দার্শনিকের অভিমত অথবা বিভিন্ন দার্শনিক প্রদত্ত দর্শনের সংজ্ঞা : 

1. (a) প্লেটো (Plato):  “ দর্শন হল বস্তুসত্তার জ্ঞান, যা নিত্য, অপরিবর্তনীয় ও শাশ্বত”। (Philosophy is the Knowledge of reality, of being as such, of that which is ; it is the knowledge of the universal, unchangeable, eternal.)

 (b) প্লেটো (Plato): “ দর্শনের লক্ষ্য হল নিত্যের এবং বস্তুর মূলস্বরূপের জ্ঞানলাভ করা”। (Philosophy aims at the knowledge of the eternal of the essential nature of things.)

 2.  অ্যারিস্টটল (Aristotle):  “ সত্তা স্বরূপত যা তার অনুসন্ধান করে যে বিজ্ঞান তাই হল দর্শন ” / “দর্শন সত্তাকে সত্তা হিসাবেই পর্যালােচনা করে"। ( Philosophy is the Science which investigated the nature of being as it is in itself. ) / "দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান” ( Philosophy is the science being qua being.) 

3. কান্ট (Kant): " দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালােচনা" । ( Philosophy is the sciencei and Criticism of Cognition.) / "দর্শন হল বিচারমূলক শাস্ত্র"।

4. হার্বাট স্পেনসার (Herbert Spencer) : “ দর্শন হল বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় । বিজ্ঞান আংশিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান , আর দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবৎ জ্ঞান ”। (Philosophy is the Synthesis of the Science.)

5.  ফিকটে (Fichte): “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান।” (Philosophy is the Science of knowledge.))

6. পলসন (Paulsen): “দর্শন হল সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি বা সমন্বয়”। (Philosophy is the sumetotal of all Scientific Knowledge.)
 
7.  কোত (Conte) : “ দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান "। (Philosophy is the Science of Sciences.)
 
8. পেরি  (Perry) : “দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক”। (Philosophy is neither accidental nor supematural, but inevitable and nomal.)

9. মারভিন (Marvin):  “ দর্শন হল সত্যানুরাগ / দর্শন হল এমনই এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানের ভান্ডারকে পুরনো করে " (Philosophy is love for truth - the complete body of knowldege that includes in its all truths.) 

10. এয়ার(Ayer):  "দর্শন হল ভাষার সমালােচনা"। (Philosophy is the Criticism of language. ) 

11. বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell): “দর্শন হল সকল বিজ্ঞানের মূলভিত্তির যৌকিক বা বিচারমূলক আলোচনা"। (Philosophy is the logical study of the foundations of the Science. )
 
12. ভুন্ড (Wundt) : “দর্শন হল বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ”। (Philosophy is the unification of knowledge obtained in the special Sciences in a consistent whole. )

13. হেগেল (Hegel): "দর্শন হল পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলােচনা”। (Philosophy is the theoretical discussion about the absolute conscious self.) 
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: