Friday, 18 September 2020

Central idea of the poem Upon Westminster Bridge

Leave a Comment

 Q : Give the central idea of the poem Upon Westminster Bridge. (আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার কেন্দ্রীয় ভাববস্তু আলোচনা করো।)


Ans: William Wordsworth looks at the city of London from the Westminster Bridge.  Then it is morning.  The sun has just up.  It illumes the city with its golden light.  This wonderful scene charms the mind of the poet.  He breathes  in clear smokeless air.  The huge buildings of the city stand in silence.  They meet and mingle with the distant horizon.  They are lost in the green valley.  The poet enjoys a deep calm.  It clears his mind.  It illuminates his whole being.  He felt  that the mighty heart of city is lulled into a tranquil sleep. 


বঙ্গানুবাদ:

 উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ ওয়েস্টমিনস্টার সেতু থেকে লন্ডন নগরীকে দেখেন। তখন সকাল। সূর্য সবে উঠেছে। এর সােনালি আলােয় শহরটা আলােকিত। অপরূপ এই দৃশ্য কবির মনকে মুগ্ধ করে। নির্মল ধোঁয়াহীন বাতাসে প্রাণভরে শ্বাস নেন তিনি। শহরের বিশাল ইমারতগুলি নিচুপ হয়ে দাঁড়িয়ে আছে। দূরদিগন্তে তারা মিলেমিশে একাকার। সবুজ উপত্যকায় তারা হারিয়ে যায়। কবি এক গভীর প্রশান্তি উপভােগ করেন। এটা তাঁর মনকে নির্মল করে। তাঁর সমগ্র সত্তাকে এটি আলােকিত করে। তিনি অনুভব করেন যে  শহরের বিশাল শক্তিশালী হৃদয়ও শান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে আছে।

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: