Tuesday, 1 September 2020

HS English Note /Class xii (wbchse)

Leave a Comment

 THANK YOU MA'AM

                          Langston Hughes

"The woman did not watch the boy to see if he was going to run now " -- Who are the 'woman' and the 'boy' referred to here? Why did not woman care to watch the boy anymore ? Where did the woman leave her purse at the time?

[এখানে 'মহিলাটি' ও 'ছেলেটি' বলতে কাদের বোঝানো হয়েছে? কেন ভদ্রমহিলা আর ছেলেটির ওপর নজর রাখার প্রয়ােজনবােধ করছিলেন না? সেই সময় মহিলাটি তাঁর হাত ব্যাগটি কোথায় রেখেছিলেন? ]  1+4+1

Ans: *Here the 'woman' and the 'boy' refer to Mrs Jones  and Roger.


*Mrs. Jones easily understood Roger's mind.  She realized that Roger was not a hard core criminal.  He was afraid of the lady and was ashamed of himself.  Mrs. Jones realized that Roger would never break her faith.  So, she did two things deliberately: she left the door open and she left her money bag on the day- bed.  At the same time, she stopped watching him.  She realized that Roger could overcome those temptations.  She took the risk but he took the risk knowingly.


*At that time Mrs. Jones left her purse on the day-bed.

বঙ্গানুবাদ


এখানে 'মহিলাটি' ও 'ছেলেটি' বলতে শ্রীমতি জোন্স ও রোজার কে বোঝানো হয়েছে।

মিসেস জোনস্ খুব সহজেই রজারের মন বুঝতে পেরেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে রজার পাকাপােক্ত অপরাধী নয়। সে ভদ্রমহিলাকে ভয় পাচ্ছিল এবং নিজের ব্যাপারে লজ্জিত হয়েছিল। মিসেস জোনস্ বুঝতে পেরেছিলেন যে রজার কখনােই তার বিশ্বাস ভঙ্গ করবে না। সেজন্য, তিনি দুটি জিনিস ইচ্ছাকৃতভাবে করেছিলেন: তিনি দরজাটি খােলা রেখে দিয়েছিলেন এবং তিনি তার আরাম কেদারার ওপর তার টাকার ব্যাগটা রেখে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি তার ওপর নজর রাখা বন্ধ করে দিয়েছিলেন । তিনি বুঝতে পেরেছিলেন ওই প্রলােভনগুলিকে রজার অতিক্রম করতে পারবে। তিনি ঝুঁকি নিয়েছিলেন তবে তিনি বুঝেসুঝেই ঝুঁকি নিয়েছিলেন। 

সেই সময় শ্রীমতি জোন্স তাঁর হাত ব্যাগটি গদির উপর রেখে ছিলেন


If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: