Monday, 31 August 2020

HS English note/Class 12 (wbchse)

Leave a Comment

 THANK YOU MA'AM

                          Langston Hughes


 "You gonna take me to jail?" Who asked this question and to whom? When did the speaker ask this question? What was the answer to this question ? [ এই প্রশ্নটি কে, কাকে করেছিল? বক্তা কখন এই প্রশ্নটি করেছিল? প্রশ্নটির উত্তর কী ছিল? ] ( 1 + 4 + 1 )

Ans: 

*Roger asked this question to Mrs. Jones. 

  *Mrs. Jones grabbed Roger by  his shirt front and dragged him from the street straight to the middle of her room.  He had already noticed that Roger's face was dirty.  So he instructed Roger to go to the sink and wash his face.  Then she turned him loose.  After being released, Roger looked cautiously at the door and at Mrs. Jones, and finally went to wash his face. .  Then Roger asked this question.


 * Mrs. Jones replied that she would not take Roger anywhere with such a look on his face.

বঙ্গানুবাদ:


*রজার জোনসকে এই প্রশ্নটি করেছিল।

 *শ্ৰীমতী জোনস রজারকে জামার সামনের অংশ ধরে রাস্তা থেকে টানতে টানতে সােজা তার ঘরের মাঝখানে নিয়ে গেলেন। তিনি আগেই লক্ষ করেছিলেন যে রজারের মুখটি নােংরা ছিল। তাই তিনি রজারকে নির্দেশ দিলেন মুখ ধােয়ার জায়গাটিতে গিয়ে তার মুখ ধুয়ে নিতে। এরপরেই তিনি তাকে ছেড়ে দিলেন। মুক্তি পাওয়ার পর রজার সতর্কভাবে দরজা ও শ্রীমতী জোনসের দিকে তাকাল, আর শেষপর্যন্ত  মুখ ধুতে গেল। তখন রজার এই প্রশ্নটি করেছিল।

 *শ্ৰীমতী জোনস উত্তরে বলেছিলেন যে তিনি রজারকে তার মুখের ওইরকম অবস্থায় কোথাও নিয়ে যাবেন না।

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: