Showing posts with label Homoeopathic treatment. Show all posts
Showing posts with label Homoeopathic treatment. Show all posts

Sunday, 31 August 2025

হোমিওপ্যাথিক ওষুধ: Arsenicum Album (আর্সেনিকাম অ্যালবাম)

Leave a Comment

 🌿 হোমিওপ্যাথিক ওষুধ: Arsenicum Album (আর্সেনিকাম অ্যালবাম)



---


🔹 পরিচয়


Arsenicum Album হলো হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ Acute ও Sub-acute remedy, যা বিশেষ করে দুর্বলতা, বারবার জ্বর ওঠা–নামা, জ্বালা-জ্বালা অনুভূতি এবং উদ্বেগের সঙ্গে শারীরিক অসুস্থতায় কার্যকর।


উৎস:


1. Boericke, W. F. Pocket Manual of Homeopathic Materia Medica, 1927.



2. Kent, J. T. Lectures on Homeopathic Materia Medica, 1900.



3. Allen, T. F. Encyclopedia of Pure Materia Medica, 1874.





---


🔹 মানসিক লক্ষণ (Mental Symptoms)


অস্থিরতা, অতিমাত্রা উদ্বেগ ও ভয়


“আমি ঠিক হতে পারব না” ভাব, মৃত্যুভয়


অসুস্থতার সময় একা থাকতে চাওয়া, অন্যদের কাছে ভয়ানক আচরণ


perfectionism বা সবকিছু ঠিকভাবে না হওয়া নিয়ে অতিরিক্ত উদ্বেগ


মানসিক চাপের সঙ্গে শারীরিক অসুস্থতা বেড়ে যায়




---


🔹 শারীরিক লক্ষণ (Physical Symptoms)


🔸 জ্বর ও দুর্বলতা


বারবার জ্বর ওঠা-নামা


শরীর দুর্বল, ক্লান্ত, হাত-পা ঠান্ডা


অল্প কিছুতে থকথকে ঘেমে যাওয়া বা ঠান্ডা লাগা


প্রচণ্ড তৃষ্ণা, জল খেতে চায়



🔸 হজম ও পেট


ডায়রিয়া বা বমি, মাঝে মাঝে রক্তমিশ্রিত


জ্বালা-জ্বালা অনুভূতি পাকস্থলীতে, গলার ভেতর বা প্রস্রাবে


ক্ষুধা কম, খাবার সামান্য গ্রহণ করে



🔸 শ্বাসযন্ত্র


দীর্ঘস্থায়ী শুকনো বা আর্দ্র কাশি


শ্বাসকষ্ট, ফুসফুস দুর্বল বা সংক্রমণের ঝুঁকি


বুকের ব্যথা ও ধড়ফড়



🔸 ত্বক ও সংবেদনশীলতা


ত্বক শুষ্ক, ঠান্ডা লাগলে রঙ ফিকে বা নীলচে


সংবেদনশীলতা বাড়ে → ঠান্ডা বা গরমে অস্বস্তি




---


🔹 প্রধান ব্যবহার ক্ষেত্র (Indications)


বারবার জ্বর ওঠা-নামা, দুর্বলতা, ক্লান্তি


অ্যাসিডিটি, জ্বালা, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য


দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা ফুসফুস দুর্বলতা


খাদ্য বিষক্রিয়া বা ডায়রিয়া


ঠান্ডা, কাশি ও ফ্লু (পুনরাবৃত্তি হলে)


মানসিক অস্থিরতা ও ভয়, বিশেষ করে অসুস্থতার সময়




---


🔹 Keynotes (বিশেষ বৈশিষ্ট্য)


✅ Anxiety & Restlessness → অস্থির ও ভয়ানক অবস্থা

✅ Burning pains → পাকস্থলী, গলা, প্রস্রাবের জ্বালা

✅ Chilly & Weak → হাত-পা ঠান্ডা, শক্তি কমে যাওয়া

✅ Frequent vomiting / diarrhea → বারবার সমস্যা

✅ Desire for small sips of water → ছোট ছোট ঠান্ডা পানি খেতে চায়



---


🔹 পোটেন্সি ও ব্যবহার


30C → হালকা জ্বর, দুর্বলতা, বারবার ডায়রিয়া (প্রতি ৩–৪ ঘণ্টা ২–৩ ডোজ, লক্ষণ কমলে বন্ধ)


200C → দীর্ঘস্থায়ী ফ্লু, ফুসফুস দুর্বলতা, বারবার জ্বর (১–২ ডোজ যথেষ্ট)


1M → তীব্র দুর্বলতা বা গুরুতর জ্বালা-জ্বালা সমস্যা (একবারের ডোজ)




---


🔹 মিক্সোপ্যাথি (Comparisons & Relationships)


ধাপ/অবস্থা ওষুধ বিশেষ বৈশিষ্ট্য


হঠাৎ ভয় ও জ্বর Aconite শুরুতেই হঠাৎ জ্বর ও আতঙ্ক

মাথা লাল, তীব্র ব্যথা Belladonna মাথা লাল, চোখ লাল, ধুকপুক ব্যথা

শুকনো কাশি, বুক ব্যথা Bryonia নড়লেই ব্যথা বাড়ে, তৃষ্ণা বেশি

বারবার জ্বর, দুর্বলতা Arsenicum Album জ্বলন, বারবার জ্বর ওঠা-নামা, অস্থিরতা

দীর্ঘমেয়াদি ফুসফুস দুর্বল Phosphorus রক্তমিশ্রিত কাশি, ফুসফুস দুর্বলতা




---


⚠️ সতর্কতা (Precautions)


Arsenicum Album মূলত বারবার জ্বর ওঠা-নামা, দুর্বলতা ও জ্বালা-জ্বালা অনুভূতিতে ব্যবহার হয়।


ডোজ অতিরিক্ত দেওয়া যাবে না।


শিশু, গর্ভবতী ও বৃদ্ধদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দরকার।


Self-medication এড়িয়ে চলুন।




---


📌 Disclaimer

The information on this website is provided for educational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always consult a qualified healthcare provider for medical guidance.

Read More

Sunday, 5 January 2025

হোমিও ঔষধ: আর্জেন্ট মেটালিকাম (Argent Met.)

Leave a Comment

 আর্জেন্ট মেটালিকাম (Argent Met.)

(খাঁটি রূপা হইতে প্রস্তুত হয়) মাহাত্মা হ্যানিম্যান ইহা প্রথমে পরীক্ষা করেন। হিষ্টিরিয়াগ্রস্তা, নার্ভাস-স্ত্রী ও যে সকল পুরুষ শুক্রক্ষয় করিয়া অত্যন্ত দুর্ব্বল হইয়া পড়িয়াছে তাহাদের ধাতুতে ইহা অধিক উপকারী। পরিপাক যন্ত্রের ও অন্যান্য স্থানের মিউকাস মেম্বেণের এবং হাড়, কার্টিলেজ, লিগামেন্ট, লেরিংস ও মূত্রযন্ত্রের উপর ইহার প্রধান ক্রিয়া।


চরিত্রগত লক্ষণ:


১। রোগী-রোগা, লম্বা ও উত্তেজিত স্বভাবাপন্ন।


২। অণ্ডকোষে থেঁৎলাইয়া যাইবার মত বেদনাবোধ করিলে এবং লিঙ্গোত্থান না হইয়া অজ্ঞাতসারে শুক্রপাত বা স্বপ্নদোষ হইলে ইহাতে উপকার হইবে। পুরাতন গ্লীটরোগে ঘন স্রাব্ নির্গত হয়, বঙ্ হলদে বা সবুজ, জ্বালা যন্ত্রণা থাকে না (হাইড্র্যাস্টিস)।

৩। গায়ক ও বক্তাদের গলাধরা। 


৪। কাশি-ফ্যারিংস, লেরিংস কিম্বা ব্রঙ্কাইয়ের কোন পুরাতন পীড়ায় জেলির মত শ্লেষ্মা জড়াইয়া থাকে, রোগী উহা পুনঃ পুনঃ কাশিয়া তুলিয়া ফেলিবার চেষ্টা করে। জোরে হাসিলে বা পাঠ করিলেই কাশি হয়।


৫। কাশিতে কিংবা গিলিতে গলায় বেদনা। 


৬। জেলীর মত চট্টচটে সর্দি গলায় জমে; কিন্তু উহা সহজেই উঠিয়া যায়।


৭। নাসিকায় জলের মত তরুণ সর্দ্দিসহ হাঁচি।


৮। ঋতুলোপকালের বয়সে অত্যাধিক রজঃস্রাব।


৯। বাম ওভেরিতে বেদনা, বেদনাসহ জরায়ুর বহির্নিঃসরণ (ডান ওভেরিতে-প্যালেডিয়ম) Froded spongy cervix ।


১০। বামদিকের বক্ষে অত্যন্ত দুর্ব্বলতা অনুভব। 


১১। অবসাদ-সর্বদা ঘুমাইবার ইচ্ছা।


ইহার রোগীর পা ফোলা থাকে, হাঁটুতে কিছুমাত্র বল থাকে না, প্রত্যেক দিন হেক্টিক-জরের মত-বেলা ১টায় জ্বর আসে এবং ২/১ ঘণ্টা থাকিয়া ছাড়িয়া যায়, স্মরণশক্তির লোপ হয়, কথা কহিতে কহিতে ভুলিয়া যায় ও চুপ করিয়া থাকে, প্রকৃত বয়স অপেক্ষা অনেক অধিক বয়স বলিয়া বোধ হয়, স্বভাব খিটখিটে, কাহারও সঙ্গে কথা কহিতে ভালবাসে না, অস্থিরতা ও দুশ্চিন্তাবশতঃ এক স্থানে থাকিতে পারে না।


১২। বেদনা-শরীরের যে কোন স্থানে হউক বেদনা হইয়া (অধিকাংশ স্কুলে বাম দিকে) উহা ক্রমশঃ মস্তক পর্যন্ত উত্থিত হয়, বেদনা ধীরে ধীরে বাড়ে, চরম সীমায় উত্থিত হয়, পরে হঠাৎ কমিয়া যায়।
১৩। বাতে গাঁট, কনুই ও হাঁটু আক্রান্ত হয়। পায়ের ভীষণ দুর্ব্বলতা-পা কাঁপে, সম্মুখবাহুর আংশিক পক্ষাঘাত, গোড়ালির ফোলা, লেখকদিগের আঙুল কাঁপে (writer's cramp), পিঠে বেদনা, কুঁজো হইয়া চলে।


১৪। মিষ্টি গন্ধের প্রস্রাব অনবরত বেশি পরিমাণে হয়। 
১৫। রোগী চিৎ হয়ে শুলে তার হৃদযন্ত্রের স্পন্দন ও ফরফড়ানি বেড়ে যায় তবে ব্যথা করে না।


বৃদ্ধি-স্পর্শে, দুই প্রহরে।


উপশম-খোলা বাতাসে, কাশিলে, কাশি রাত্রিতে শুইলে (হায়ো- সিয়ামসের বিপরীত লক্ষণ)। 


পরবর্তী ঔষধ-ক্যাল্কে, পল্স, সিপি


শক্তি: ৬ -৩০ ও ২০০


প্রয়োগ: প্রতিদিন ৩-৪ বার।


অতি শীঘ্র পুন: প্রয়োগ নিষিদ্ধ।


📌 Disclaimer

The information on this website is provided for educational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always consult a qualified healthcare provider for medical guidance.


Read More

Sunday, 31 March 2024

এবিস নায়গ্রা (Abies Nigra) Homeo Remedy

Leave a Comment

 এবিস নায়গ্রা (Abies Nigra)


(আমেরিকার ঝাউগাছের মত একপ্রকার গাছের আঠা হইতে প্রস্তুত)

ক্রিয়া: ইহা একটি দীর্ঘক্রিয় ঔষধ এবং পাকস্থলীর উপরেই ইহার ক্রিয়া অধিক। কোনও পীড়ার সহিত বায়ু ও অম্লের লক্ষণ থাকিলে, বৃদ্ধদের অম্ল ও অজীর্ণ পীড়ার সহিত হৃৎপিণ্ডের কোনও পীড়া থাকিলে এবং অতিরিক্ত চা পান ও তামাক খাওয়ার জন্য ডিস্পেপসিয়া পীড়া হইলে- ইহাতে অধিক উপকার হয়। নার্ভাস, লেখাপড়ার কার্য্য বা চিন্তা করিবার ক্ষমতালোপ দিবসে নিদ্রালু-রাত্রিতে অনিদ্রা, কোষ্ঠবদ্ধতা, আহারের পর পেটে বেদনা, ভুক্তদ্রব্য পেটে গোলার মত হইয়া থাকা কিম্বা জড়াইয়া উঠা, বেদনা প্রভৃতি ইহার-চরিত্রগত লক্ষণ।


অম্লশূল-বেদনা-একটু পেট ভরিয়া আহার করিলেই পেটে এক- প্রকার যন্ত্রণাদায়ক বেদনা উপস্থিত হয়, মনে হয় পাকস্থলীর মুখে (in- cardia) যেন কি একটা গোলার মত শক্ত পদার্থ আটকাইয়া আছে। এবিসের রোগীর এক অদ্ভুত লক্ষণ-বেলা দ্বিপ্রহরে ও রাত্রিতে অত্যন্ত ক্ষুধা হয়, এমন কি ক্ষুধার জন্য নিদ্রা হয় না; কিন্তু প্রাতঃকালে কিছুমাত্র ক্ষুধা থাকে না।


হৃৎপিণ্ডের পীড়া-বুকের ভিতর একপ্রকার যন্ত্রণা হয় ও সেখানে বোধ হয় যেন কিছু আটকাইয়া আছে, রোগী তাহার জন্য পুনঃ পুনঃ কাশে, কাশির সময় মুখ দিয়া অনবরত জল উঠে, গলা যেন কেহ চাপিয়া ধরিয়াছে, তাহাতে দম বন্ধ হইয়া যাইবে এইরূপ বিবেচনা হয়। হৃৎপিণ্ডে তীক্ষ্ণ বেদনা, হৃৎপিণ্ড ভারী ও হৃৎপিণ্ডের ক্রিয়া ধীর হয়।


ঋতুস্রাব-দুই তিন মাস অন্তর হয় ও পুনরায় বন্ধ হইয়া যায়। 

সম্বন্ধ (complements) -ব্রায়োনিয়া, নক্স, থুজা, ক্যালি-কার্ব্ব। 

বৃদ্ধি (aggravation)-আহারের পরক্ষণেই।


শক্তিPotency)-১ম হইতে ৩০ শক্তি। 

প্রয়োগ: প্রতিদিন ৩/৪ বার


📌 Disclaimer

The information on this website is provided for educational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always consult a qualified healthcare provider for medical guidance.





Read More

স্নায়ু দৌর্ব্বল্য (Nerve weakness ) এর হোমিও চিকিৎসা

Leave a Comment

 স্নায়ু দৌর্ব্বল্য (Nerve weakness )

স্নায়ু দৌর্ব্বল্য: মাথাব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, ইন্দ্রিয় গণের অবসন্নতা, পেট ফাঁপা, অজীর্ণ, হাত পা ঝিমঝিম করা, স্মৃতিশক্তি লোপ, কোন বিষয়ে চিন্তা করতে না পারা, কথা কহিতে অনিচ্ছা, অনিদ্রা, মানসিক অবসাদ ইত্যাদি এই পীড়ার লক্ষণ।


এসিড ফস 30/200: স্নায়ু-দৌৰ্ব্বল্য—মাথাব্যথা, মাথাঘোরা, বুক ধড়ফড়, করা, ইন্দ্রিয়গণের অবসন্নতা, পেটফাপা, অজীর্ণ, হাত পা ঝিম-ঝিম করা, স্মৃতি- শক্তির লোপ, কোন বিষয় চিন্তা করিতে না পারা, কথা কহিতে অনিচ্ছা, অনিদ্রা, ভয়, মানসিক অবসাদ ইত্যাদি এই পীড়ার লক্ষণ এবং এনাকার্ডিয়াম, আর্জেণ্ট-নাইট্রিকাম, এম্ব্রাগ্রেসিয়া এসিড-পিক্রিক, 'ক্যালি-ব্রোম, জিঙ্কাম, ফসফরাস, এসিড ফস, জেলসিমিয়ম, মস্কাস ইত্যাদি লক্ষণভেদে উহার সাধারণ ঔষধ। ফস্ফরিক এসিডের রোগী সাময়িক পরিশ্রমেই দুর্ব্বলতা অনুভব করে, রমণেচ্ছা অত্যন্ত প্রবল থাকে, অধিকক্ষণ লিঙ্গোদ্রেক—তাহাতে হয়ত সমস্ত রাত্রিই জাগিয়া থাকিতে হয়, পরে প্রচুর পরিমাণে রেতঃস্খলন হয়, অবসন্ন হইয়া পড়ে।

এসিড ফস প্রথমে মানসিক দৌর্বল্য পরে শরীর আক্রান্ত হয়, যে সকল যুবক শীঘ্র শীঘ্র বেড়ে ওঠে যাদেরকে অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয় ইহা তাদের পক্ষে অধিক উপযোগী। স্বাস্থ্যভঙ্গ, অতিরিক্ত দুঃখ, ভালোবাসায়  বঞ্চিত কিংবা শরীরের তেজস্কর পদার্থের ক্ষয়হেতু যখন শরীর নষ্ট হবার সম্ভাবনা তখনই ইহাকে স্মরণ করিবেন।

Antidote : ক্যামফর, কফি, স্ট্যাফি।

পরবর্তী ওষধ:  চায়না, ফেরম, সেলিনি, লাইকো, নক্স, সলফ, বেল, কষ্টি, আর্স।


এসিড-পিক্রিক—ডাঃ ন্যাস বলেন, স্নায়ু-দৌর্বল্যের যতগুলি ভাল ভাল ঔষধ আছে—“অতিশয় ইন্দ্রিয়চালনা" পীড়ার কারণ হইলে- পিক্রিক-এসিড প্রায় সকল ঔষধের শীর্ষস্থানীয়। যেখানে এই এসিডের প্রয়োজন তথায় রোগীর সর্বদাই মন মরা, কেবলমাত্র শুইয়া থাকিতে ইচ্ছা, উদাসীনতা, চক্ষে অন্ধকার দেখা, সকল কার্যেই স্পৃহাশূন্যতা, পা সর্বদাই ভারী বোধ এবং কোমরে বেদনা ও গায়ে জ্বালা অনুভব করা, কোন বিষয়ে মনসংযোগ করিতে না পারা, এই লক্ষণগুলি স্পষ্ট সমাবেশ দেখা যায়। ক্রম-- ষষ্ঠ হইতে সিএম শক্তি


স্ট্যানম: শারীরিক ও মানসিক অত্যধিক ক্লান্তি ও দুর্বলতা, পক্ষাঘাতের মত দুর্বলতা গলা ও বক্ষস্থলের অত্যধিক দুর্বলতার জন্য কথা কহিতে হাসিতে জোরে পাঠ করিতে কষ্টবোধ। উপর হইতে নিচে নামিতে হইলে যেন মূর্চ্ছার মত হয় কিন্তু উপরে উঠিতে তত কষ্ট হয় না।


এনাকার্ডিয়ম: ডক্টর হিউজেস বলেন-- জ্ঞাতসারেই হোক অথবা অজ্ঞাতসারেই হোক ক্রমাগত শুক্রক্ষরণ বা বীর্যস্খলন হেতু স্নায়ু দুর্বলতা ও স্মৃতিশক্তির হ্রাস হইলে উপকারী। (প্রত্যহ প্রাতে সেবনে আশাতীত উপকার হয়।)

Antidote: ক্লিমেটিস, ক্রোটন, কফি, জগ- ল্যান্স রানান-বালবো, রাসটক্স,

 পরবর্তী ঔষধ:  লাইকো, প্ল্যাটিনা, পলস।

 ক্রম: ৬- ৩০ 

অম্লশূল বেদনায় ২০০ বা আরো উচ্চশক্তি উপকারী।


📌 Disclaimer

The information on this website is provided for educational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always consult a qualified healthcare provider for medical guidance.

Read More