Thursday, 17 December 2020

অমাধ্যম অনুমান: আবর্তনের বিবর্তন করো।

1 comment


           অমাধ্যম অনুমান


 নিচের বাক্যগুলি আবর্তনের বিবর্তন করো।

১) মানুষ মাত্রই পরিশ্রমী।

L.F.  : A - সকল মানুষ হয় পরিশ্রমী ব্যক্তি। (আবর্তনীয়)

: . I - কোন কোন পরিশ্রমই ব্যক্তি হয় মানুষ। ( আবর্তিত)

: . O -কোন কোন পরিশ্রমী ব্যক্তি নয় অ-মানুষ। (আবর্তিতের বিবর্তিত)

(২) কেবলমাত্র বৈজ্ঞানিকরাই প্রগতিশীল।

L.F. : A— সকল প্রগতিশীল ব্যক্তি হয় বৈজ্ঞানিক। (আবর্তনীয়) 

 : . I— কোনাে কোনাে বৈজ্ঞানিক হয় প্রগতিশীল ব্যক্তি (আবর্তিত)। 

 : . O— কোনো কোনাে বৈজ্ঞানিক  নয় অ - প্রগতিশীল (আবর্তিতের বিবর্তিত )। 

(৩) যা নিরাপদ তা উত্তেজক নয়। 

L.F. :  E— কোনাে নিরাপদ বস্তু নয় উত্তেজক ( আবর্তনীয় )।

 : . E— কোনাে উত্তেজক বস্তু নয় নিরাপদ ( আবর্তিত )

 : . A— সকল উত্তেজক বস্তু হয় অ - নিরাপদ (আবর্তিতের বিবর্তিত )। 

(৪) সাদা ঘােড়া আছে।

L.F.  :   I— কোনাে কোনাে ঘােড়া হয় সাদা প্রাণী। (আবর্তনীয়) 

 : . I— কোনাে কোনাে সাদা প্রাণী হয় ঘােড়া। ( আবর্তিত )

 : . O— কোনাে কোনাে সাদা প্রাণী নয় অ - ঘোড়া।(আবর্তিতের বিবর্তিত)  

( ৫) চকচক করলেই সােনা হয় না ।

L.F.  :  O— কোনাে কোনাে চকচকে বস্তু নয় সােনা। ( আবর্তনীয় ) 

 : . O— বচনের আবর্তন সম্ভব নয়। 

যেহেতু ‘ O ' বচনের আবর্তন করা যায় না সেহেতু আবর্তিত রূপের বিবর্তন করা যাবে না।

(৬) পরিশ্রমী ব্যক্তি ছাড়া জীবনে আর কেউ সফল হতে পারে না। 

L.F.  : A— সকল ব্যক্তি, যারা জীবনে সফল হয় পরিশ্রমী ব্যক্তি। (আবর্তনীয়) 

: . I— কোনাে কোনাে পরিশ্রমী ব্যক্তি হয় জীবনে সফল ব্যক্তি। ( আবর্তিত ) 

 . :  O— কোনো কোনাে পরিশ্রমী ব্যক্তি নয় জীবনে অ - সফল ব্যক্তি। (আবর্তিতের বিবর্তিত )

 (৭) ব্যবসায়ীরা কদাচিৎ সৎ হয় । 

L.F.  : O— কোনাে কোনাে ব্যবসায়ী নয় সৎব্যক্তি ( বচনে রূপান্তর )  

 : . O— বচনের আবর্তন সম্ভব নয় । 

যেহেতু ‘ O ' বচনের আবর্তন করা যায় না সেহেতু আবর্তিত রূপের বিবর্তন করা যাবে না।


(৮) সৈন্যরা কখনই বিশ্বাসঘাতক নয়। 

L.F.  :  E— কোনাে সৈন্য নয় বিশ্বাসঘাতক ব্যক্তি ( আবর্তনীয়) 

: . E— কোনাে বিশ্বাসঘাতক ব্যক্তি নয় সৈন্য (আবর্তিত) । .

: . A— সকল বিশ্বাসঘাতক ব্যক্তি হয় অ- সৈন্য (আবর্তিতের বিবর্তিত) 

(৯) প্রত্যেকটি পুস্তক মূল্যবান। 

L.F.  :  A— সকল পুস্তক হয় মূল্যবান বস্তু। (আবর্তনীয় ) 

 : . I— কোনাে কোনাে মূল্যবান বস্তু হয় পুস্তক ( আবর্তিত )। 

: . O— কোনাে কোনাে মূল্যবান বস্তু নয় অ - পুস্তক। ( আবর্তিতের বিবর্তিত ) 

 (১০)) উটপাখি উড়তে পারে না। 

L.F.  : E— কোনাে উটপাখি নয় এমন প্রাণী যারা উড়তে পারে। ( আবর্তনীয় )  

 : . E— কোনাে প্রাণী যারা উড়তে পারে নয় উটপাখি। (আবর্তিত) 

 : . A— সকল প্রাণী যারা উড়তে পারে হয় অ - উটপাখি (আবর্তিতের বিবর্তিত)। 

(১১) কয়েক জন ছাত্র ছাড়া সব ছাত্রই তাদের পড়াশুনায় নিষ্ঠাবান।

L.F.  :  I— কোনাে কোনাে ছাত্র হয় এমন ব্যক্তি যারা তাদের পড়াশুনায় নিষ্ঠাবান। (আবর্তনীয়)। 

 : . I— কোনাে কোনাে ব্যক্তি যারা তাদের পড়াশুনায় নিষ্ঠাবান হয় ছাত্র (আবর্তিত)। 

 : . O— কোনাে কোনাে ব্যক্তি যারা তাদের পড়াশুনায় নিষ্ঠাবান নয় অ - ছাত্র (আবর্তিতের বিবর্তিত)। 

(১২) সব লোেক স্বার্থপর নয়।

L.F. : O— কোনাে কোনাে লােক নয় স্বার্থপর ব্যক্তি (আবর্তনীয়)। 

 : . O— বচনের আবর্তন সম্ভব নয়।

 যেহেতু ‘ O ' বচনের আবর্তন করা যায় না সেহেতু আবর্তিত রূপের বিবর্তন করা যাবে না।


১৩) একটি ছাড়া সব ধাতু কঠিন। 

L.F.  : I— কোনাে কোনাে ধাতু হয় কঠিন বস্তু (আবর্তনীয়)। 

: . I— কোনাে কোনাে কঠিন বস্তু হয় ধাতু (আবর্তিত)।

 : . O— কোনাে কোনাে কঠিন বস্তু নয় অ - ধাতু। 

(আবর্তিতের বিবর্তিত) 

 (১৪) অধিকাংশ ছাত্র নিষ্ঠার সঙ্গে তর্কবিদ্যা পাঠ করে না। 

L.F.  : O— কোনাে কোনাে ছাত্র নয় এমন ব্যক্তি যারা নিষ্ঠার সঙ্গে তর্কবিদ্যা পাঠ করে।(আবর্তনীয়)।

 . : . O— বচনের আবর্তন সম্ভব নয়। 

যেহেতু ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু ওই আবর্তিত রূপের বিবর্তনও সম্ভব হবে না। 

(১৫) বাদুড় পাখি নয়। 

L.F.  : E— কোনাে বাদুড় নয় পাখি (আবর্তনীয়)। 

 : . E— কোনাে পাখি নয় বাদুড় (আবর্তিত)।

 .' . A— সকল পাখি হয় অ - বাদুড় (আবর্তিতের বিবর্তিত)।

(১৬) দুষ্ট লােকেরা সাধারণত মিষ্ট ভাষী হয় ।

L.F.  :  I— কোনাে কোনাে দুষ্ট লােক হয় মিষ্টভাষী ব্যক্তি ( বচনে রূপান্তর )। 

: . I— কোনাে কোনাে মিষ্টভাষী ব্যক্তি হয় দুষ্ট লােক (আবর্তিত)। 

 : . O— কোনাে কোনাে মিষ্টভাষী ব্যক্তি নয় অ - দুষ্ট লােক  (আবর্তিতের বিবর্তিত)।

১৭) শুধু ধার্মিকরাই সুখী ব্যক্তি।

L.F.  : A- সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। (আবর্তনীয়) 

: . I - কোনাে কোনাে ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি। (আবর্তিত) . 

: .  O = কোনাে কোনাে ধার্মিক ব্যক্তি নয় অ - সুখী ব্যক্তি। (আবর্তিতের বিবর্তিত) 

(১৮) কোনাে পাখি স্তন্যপায়ী নয়।

L.F.  :  E - কোনাে পাখি নয় স্তন্যপায়ী প্রাণী। (আবর্তনীয়) 

: . E - কোনাে স্তন্যপায়ী প্রাণী নয় পাখি। (আবর্তিত)

 : . A -সকল স্তন্যপায়ী প্রাণী হয় অ - পাখি । ( আবর্তিতের বিবর্তিত ) 

 (১৯) বেশিরভাগ ছাত্রই তর্কবিদ্যা বােঝে।

L F.  : । - কোনাে কোনাে ছাত্র হয় তর্কবিদ্যা বুঝতে পারা ব্যক্তি । ( আবর্তনীয় ) 

: . I - কোনাে কোনাে তর্কবিদ্যা বুঝতে পারা ব্যক্তি হয় ছাত্র।  আবর্তিত) 

: . 0 - কোনাে কোনাে তর্কবিদ্যা বুঝতে পারা ব্যক্তি নয় অ - ছাত্র। (আবর্তিতের বিবর্তিত)


(২০) সাধারণতঃ মানুষ হয় দয়ালু। 

L.F. : I - কোনাে কোনাে মানুষ হয় দয়ালু (আবর্তনীয়)

 আবর্তিত : কোনাে কোনাে দয়ালু ব্যক্তি হয় মানুষ (I) 

আবর্তিত রূপের বিবর্তিত : কোনাে কোনাে দয়ালু ব্যক্তি নয় অ-মানুষ (O)

 (২১) বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। 

L.F. : E- কোনাে বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ক্ষেত্র((আবর্তনীয়)

আবর্তিত : কোনাে বৃত্তাকার ক্ষেত্র নয় বর্গক্ষেত্র (E) 

আবর্তিত রূপের বিবর্তিত : সকল বৃত্তাকার ক্ষেত্র  হয় অ - বর্গক্ষেত্র  (A) 

(২২) সব সাধু ধার্মিক নয়।

 L.F. : (O)  কোনাে কোনাে সাধু নয় ধার্মিক (আবর্তনীয়)

আবর্তিত : ' O ' বচনের আবর্তন সম্ভব নয়। 

যেহেতু ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু ওই আবর্তিত রূপের বিবর্তনও সম্ভব হবে না। 

 (২৩) প্রত্যেক কবি হন দার্শনিক। 

L.F. : A-  সকল কবি হয় দার্শনিক (আবর্তনীয়)

আবর্তিত : কোনাে কোনো দার্শনিক হয় কবি ( I ) 

আবর্তিত রূপের বিবর্তিত : কোনাে কোনো দার্শনিক নয় অ- কবি ( O)


If You Enjoyed This, Take 5 Seconds To Share It

1 comments:

Kartik Bhattacharjee said...

21 নম্বর এর টা ভুল আছে
ঠিক করুন প্লীজ