Friday 11 December 2020

নিরপেক্ষ ন্যায়ের ১৯টি শুদ্ধ মূর্তি বা বৈধ মূর্তি।

Leave a Comment

 প্রশ্ন:  নিরপেক্ষ ন্যায়  কাকে বলে ? ন্যায়ের বৈধ মূর্তি বলতে কী বােঝায় ? বিভিন্ন সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম উল্লেখ কর।

নিরপেক্ষ ন্যায়: যে অবরোহ মূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কিত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তটি কখনই আশ্রয়বাক্যের কোনটির তুলনায় বেশি ব্যাপক হতে পারে না তাকে ন্যায় যুক্তি বা নিরপেক্ষ ন্যায় বলে।

 বৈধ মূতি:  বৈধ ন্যায় - গঠনের জন্য কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে। যেসব ন্যায়ের মূর্তিতে প্রয়োজন অনুযায়ী এইসব নিয়মগুলি যথাযথভাবে প্রয়োগ করা হয় এবং - নিমসংগতভাবে সিদ্ধান্ত নির্ধারণ করা হয়, তাদের বৈধ মূর্তি বলে।

     দুটি আশ্রয়বাক্যের গুণ ও পরিমাণ অনুযায়ী চারটি সংস্থানে মোট ১৯ টি (উনিশটি)  শুদ্ধ বা বৈধ মূর্তি আছে। এগুলি হল---

প্রথম সংস্থানের বৈধ মূর্তি (চারটি)---  

(i) BARBARA (AAA) বারবারা

(ii) CELARENT (EAE) সিলারেন্ট

(iii) DARII (AII) ড্যারিয়াই

(iv) FERIO (EIO)  ফেরিও

দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি (চারটি) -

(i) CESARE (EAE) 

(ii) CAMESTRES (AEE)

 (iii) FESTINO (EIO)

(iv) BAROCO (AO0)

তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি (ছয়টি) ---

(i) DARAPTI (AAI)

(ii)  DISAMIS (IAI)

(iii)  DATISI (AII)

(iv) FELAPTION (EAO)

(v) BOCARDO (OAO)

(vi) FERISON (EIO)I 

চতুর্থ সংস্থানের শুদ্ধমূর্তি (পাঁচটি)---

(i) BRAMANTIP (AAI)

(ii)  CAMENES (AEE)

(iii) DIMARIS (IAI)

(iv)  FESAPO (EAO)

(v) FRESISON (EIO) 


If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: