প্রশ্ন: নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দশটি নিয়ম উল্লেখ কর।
উঃ ন্যায়ের বৈধতার ১০টি নিয়ম হল --
১) প্রতিটি ন্যায় অনুমানে ঠিক তিনটি পদ থাকবে, তার বেশি নয়, কমও নয় এবং প্রতিটি পদ সমগ্র যুক্তিতে একই অর্থে ব্যবহৃত হবে।
২) যে - কোনাে ন্যায় অনুমান কেবলমাত্র তিনটি বচনের দ্বারা গঠিত হবে।
৩) হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতেই হবে।
৪) যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।
৫) ন্যায় অনুমানের দুটি আশ্রয়বাক্য যদি নঞর্থক হয় তাহলে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। অর্থাৎ, বৈধ ন্যায়ে অন্তত একটি আশ্রয়বাক্য সদর্থক হবেই।
৬) যদি একটি আশ্রয়বাক্য নঞর্থক হয় তাহলে ন্যায়ের সিদ্ধান্তটি অবশ্যই নঞর্থক হবেই।
৭) যদি দুটি আশ্রয়বাক্যই সদর্থক হয় তবে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। অবশ্য (৭) নং নিয়মটি মূল নিয়ম নয় , এটি (৬) নং নিয়ম থেকেই নিঃসৃত হয়।
৮) ন্যায়ের দুটি আশ্রয়বাক্য যদি বিশেষ বচন হয় তাহলে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না।
৯) একটি আশ্রয়বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ বচন হবে।
১০) যদি প্রধান আশ্রয়বাক্যটি বিশেষ এবং অপ্রধান আশ্রয়বাক্যটি নঞর্থক হয় তাহলে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না।
উল্লেখ্য উপরােক্ত দশটি নিয়মের মধ্যে প্রথম দুটি নিয়ম হল ন্যায়ের গঠন সংক্রান্ত নিয়ম এবং পরের আটটি নিয়ম হল ন্যায়ের বৈধতা সম্পর্কিত নিয়ম।
0 comments:
Post a Comment