Saturday 29 August 2020

HS English note with Bengali meaning, class 12 WBCHSE

Leave a Comment

 THANK YOU MA'AM

                          Langston Hughes


What did Mrs Jones do to change Roger's perception?

রজারের চিন্তাধারা পরিবর্তন করতে মিসেস জোন্স কী করেছিলেন?

Roger wanted to snatch Mrs. Jones' handbag to buy a pair of blue suede shoes.  Mrs. Jones felt that Roger was not a tainted thief.  So She did not give him to the police.  She took her to his house, advised her to clean her dirty face, gave him food and shared the  experiences of her young days with him.  When Mrs. Jones finally gave him ten dollars to buy his desired shoes, he could not help but feel deep respect and gratitude for her.  Somehow he was able to say the word 'thank you'.  In this way Mrs. Jones transformed Roger into a good man.

বঙ্গানুবাদ

রজার একজোড়া নীল সােয়েডের জুতাে কেনার জন্য শ্রীমতী জোনসের হাতব্যাগটি ছিনতাই করতে চেয়েছিল । শ্রীমতী জোনস অনুভব করেছিলেন যে রজার দাগি চোর ছিল না । তাই তিনি তাকে পুলিশে দেননি । তিনি তাকে তার বাড়িতে নিয়ে গেলেন, তার নােংরা মুখ পরিষ্কার করার পরামর্শ দিলেন, তাকে খাবার দিলেন আর তার সঙ্গে তাঁর নিজের যৌবনকালের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন । পরিশেষে যখন শ্রীমতী জোনস তাকে তার আকাঙ্ক্ষিত জুতো কেনার জন্য দশ ডলার দিলেন, সে তখন অন্তরে তার জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুভব না-করে থাকতে পারল না। সে কোনােরকমে 'ধন্যবাদ’ শব্দটি বলতে পেরেছিল। এইভাবে শ্রীমতী জোনস রজারকে ভালাে মানুষে পরিবর্তন করেছিলেন। 

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: