দ্বাদশ শ্রেণী (WBCHSE)
প্রথম অধ্যায়: যুক্তিবিজ্ঞান Argument
MCQ (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
১। যুক্তিবিজ্ঞানের জনক হলেন - ( ক✓ ) অ্যারিস্টটল ( খ ) কান্ট ( গ ) প্লেটো ( ঘ ) হেগেল
1. The father of logic is - (a✓) Aristotle (b) Kant (c) Plato (d) Hegel
২। যুক্তিবিজ্ঞানের আলােচ্য বিষয় -- (✓ ক ) যুক্তি ( খ ) বচন । (গ) বাক্য ( ঘ ) সত্যতা
2. Topics of logic - (✓a) Argument (b) proposition. (C) Sentence (d) Truthfulness
৩। যুক্তিবিজ্ঞানের আদর্শ – ( ক✓ ) সত্যতা ( খ ) বৈধতা ( গ ) পরমকল্যাণ ( ঘ ) কোনােটিই নয় ।
3. The norm of logic - (a✓) Truth (b) validity (c) Absolute welfare (d) None.
৪। যুক্তির দুটি অংশ – ( ✓ক ) হেতুবাক্য ও সিদ্ধান্ত ( খ ) বাক্য ও বচন । ( গ ) সত্যতা ও বৈধতা ( ঘ ) ভালাে ও মন্দ
4. Argument consists of two parts - (a✓) premises and conclusion (b) sentence and proposition. (C) Truthfulness and validity (d) Good and evil
৫। যুক্তি দুইপ্রকার একটি হল অবরােহ অনুমান এবং অপরটি হল – ( ✓ক ) আরােহ অনুমান । ( খ ) নিরপেক্ষ ন্যায় । ( গ ) অমাধ্যম অনুমান । ( ঘ ) কোনােটিই নয়
5. There are two types of argument, one is the deductive argument and the other is - (a✓) Inductive Argument. (B) categorical syllogism. (C) immediate inference. (D) None
৬। যুক্তি হল ভাষায় প্রকাশিত---- ( ক ) সন্দেহ (✓ খ ) অনুমান ( গ ) অবধারণ
6. Argument is expressed in language ---- (a) doubt ( b✓) inference (c) judgement (d) none
৭। যুক্তির উপাদান হল – ( ক✓ ) বচন । ( খ ) বাক্য । ( গ ) পদ ( ঘ ) শব্দ
7. The element of argument is - (a✓) proposition (B) Sentence. (C) terms (d) words
৮ যুক্তি গঠিত হয় ---- দিয়ে । (✓ ক ) বচন । ( খ ) বাক্য । ( গ ) শব্দ ( ঘ ) পদ
8. Argument is formed with ----. (✓ a) proposition. (B) Sentence. (C) words (d) terms
৯। সত্যতা হল -------- ধর্ম ( ক ✓) বচনের ( খ ) বাক্যের । ( গ ) যুক্তির ( ঘ ) কোনােটিই নয়।
9. The truth is -------- religion (a ✓) of proposition. (b) of sentence. (C) of argument (d) None
১০) বৈধতা --------ধর্ম। ( ক ) বচনের । ( খ ) বাক্যের । ( গ ✓) অবরােহ যুক্তির ( ঘ ) আরােহ যুক্তির
10) Validity -------- Religion. (A) of proposition. (B) of sentence. (C ✓) of deductive argument (d) of inductive argument
১১। যুক্তির আকারগত সত্যতাই হল ------ (✓ ক ) বৈধতা ( খ ) অবৈধতা ( গ ) মিথ্যাত্ব ( ঘ ) কোনােটিই নয়
11. The formal truth of the argument is ------ (✓ a) validity (b) invalidity (c) falsehood (d) none
১২। যে কোনাে যুক্তির দুটি দিক আছে । একটি হল আকারগত দিক এবং অন্যটি হল ----- (✓ক) বস্তুগত দিক (খ) সত্যতার দিক (গ) বৈধতার দিক (ঘ) কোনোটিই নয়।
12. There are two sides to that argument. One is formal aspect and the other is ----- (✓a) the material aspect (b) the aspect of truth (c) the aspect of validity (d) none.
১৩। যদি অবরোহ অনুমান আকারগত সত্যতার বিচার করে তবে ' আরোহ অনুমান বিচার করে---- (ক ) কেবল আকারগত সততার ( খ ) কেবল বস্তুগত সত্যতা ( গ ✓) আকারগত ও বস্তগত সত্যতার ( ঘ ) কোনােটিই না ।
13. If the deductive argument judges the formal truth, then the inductive argument judges ---- (a) only formal truth (b) only material truth (c ✓) formal and material truth (d)none
১৪) সত্যতা দুই প্রকার- একটি হল আকারগত সত্যতা এবং অপরটি হল ----( ✓ক ) বস্তগত সত্যতা ( খ ) বচনের সত্যতা ( গ ) আদর্শগত সত্যতা ( ঘ ) যুক্তির সত্যতা
14) There are two types of truth - one is formal truth and the other is ---- (a✓) material truth (b) truth of proposition (c) ideological truth (d) truth of reason
১৫। অবরােহ যুক্তির হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে -- (✓ক) বৈধ ( খ ) অবৈধ ( গ ) ভালাে । ( ঘ ) কোনােটিই নয়
15. If the premise of the deductive argument is true and the conclusion is true then the argument will be - (✓a) valid (b) invalid (c) good. (D) None
১৬৷ অবরােহ যুক্তির হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে - ( ক ) বৈধ ( খ✓ ) অবৈধ ( গ ) ভালাে । ( ঘ ) কোনােটিই নয়
16 If the premise of the deductive argument is true and the conclusion is false, then the argument will be - (a) valid (✓b) invalid (c) better. (D) None
১৭। অবরােহ যুক্তির হেতুবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে , ( ক ) বৈধ ( খ ) অবৈধ ( ✓গ ) বৈধ বা অবৈধ ( ঘ ) কোনােটিই নয়
17. If the premise of the argument is false and the conclusion is true, then the argument will be, (a) valid (b) invalid (c✓) valid or invalid (d) none of them
১৮। অবরােহ যুক্তির হেতুবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে , (ক) বৈধ ( খ ) অবৈধ ( গ ✓) বৈধ বা অবৈধ ( ঘ ) কোনােটিই নয়
18. If the premise of the deductive argument is false and the conclusion is false, the argument will be, (a) valid (b) invalid (c)✓ valid or invalid (d) none
১৯। কোন্ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় ? (✓ক) অবরোহ ( খ ) আরােহ ( গ ) উপমাযুক্তি ( ঘ ) কোনােটিই নয়
19. In which argument does the conclusion inevitably emanate from the premises? (A✓) deductive argument(b) inductive argument (c) analogical argument (d) None
২০) কোন অনুমানে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না? ( ক ) অবরোহ ( খ ✓) আরােহ ( গ ) উপমাযুক্তি ( ঘ ) কোনােটিই নয়।
20. In which argument does the conclusion not inevitably emanate from the premises? (A) deductive argument(b✓) inductive argument (c) analogical argument (d) None
২১। অবরােহ অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধ হল – ( ক✓ ) প্রসক্তি সম্বন্ধ ( খ ) কার্য - কারণ সম্বন্ধ ( গ ) তাদাত্ম সম্বন্ধ ( ঘ ) কোনােটিই নয়
21. The relation between premise and conclusion in deductive argument is as follows: (a✓) Relational relation (b) Action - Cause relation (c) Tadatma relationship (d) None
২২। কোন্ অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই ? ( ক ) অমাধ্যম অনুমানে ( খ ) ন্যায় অনুমানে ( গ✓ ) আরোহ অনুমানে ( ঘ ) প্রাকল্পিক অনুমানে ।
22. In which argument is there no relation between premises and conclusion? (A) immediate inference (b) categorical syllogism (c✓) inductive argument (d) Hypothetical syllogism
২৩। কোন অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয় ? ( ক ) অমাধ্যম অনুমানে । ( খ ) ন্যায় অনুমানে ( গ ) প্রাকল্পিক ন্যায়ে (✓ ঘ ) আরােহ অনুমানে
23. In which inference is the conclusion broader than the premises? (A) In immediate inference (B) in categorical syllogism (c) in hypothetical syllogism (d✓) in inductive argument.
২৪। কোন্ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয় না ? ( ক ) আরােহ অনুমানে (✓ খ ) অবরােহ অনুমানে ( গ ) উপমা যুক্তিতে ( ঘ ) কোনােটিই নয়
24. In which inference is the conclusion not broader than the premises? (A) In inductive argument. (✓B) in deductive argument (c) in analogical argument (d) none.
২৫। অবরােহ অনুমান বিচার করতে যে বিশেষণটি প্রয়ােগ করা হয় তা হল – ( ক ) বৈধ ( ✓খ ) বৈধ বা অবৈধ । ( গ ) অবৈধ ( ঘ ) ভালাে বা মন্দ
25. The adjective that used to judge the deductive inference is - (a) valid (✓b) valid or invalid. (C) Invalid (d) For better or for worse
২৬। কোন্ অনুমান সুনিশ্চিত জ্ঞান দান করে? (ক✓) অবরোহ অনুমান ( খ ) লৌকিক আরােহ অনুমান ( গ ) বৈজ্ঞানিক আরােহ অনুমান (ঘ ) উপমাযুক্তি
26. Which argument gives definite knowledge? (✓A) deductive argument (b) unscientific or popular induction (c) Scientific induction (d) analogical argument.
২৭। কোন অনুমানের সিদ্ধান্ত সর্বদা সম্ভাবনামুলক ? ( ক✓ ) আরােহ অনুমান ( খ ) অমাধ্যম অনুমান ( গ ) ন্যায় অনুমান ( ঘ ) কোনোটিই নয়।
26. Which argument's conclusion is always probable? (A✓) inductive argument (b) immediate inference (c) categorical syllogism (d) none
২৮। কোন্ অনুমান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভর করে ? ( ক ) অমাধ্যম অনুমান ( খ ) নিরপেক্ষ ন্যায় । ( গ✓ ) আরােহ অনুমান ( ঘ ) কোনােটিই নয়
26. Which argument depends on observation and testing? (A) immediate inference (b) categorical syllogism. (C✓) inductive argument (d) None
২৯। কোন অনুমান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভর করে না ? ( ক✓ ) অবরােহ অনুমান ( খ ) লৌকিক আরােহ অনুমান ( গ ) বৈজ্ঞানিক আরােহ অনুমান ( ঘ ) উপমাযুক্তি
29. Which argument doesn't depend on observation and testing? (a✓) deductive argument. (b) unscientific or popular induction. (c) scientific induction. (d) analogical argument.
৩০। কোন অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া ঘটে না ? ( ক ✓) অবরােহ অনুমানে ( খ ) লৌকিক আরােহ অনুমানে ( গ ) বৈজ্ঞানিক আরােহ অনুমানে ( ঘ ) উপমাযুক্তিতে
30 In which argument does the generalization process not occur? (✓A) In deductive argument (b) In unscientific or popular induction (c) In Scientific induction (d) In analogical argument
৩১। কোন্ অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া ঘটে ? ( ক ✓) আরােহ অনুমানে । ( খ ) অমাধ্যম অনুমানে ( গ ) ন্যায় অনুমানে । ( ঘ ) কোনােটিই নয়
31. In which argument does the generalization process occur? (a✓) in inductive argument. (b) in immediate inference. (c) in categorical syllogism (d) none of them.
৩২। কোন্ অনুমানের আকারগত ভিত্তি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম ? ( ক✓ ) আরােহ অনুমানের । ( খ ) অমাধ্যম অনুমানের ( গ ) ন্যায় অনুমানের ( ঘ ) প্রাকল্পিক অনুমানের
32. Of which argument's formal grounds is law of uniformity of nature and causal law of causation? (A✓) inductive argument. (B) immediate inference (c) categorical syllogism (d) hypothetical syllogism
৩৩। কোন্ অনুমানের সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচন হয় ? ( ক✓ ) আরােহ অনুমানের ( খ ) অমাধ্যম অনুমানের ( গ ) আবর্তনের ( ঘ) বিবর্তনের
33. Of which argument's conclusion is a universal synthetic proposition? (✓A) inductive argument (b) immediate inference (c) Conversion (d) Obversion.
৩৪। কোন্ অনুমানে আশ্রয়বাক্য বিশেষ কিন্তু সিদ্ধান্ত সামান্য ? ( ক✓ ) আরােহ অনুমানে । ( খ ) ন্যায় অনুমানে ( গ ) আবর্তনে ( ঘ ) বিবর্তনে
34. In which argument are the premises particular proposition but the conclusion is universal proposition? (A✓) inductive argument. (B) categorical syllogism (c) Conversion (d) Obversion.
0 comments:
Post a Comment