Wednesday, 7 September 2022

Give the central idea of the peom Meeting at Night.

Leave a Comment

                  MEETING AT NIGHT

Give the central idea of the peom Meeting at Night.

(Meeting at Night-এর কেন্দ্রীয় ভাববস্তু আলোচনা করো ।)

Ans. On a cold moonlit night, the lover went out with the boat. He has to meet his beloved.  The gray sleepy sea is disturbed.  The lover reaches the bay and comes down from the boat.  He takes a long walk along the sea-scented beach. He had to cross three fields to reach his beloved's cottage.  He tapped on the window pane to announce his presence.  A match is lit inside with a sudden sharp scratch.  The beloved jumps in joy and fear.  Then a voice is heard.  It is softer than the beating of two hearts in the passionate rapture of union.  Thus comes the climax of the poem.

(এক শীতল চাঁদনী রাতে প্রেমিক নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। সে তার প্রেয়সীর সাথে দেখা করবে।  ধূসর ঘুমন্ত সমুদ্র বিরক্ত হয়।  প্রেমিক উপসাগরে পৌঁছল এবং নৌকা থেকে নামল।  তিনি সমুদ্র-সুগন্ধি সৈকত বরাবর দীর্ঘপথ  হাঁটল.  প্রেয়সীর কুটিরে পৌঁছতে তাকে তিনটি প্রান্তর অতিক্রম করতে হল।   সে তার উপস্থিতি ঘোষণা করার জন্য জানালার শার্সিতে টোকা দিল।  আর তখনই তীক্ষ্ণ ঘর্ষণে আলোর চকিত স্ফুলিঙ্গ দেখা গেল ঘরের ভেতরে।  প্রেয়সী আনন্দে ও ভয়ে দোদুল্যমান। তারপর একটা মৃদু স্বর শোনা যায়।  সে স্বর দুই হৃদয়ের সম্পৃক্ত উল্লাসের মিলিত হৃদস্পন্দনের থেকেও মৃদু।  এভাবেই আসে কবিতার চরম পরিণতিমূলক সমাপ্তি।)

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: