Saturday 17 December 2022

একাদশ শ্রেণির দর্শন - অধ্যায়: কার্যকারণ সম্বন্ধ (MCQ with answer)

Leave a Comment

        চতুর্থ অধ্যায়

          কার্যকারণ সম্বন্ধ

MCQ with answers


1. সাধারণ মতবাদ অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক

(a) বাহ্যিক 

(b) আবশ্যিক  

(c) আকস্মিক 

(d) নিয়ত সংযোগ 

উঃ (b) আবশ্যিক  


2. কারণ একটি শক্তি যা কার্যকে সৃষ্টি করে— মতবাদটি কার ?

(a) লক

(b) বার্কলে

(c) হিউম

(d) কান্ট

উঃ (a) লক


3. কার্যকারণ সম্পর্ক বিষয়ে সাধারণ মানুষের মতবাদ কী নামে পরিচিত?

 (a) অনিবার্য সম্পর্ক

(b) প্রসক্তি সম্পর্ক

(c) লোকায়ত

(d) নিয়ত সংযোগ সম্পর্ক

উঃ (c) লোকায়ত


4. কারণ হল হেতু যা থেকে কার্য সৃষ্টি হয় এটি কাদের মতবাদ ?

(a) অভিজ্ঞতাবাদীদের

(b) বুদ্ধিবাদীদের

(c) বিচারবাদীদের

(d) প্রসক্তিবাদীদের

উঃ (b) বুদ্ধিবাদীদের


5. কোন্ দার্শনিক সম্প্রদায়ের মতে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বর্তমান? 

(a) বিচারবাদীদের

(b) অভিজ্ঞতাবাদীদের

(c) বুদ্ধিবাদীদের

(d) বস্তুবাদীদের

উঃ (c) বুদ্ধিবাদীদের


6. কারণ থেকে কার্য অনিবার্যভাবে প্রসূত বা সৃষ্টি হয়— এই মতবাদটি কাদের?

(a) অভিজ্ঞতাবাদীদের 

(b) প্রসক্তিবাদীদের

(c) বস্তুবাদীদের

(d) ভাববাদীদের

উঃ (b) প্রসক্তিবাদীদের


7. কারণ কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা— একথা কে মানেন ? 

(a) হিউম

(b) রাসেল

(c) ইউয়িং

(d) বার্কলে

উঃ c) ইউয়িং


8. কোন্ দার্শনিক প্রসক্তিবাদী নামে পরিচিত?

(a) হিউম

(b) কান্ট

(c) মিল

(d) ইউয়িং

উঃ (d) ইউয়িং


9. কোন দার্শনিক বলেন যে, কারণ ও কার্যের সম্পর্ক হল জ্ঞানের পূর্বতঃসিদ্ধ আকার ? 

(a) কান্ট 

(b) দেকার্ত  

(c) মিল 

(d) লক

উঃ (a) কান্ট 


10. কোন দার্শনিক বলেন যে, কার্যকারণ সম্পর্কের নিয়মটি হল নিয়মের আকার ?

(a) ইউয়িং 

(b) উইটগেন স্টাইন 

(c) কান্ট 

(d) হিউম

উঃ (b) উইটগেন স্টাইন 


11. কোন্ দার্শনিকের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগ সম্পর্ক বর্তমান ? 

(a) মিলের

(b) হিউমের

(c) রাসেলের

(d) স্পিনোজার

উঃ (b) হিউমের


12. দুটি ঘটনার মধ্যে ব্যতিক্রমহীন, অপরিবর্তিত এবং অবিচ্ছেদ্য সম্পর্ক কী সম্পর্ক?

(a) নিয়ত সংযোগ সম্পর্ক 

(b) আবশ্যিক সম্পর্ক 

(c) শক্তি সম্পর্ক 

(d) আকস্মিক সম্পর্ক

উঃ (b) আবশ্যিক সম্পর্ক 


13. ‘আগুনে হাত দিলে হাত পোড়ে”– এখানে দুটি ঘটনার মধ্যে কী সম্পর্ক বর্তমান ?

(a) অনিবার্য সম্পর্ক 

(b) আকস্মিক সম্পর্ক 

(c) শক্তি সম্পর্ক 

(d) স্বাভাবিক সম্পর্ক

উঃ (a) অনিবার্য সম্পর্ক 


14. কারণ ও কার্যের অনিবার্য সম্পর্ক হল মানসিক অভ্যাসগত প্রত্যাশার ফল—কার মত? 

(a) কান্টের

(b) দেকার্তের

(c) লকের

(d) হিউমের

উঃ (d) হিউমের

15. প্রসক্তিবাদীদের মতে কারণ ও কার্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বর্তমান ?


(a) শক্তি সম্পর্ক

(b) নিয়ত সংযোগ সম্পর্ক

(c) বাহ্যিক সম্পর্ক

(d) অনিবার্য সম্পর্ক

উঃ (d) অনিবার্য সম্পর্ক


16. কারণ ও কার্যের সম্পর্ক হল আপেক্ষিক (Accidental)—এটি কোন দার্শনিকের মত?

(a) লকের 

(b) বার্কলের 

(c) হিউমের 

(d) হেগেলের

উঃ (c) হিউমের 


17. কোন দার্শনিক মনে করেন যে, কারণ ও কার্যের সম্পর্ক হল দুটি ঘটনার নিয়ত সহঅবস্থান? 

(a) হিউম

(b) রাসেল

(c) লক

(d) কান্ট

উঃ (a) হিউম


18. কোন সম্পর্ক অনুসারে বলা যায় যে A ঘটলে B ঘটবেই?

(a) অনিবার্য সম্পর্ক

(b) আকস্মিক সম্পর্ক

(c) প্রথাগত সম্পর্ক 

(d) নিয়ত সংযোগ সম্পর্ক

উঃ (a) অনিবার্য সম্পর্ক


19. অনিবার্য সম্পর্ক কী ধরনের সম্পর্ক?

(a) সার্বিক 

(b) বিশেষ 

(c) অনিয়ত 

(d) ব্যতিক্রমী

উঃ (a) সার্বিক 


 20. কোন্ দার্শনিক বলেছেন যে, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই? 

(a) লক

(b) দেকার্ত

(c) হিউম

(d) ইউয়িং

উঃ (c) হিউম


21. অভিজ্ঞতার মাধ্যমে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্পর্কের ধারণা পাওয়া যায় না-এটি কার মত?

(a) কান্টের

(b) হিউমের

(c) রাসেলের

(d) দেকার্তের 

উঃ (b) হিউমের


22. “কারণ হল কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা এবং কার্য হল কারণের নিয়ত অনুগামী ঘটনা”— হিউম দুটি ঘটনার এই সম্পর্ক কী আখ্যা দিয়েছেন ?

(a) আবশ্যিক

 (b) পৌর্বাপর

 (c) বাহ্যিক

 (d) আকস্মিক

উঃ (b) পৌর্বাপর


23. কে মনে করেন যে-কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বর্তমান?

(a) অভিজ্ঞতাবাদীরা 

(b) বুদ্ধিবাদীরা

(c) বিচারবাদীরা

(d) বস্তুবাদীরা 

উঃ (b) বুদ্ধিবাদীরা


24. কোন্ দার্শনিক অভিজ্ঞতাবাদী হয়েও কারণ ও কার্যের মধ্যে অনিবার্যতা স্বীকার করেন?

(a) লক 

(b) বার্কলে  

(c) হিউম 

(d) মিল

উঃ (a) লক 


25. হিউমের মতে কার্যকারণের অনিবার্য সম্পর্কের ধারণা হল মানসিক ------- ফল।

(a) উৎকর্ষতার

(b) কুসংস্কারের

(c) দুর্বলতার

(d) দ্বন্দের

উঃ (b) কুসংস্কারের


26. কার মতে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই? 

(a) হিউমের

(b) বার্কলের

(c) লকের

(d) দেকার্তের

উঃ (a) হিউমের


27. কান্ট কার্যকারণ সম্পর্ককে কিরূপ ধারণা বলেছেন?

(a) অভিজ্ঞতালব্ধ 

(b) অভিজ্ঞতাপূর্ব 

(c) কল্পনাপ্রসূত 

(d) আকস্মিক

উঃ (b) অভিজ্ঞতাপূর্ব 


28. কে বিশ্বাস করেন যে, কার্যকারণের অনিবার্য সম্পর্কের কোনো বস্তুগত ভিত্তি নেই ?

(a) কান্ট 

(b) হেগেল

 (c) দেকার্ত

(d) হিউম

উঃ (d) হিউম


29. কারণ এবং কার্য দুটি পৃথক ঘটনা, একথা বলেন কে?

(a) দেকার্ত 

(b) লাইবনিজ 

(c) হিউম 

(d) রাসেল

উঃ (c) হিউম 


30. কোন্ দার্শনিক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?

(a) বার্কলে 

(b) হিউম 

(c) কান্ট 

(d) দেকার্ত

উঃ (a) বার্কলে 


31. A হল B-এর কারণ হিউমের মতে এই বচনটি কিরূপ বাক্য? 

(a) পূর্বতঃসিদ্ধ

(b) পরতঃসাধ্য

(c) বিশ্লেষক

(d) কাল্পনিক

উঃ (b) পরতঃসাধ্য


32. হিউমের মতে বাহ্য জগতে দুটি ঘটনার সম্পর্ক হল-

(a) অনিবার্য 

(b) আকস্মিক 

(c) কল্পনাপ্রসূত 

(d) ঐশ্বরিক

উঃ (b) আকস্মিক 


 33. প্রসক্তি সম্পর্কে যুক্ত দুটি ঘটনার মধ্যে একটি ঘটলে অপরটি ----

(a) ঘটবেই

(b) নাও ঘটতে পারে

(c) অনিশ্চিত

(d) ঘটবে না

উঃ (a) ঘটবেই


34. কোনো বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে বলে-

(a) বাহ্যিক সম্পর্ক

(b) আকস্মিক সম্পৰ্ক

(c) প্রসক্তি সম্বন্ধ 

(d) নিয়ত সংযোগ সম্বন্ধ

উঃ (c) প্রসক্তি সম্বন্ধ 


35. কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদকে বলা হয়-


(a) সততসংযোগতত্ত্ব 

(b) প্রসক্তিতত্ত্ব 

(c) অনিবার্যতত্ত্ব 

(d) আবশ্যিক তত্ত্ব

উঃ (a) সততসংযোগতত্ত্ব 


36. কার্যকারণ সম্পর্ক বিষয়ে বুদ্ধিবাদীদের মতবাদকে বলা হয়----

(a) প্রসক্তিতত্ত্ব

(b) নিয়তসংযোগতত্ত্ব

(c) সতত সংযোগতত্ত্ব 

(d) আপেক্ষিক তত্ত্ব

উঃ (a) প্রসক্তিতত্ত্ব


37. অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণার উৎপত্তি হয় বলেছেন---

(a) কান্ট 

(b) লক 

(c) হিউম 

(d) ইউয়িং

উঃ (c) হিউম 


38. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য, আভ্যন্তরীণ, পূর্বাপর, অবিচ্ছেদ্য ও পূর্বত:সিদ্ধ সম্বন্ধ আছে বলেছেন—

(a) অভিজ্ঞতাবাদীরা

(b) বুদ্ধিবাদীরা

(c) বস্তুবাদীরা

(d) ভাববাদীরা

উঃ (b) বুদ্ধিবাদীরা


39. কোন্ দার্শনিকের মতে কার্যকারণ সম্পর্ক হল প্রসক্তিসদৃশ সম্বন্ধ ?

(a) কান্ট

(b) হিউম

(c) উইটগেনস্টাইন

(d) ইউয়িং

উঃ (d) ইউয়িং


40. কারণ হল কার্যের নিয়ত শর্তান্তরহীন অব্যবহিত অগ্রবর্তী ঘটনা, বলেছেন —


(a) লক

(b) হিউম

(c) মিল

(d) বার্কলে

উঃ (c) মিল


41. ‘কারন ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে' – একথা বলেছেন-

(a) লক

(b) ইউয়িং

(c) হিউম

(d) দেকার্ত

উঃ (b) ইউয়িং

42. সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন—

(a) দেকার্ত 

(b) লক

(c) হিউম

(d) কান্ট

উঃ (c) হিউম

<<<<<<<<<<<The End>>>>>>>>>

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: