আরোহ অনুমানের স্বরূপ বা প্রকৃতি
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
১) যে উপমাযুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক, অকৃত্রিম, নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে বলা হয়—
(a) মন্দ উপমা (b✓) ভালাে বা উত্তম উপমা (c) বৈজ্ঞানিক আরােহ অনুমান (d) লৌকিক আরােহঅনুমান
২) উপমাযুক্তির সিদ্ধান্তটি হবে—
(a) সুনিশ্চিত (b ✓) সম্ভাব্য (c) বৈধ (d) অবৈধ
৩) একটি বিশেষ সত্য থেকে অন্য একটি বিশেষ সত্যে উপনীত হওয়া যায়
(a) অবরােহ অনুমানে (b) লৌকিক অনুমানে (c✓ ) উপমা অনুমানে (d) কোনােটিই নয় ।
৪) উপমাযুক্তি উত্তম উপমারূপে গণ্য হয় যখন---
(a✓) উপমেয় বিষয়গুলি প্রাসঙ্গিক হয়
(b) উপমেয় বিষয়গুলি অপ্রাসঙ্গিক হয়
(c) উপমেয় বিষয়গুলির বাস্তবিকতা থাকে না
(d) উপমেয় বিষয়গুলি অনুমেয় হয়।
৫) মানুষের মতাে গাছপালার জন্ম, বৃদ্ধি, ক্ষয় ও মৃত্যু আছে। বুদ্ধি আছে। অতএব গাছপালারও বুদ্ধি আছে। এটি একটি—
(a) লৌকিক আরােহ (b✓) উপমাযুক্তি (c) বৈজ্ঞানিক আরােহ (d) অবরােহ যুক্তি ।
৬) পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি— এটি একটি---
(a✓) মন্দ উপমা (b) ভালাে উপমা (c) যৌক্তিক উপমা (d) কোনােটিই নয়
৭) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল—
(a) সাদৃশ্যের সংখ্যা (b✓) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা (c) ব্যক্তিগত বৈসাদৃশ্য উত্তরমালা (d) ব্যক্তিগত সাদৃশ্য।
৮) অপসারণ, সংজ্ঞপ্রদান ইত্যাদি হল ------- আরােহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া।
(a✓) বৈজ্ঞানিক ( b ) সাদৃশ্যমূলক ( c ) লৌকিক ( d ) কারণভিত্তিক ।
৯) অবৈজ্ঞানিক আরােহে বিশ্লেষণ করা হয় না------
(a) সাদৃশ্য (b) পর্যবেক্ষণ (c) পরীক্ষণ (d✓) কার্যকারণ নীতি ।
১০) অবৈজ্ঞানিক আরােহ অনুমানের অপর নাম হল ----
(a) পূর্ণ গণনামূলক আরােহ অনুমান ।
(b✓) অপূর্ণ গণনামূলক আরােহ অনুমান
(c) সাদৃশ্যমূলক আরােই অনুমান
(d) বৈসাদৃশ্যমূলক আরােহ অনুমান।
১১) অবৈজ্ঞানিক আরােহ অনুমানকে শিশুসুলভ আরােহ অনুমান বলেছেন ---
(a✓) বেকন (b) জর্জ বুল (c) ভেন (d) কান্ট ।
১২) অপূর্ণ গণনামূলক আরােহ অনুমান বলা হয়—
(a) বৈজ্ঞানিক আরােহ অনুমানকে
(b✓) অবৈজ্ঞানিক আরােহ অনুমানকে
(c) মিশ্র যুক্তিকে
(d) নিরপেক্ষ যুক্তিকে।
১৩) লৌকিক আরােহ যুক্তির ভিত্তি হল—
(a) পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতা (b) পরীক্ষণমূলক অভিজ্ঞতা (c✓) অবাধ অভিজ্ঞতা (d) সবকটি ঠিক
১৪) প্রসক্তি সম্বন্ধ থাকে না যে যুক্তিতে তা হল--
( a ) অবরােহ যুক্তি (b✓) আরােহ যুক্তি (c) উপমাযুক্তি (d) কোনােটিই নয়।
১৫) ‘অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে---
(a) বৈজ্ঞানিক আরােহ অনুমানে (b✓) অবৈজ্ঞানিক আরােহ অনুমানে (c) উপমা যুক্তি তে ( d ) সবকটি ঠিক ।
১৬) আরােহ অনুমান হল—
( a ) বিশেষ থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া
( b ) সামান্য থেকে সামান্যতে যাওয়ার প্রক্রিয়া
( c ) সামান্য থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া
(d✓) বিশেষ থেকে সামান্যতে যাওয়ার প্রক্রিয়া ।
১৭) বৈজ্ঞানিক আরােহ অনুমানের আকারগত ভিত্তি হল—
(a) পর্যবেক্ষণ (b✓) প্রকৃতির একরূপতা নীতি (b) অবাধ অভিজ্ঞতা (d) পরীক্ষণ।
১৮) আরােহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন
(a✓) মিল (b) কান্ট (c) প্লেটো (d) লক।
১৯) যে যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায় তা হল---
(a) অবরােহ যুক্তি (b✓) আরােহ যুক্তি (c) উপমাযুক্তি (d) কোনােটিই নয় ।
২০) যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে তা হল ---
(a) অবরােহ যুক্তি (b✓) আরােহ যুক্তি (c) মাধ্যম যুক্তি (d) উপমাযুক্তি ।
২১) সামান্যীকরণ যে যুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তা হল ---
(a) উপমাযুক্তি (b) অবরােহ যুক্তি (c✓) আরােহ যুক্তি (d) সবকটি ঠিক ।
২৩) আরােহযুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তা হল ---
(a✓) আবশ্যিক সম্বন্ধ (b) আপতিক সম্বন্ধ (c) সাময়িক সম্বন্ধ (d) আংশিক সম্বন্ধ ।
২৪) সাদৃশ্যের ভিত্তিতে যে যুক্তি গঠন করা হয় তা হল ---
(a) অবরােহ যুক্তি (b) আরােহ যুক্তি (✓c) উপমাযুক্তি (d) কোনােটিই নয়।
২৫) প্রসক্তিযােগ্যতা যে যুক্তির লক্ষণ তা হল --
(a✓) অবরােহ যুক্তি (b) আরােহ যুক্তি (c) লৌকিক যুক্তি (d) উপমাযুক্তি ।
২৬) আরােহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যকে—
(a) খণ্ডন করে (b✓) অতিক্রম করে (c) সুনিশ্চিত করে (d) প্রসক্তিসম্বন্ধে আবদ্ধকরে
২৭) আরােহ অনুমানের সিদ্ধান্তটি হল ---
(a) বিশেষ বচন (b) বিশেষ বিশ্লেষক বচন (c) সামান্য বচন (✓d) সামান্য সংশ্লেষক বচন।
২৮) আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে---
(a) নিশ্চিত (✓b) সম্ভাব্য (c) বৈধ (d) অবৈধ ।
২৯) আরােহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল --
(a✓) সামান্য সংশ্লেষক বচন (b) সামান্য বিশ্লেষক বচন (c) বিশেষ সংশ্লেষক বচন (d) বিশেষ বিশ্লেষক বচন।
৩০) আরােহ অনুমানের সমস্যাটি হল-
(a) বৈধতা নির্ণয় (b) অবৈধতা নির্ণয় (c) আকারগত সত্যতা নির্ণয় (d✓) সামান্যীকরণ ।
৩১) আরােহ অনুমানে যে সমস্যাটি লক্ষ করা যায়—
(a✓) বিশেষ সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়ার সমস্যা (b) সাদৃশ্যের সংখ্যাল্পতা (c) পর্যবেক্ষণের সমস্যা (d) পরীক্ষণের সমস্যা - এর ক্ষেত্রে।
৩২) আরােহ অনুমানের সমস্যার সমাধান করা হয়—
(a) সামান্যীকরণের সাহায্যে (b) কার্যকারণ নীতির সাহায্যে (c) বিশেষীকরণের সাহায্যে (d✓) কার্যকারণ ও প্রকৃতির একরূপতা নীতির সাহায্যে।
৩৩) আরােহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন—
(✓a) মিল ( b ) বেন্থাম (c) কান্ট ( d ) জর্জ বুল।
৩৪) আরােহ অনুমানের সত্যতাটি হল—
(a✓) বস্তুগত ( b ) আকারগত ( c ) পরিমাণগত ( d ) কোনােটিই নয় ।
৩৫) আরােহঅনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়—
(a) সত্যতা (b) সম্ভাব্যতা (✓c) আরােহমূলক ঝাপ বা লাফ (d) অবরােহমূলক লাফ ।
৩৬) জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার কারণে উপমাযুক্তি হল একটি-
(a✓) আরোহ অনুমান (b) অবরোহ অনুমান (c) মাধ্যম অনুমান (d) অমাধ্যম অনুমান।
৩৭) আরোহমূলক লাফ হল---
(a✓) জানা থেকে অজানাতে যাওয়া
(b) অজানা থেকে জানাতে যাওয়া
(c) জানা থেকে জানাতে যাওয়া
(d) অজানা থেকে অজানাতে যাওয়া।
৩৮) আরােহ অনুমান সংক্রান্ত লাফ কথাটি বলেছেন--
(a) বেইন (b) লক ( c✓) মিল । (d) কোপি ।
৩৯) আরােহ অনুমানের লাফকে অন্ধকারে ঝাপ দেওয়া বলেছেন --
(a) বেইন (b) কান্ট (c✓) মিল (d) লক ।
৪০) আরােহ অনুমানের আকারগত ভিত্তি হল—
(a) দৃষ্টান্ত গণনা (b) পর্যবেক্ষণ (c) পরীক্ষণ (d✓) প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি
৪১) আরােহের বস্তুগত ভিত্তি হল—
(a) প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ সূত্র (b) পরীক্ষণ এবং সত্যতা যাচাই (c✓) পর্যবেক্ষণ এবং পরীক্ষণ (d) গণনা এবং পরিমাপ ।
৪২) প্রকৃতির একরূপতার অর্থ হল—
(✓a) একই পরিবেশে একই রকম আচরণ করা (b) একই পরিবেশে বিভিন্ন রকম আচরণ করা (c) বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম আচরণ করা (d) বিভিন্ন পরিবেশে একই রকম আচরণ করা
৪৩) কার্যকারণ নিয়মের অর্থ হল—
(a) কারণ থাকলে কার্য থাকবে (b✓) কার্য থাকলে কারণ থাকবে (c) কার্য থাকলে কারণ থাকবে না (d) কার্য ও কারণ একই ঘটনা ।
৪৪) সম্ভাব্যতার বিষয়টি যুক্ত--
(a) অবরােহ অনুমানের সঙ্গে (b✓) আরােহ অনুমানের সঙ্গে (c) মাধ্যম অনুমানের সঙ্গে (d) কোনােটিই নয়।
৪৫) আরােহ অনুমানের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না তা হল—
(a) কার্যকারণ সম্বন্ধ (b) যৌক্তিক সম্বন্ধ (c✓) প্রসক্তি সম্বন্ধ (d) বিজ্ঞানসম্মত সম্বন্ধ।
৪৬) পর্যবেক্ষণ হল --
(a) সকল ঘটনাই প্রত্যক্ষ করা (b) বিশেষ ঘটনা প্রত্যক্ষ করা (c) উদ্দেশ্যহীনভাবে যে - কোনাে ঘটনা প্রত্যক্ষ করা (d✓) নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যে - কোনাে ঘটনা প্রত্যক্ষ করা।
৪৭) পরীক্ষণ হল—
(a) প্রাকৃতিক পরিবেশে কোনাে ঘটনা পর্যবেক্ষণ (✓b) কৃত্রিম পরিবেশে কোনাে ঘটনার পর্যবেক্ষণ (c) ক ও খ উভয়ই ঠিক (d) কোনােটিই নয় ।
৪৮) বিশেষ থেকে সামান্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়—
(a) বিশেষীকরণ (b[) সামান্যীকরণ (c) পরীক্ষণ (d) নিরীক্ষণ।
৪৯) সামান্য সংশ্লেষক বচন হল সেই বচন --
(a) যার বিধেয় উদ্দেশ্যের সমার্থক
(b) যার বিধেয়টি স্বীকৃতিমূলক
(c) যার বিধেয়টি উদ্দেশ্যের পুনরাবৃত্তিমূলক
(d✓) যার বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে অভিজ্ঞতালব্ধ নতুন কিছু তথ্য জ্ঞাপন করে।
৫০) আরােহের বস্তুগত ভিত্তি হল—
(a) পর্যবেক্ষণ (b) পরীক্ষণ (✓c) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (d) প্রকৃতির একরূপতা নীতি।
৫১) লৌকিক আরােহের আকারগত ভিত্তি হল—
(a) দৃষ্টান্ত গণনা (b) পর্যবেক্ষণ (c) পরীক্ষণ (d✓) প্রকৃতির একরূপতা ও কার্যকারণ।
৫২) লৌকিক আরােহকে শিশুসুলভ অনুমান বলেছেন --
(a) মিল (b) হবস (c) জনসন (d✓) বেকন।
৫৩) লৌকিক আরােহ বিবেচনা করে --
(✓a) সদর্থক দৃষ্টান্ত (b) নঞর্থক দৃষ্টান্ত (c) বিপরীত দৃষ্টান্ত (d) বিরুদ্ধ দৃষ্টান্ত ।
৫৪) যুক্তিবিজ্ঞানী মিল জানিয়েছেন তিন হাজার বছর ধরে ইউরােপীয়রা এমন সিদ্ধান্ত করেছে যে রাজহাঁস সাদা। এমন সিদ্ধান্তে আসার ভিত্তি হল—
( a ) লৌকিক আরােহ । ( b ) বৈজ্ঞানিক আরােহ ( c ) উপমাযুক্তি ( d ) অবরােহ যুক্তি ।
৫৫) সাপের কামড়ে অনেক লােক মারা গেছে। তাই বলা যায়, সব সাপই বিষধর— এই অনুমানটি—
(a✓) লৌকিক আরােহের (b) উপমাযুক্তির (c) বৈজ্ঞানিক যুক্তির (d) অবরােহ যুক্তির ।
৫৬) লৌকিক আরোহ অনুমান কে বলা হয় --
(a) পূর্ণ গণনামূলক আরোহ অনুমান (b✓) অপূর্ণ গণনামূলক অনুমান (c) সাদৃশ্য অনুমান (d) সাদৃশ্য অনুমান
৫৭) অপূর্ণ গণনামূলক আরােহ অনুমানের আর এক নাম—
(a✓) অবৈজ্ঞানিক অনুমান (b) বৈজ্ঞানিক অনুমান ( c ) লৌকিক অনুমান (d) সাদৃশ্য যুক্তি।
৫৮) কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা করা হয় না যে যুক্তিতে তা
(a) বৈজ্ঞানিক যুক্তি (b) মাধ্যম যুক্তি (c✓) উপমাযুক্তি (d) অমাধ্যম যুক্তি ।
৫৯) বৈজ্ঞানিক আরােহ অনুমানের লক্ষ্য হল—
(✓a) কার্যকারণ সম্বন্ধের উপর গুরুত্ব আরােপ (b) লৌকিক অনুমান প্রতিষ্ঠা (c) উপমাযুক্তির উপর গুরুত্ব আরােপ (d) সবকটি ঠিক ।
৬০) বৈজ্ঞানিক আরােহ অনুমানের সিদ্ধান্তটি হল—
(a) বৈধ (b) অবৈধ (c✓) সার্বিক সংশ্লেষক (d) সার্বিক বিশ্লেষক ।
৬১) বৈধতার বিষয়টি যুক্ত—
(a✓) অবরােহ অনুমানের সঙ্গে (b) আরােহ অনুমানের সঙ্গে (C) লৌকিক অনুমানের সঙ্গে (d) উপমাযুক্তির সঙ্গে।
৬২) আমরা এক বিশেষ সত্য থেকে আর - একবিশেষ সতত্য উপনীত হই যে আরােহ যুক্তিতে , তার নাম হল—
(a) বৈজ্ঞানিক আরােহানুমান। (b) অবৈজ্ঞানিক আরােহানুমান (c✓) উপমাযুক্তি (d) কোনােটিই নয় ।
৬৩) উপমাযুক্তি হল—
(a✓) আরােহ অনুমান (b) অবরােহ অনুমান (c) পর্যবেক্ষণ (d) পরীক্ষণ ।
৬৪) উপমা যুক্তির ভিত্তি হলো --
(a) পর্যবেক্ষণ (b) পরীক্ষণ (d) বৈসাদৃশ্য । (c✓) অসম্পূর্ণ সাদৃশ্য।
৬৫) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়ে যদি-
(a✓) সাদৃশ্যের সংখ্যা বৃদ্ধি পায়
(b) সাদৃশ্যের সংখ্যা হ্রাস পায়
(c) সিদ্ধান্ত বিশেষ হয়
(d) সিদ্ধান্ত সামান্য হয়।
৬৬) যে উপমাযুক্তির সাদৃশ্যগুলি কৃত্রিম, অপ্রাসঙ্গিক ও আরােপিত ধর্মবিশিষ্ট তাকে বলা হয়—
(a) কৃত্রিম উপমা (b) কোনােটিই নয় (c✓) মন্দ উপমা (d) উত্তম উপমা।
0 comments:
Post a Comment