একাদশ শ্রেণি (Class XI) WBCHSE
তৃতীয় অধ্যায় : দ্রব্য
MCQ (1 Marks each)
সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. লৌকিক বা সাধারণ মতানুযায়ী দ্রব্য হল (a) গুণের আধার (b) শক্তির আধার (c) ধর্মের আধার (d) গতির আধার
উঃ (a) গুণের আধার
2. গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে
(a) শক্তি (b) দ্রব্য (c) কর্ম (d) গতি
উঃ (b) দ্রব্য
3. কোন্ দার্শনিক দ্রব্যকে বিশ্বের মৌলিক পদার্থরূপে স্বীকার করেছেন?
(a) দেকার্ত (b) লক (c) প্লেটো (d) বার্কলে
উঃ (c) প্লেটো
4. দ্রব্য হল বস্তুর সারসত্তা - যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর'- বলেছেন -
(a) কান্ট (b) হিউম (c) লক (d) প্লেটো
উঃ (d) প্লেটো
5. 'ধারণা বা জাতি হল সদবস্তু'—একথা বলেছেন-
(a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) দেকার্ত (d) হেগেল
উঃ (a) প্লেটো
6. “ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বস্তুসমূহ ধারণা বা জাতির অনুলিপি বা প্রতিলিপি' বলেছেন
(a) অ্যারিস্টটল (b) প্লেটো (c) কান্ট (d) বেকন
উঃ (b) প্লেটো
7. কোন দার্শনিকের মতে দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় ?
(a) কান্ট (b) প্লেটো (c) অ্যারিস্টটল (d) হিউম
উঃ (c) অ্যারিস্টটল
8. বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল'—বলেছেন—
(a) সক্রেটিস (b) প্লেটো (c) অ্যারিস্টটল (d) বার্কলে
উঃ (c) অ্যারিস্টটল
9. ‘দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা'—কার মত?
(a) অ্যারিস্টটল (b) প্লেটো (c) হেগেল (d) হিউম
উঃ (a) অ্যারিস্টটল
10. 'দেশ কালাতীত জাতি বা সামান্য হল দ্রব্য'—উক্তিটি করেছেন---
(a) প্লেটো (c) পিথাগোরাস (b) অ্যারিস্টটল (d) থালেস
উঃ (b) অ্যারিস্টটল
11. অ্যারিস্টটল কত প্রকার দ্রব্যের কথা বলেছেন?
(a) দুই (b) তিন (c) চার (d) পাঁচ
উঃ (b) তিন
12. 'যা স্বনির্ভর ও অন্যনিরপেক্ষ তাই দ্রব্য'—উক্তিটি কোন্ দার্শনিকের?
a) প্লেটো (b) কান্ট (c) অ্যারিস্টটল (d) দেকার্ত
উঃ (d) দেকার্ত
13. সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন—
(a) অ্যারিস্টটল (b) স্পিনোজা (c) দেকার্ত (d) বার্কলে
উঃ (c) দেকার্ত
14. দেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি?
(a) একটি (b) দুটি (c) তিনটি (d) চারটি
উঃ (c) তিনটি
15. জড়দ্রব্য ও চেতন দ্রব্য এই দুই প্রকার পরস্পর বিরোধী দ্রব্যের কথা বলেছেন
(a) দেকার্ত (b) স্পিনোজা (c) লাইবনিজ (d) কান্ট
উঃ (a) দেকার্ত
16. দেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কী?
(a) চেতনা (b) বিস্তৃতি (c) স্মৃতি (d) বেদনা
উঃ (b) বিস্তৃতি
17. দেকার্ত বলেন মনের সাধারণ ধর্ম হল
(a) কামনা (b) বেদনা (c) বিস্তৃতি (d) চেতনা
উঃ (d) চেতনা
18. কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত?
(a) স্পিনোজা (b) দেকার্ত (c) লাইবনিজ (d) প্লেটো
উঃ (b) দেকার্ত
19. দেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? (a) বাহ্যবস্তু
(b) আত্মা (c) ঈশ্বর (d) জীব
উঃ (c) ঈশ্বর
20. ক্রিয়াপ্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের প্রবর্তক হলেন
(a) দেকার্ত (b) প্লেটো (c) স্পিনোজা (d) লক
উঃ a) দেকার্ত
21. দেকার্ত দ্রব্যের প্রকৃতিগত গুণ ছাড়াও কতকগুলি গৌণগুণ স্বীকার করেছেন, যেগুলিকে তিনি বলেছেন
(a) অপ্রাসঙ্গিক গুণ (b) বাহ্য গুণ (c) রূপান্তর (d) মানসিক গুণ
উঃ (c) রূপান্তর
22. দেকার্ত দ্রব্যের ধারণাকে কী জাতীয় ধারণাপ্রসূত
বলেছেন?
(a) অভিজ্ঞতা প্রসূত (b) সহজাত ধারণাপ্রসূত (c) প্রত্যক্ষলব্ধ (d) কল্পনাপ্রসূত
উ: (b) সহজাত ধারণাপ্রসূত
23. 'স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা হল দ্রব্যের লক্ষণ'-মন্তব্যটি কার ?
(a) স্পিনোজার (b) দেকার্ত (c) অ্যারিস্টটল (d) প্লেটো
উঃ (a) স্পিনোজার
24. কোন দার্শনিকের মতে ঈশ্বর একমাত্র দ্রব্য ?
(a) দেকার্ত (b) লাইবনিজ (c) মারভিন (d) স্পিনোজা
উঃ (d) স্পিনোজা
25. 'দ্রব্য = ঈশ্বর প্রকৃতি'—এই সমাধানটি কোন্ দার্শনিকের ?
(a) দেকার্ত (b) স্পিনোজা (c) লক (d) বার্কলে
উঃ (b) স্পিনোজা
26. কোন দার্শনিককে অদ্বৈতবাদী বলা হয়?
(a) প্লেটো (b) বার্কলে (c) স্পিনোজা (d) হেগেল
উঃ (c) স্পিনোজা
27. সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু (All is God and God is all) বলেছেন
(a) স্পিনোজা (b) প্লেটো (c) বার্কলে ((d)হিউম
উঃ (a) স্পিনোজা
28. কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী আখ্যা দেওয়া হয়?
(a) প্লেটো (b) হেগেল (c) কান্ট (d) স্পিনোজা
উঃ (d) স্পিনোজা
29."স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ" এটি কোন্ দার্শনিকের উক্তি।
(a) দেকার্ত (b) স্পিনোজা (c) লাইবনিজ (d) লক
উঃ(c) লাইবনিজ
30. কোন্ দার্শনিক দ্রব্যকে মনাড বা চিৎপরমাণু বলেছেন?
(a) অ্যারিস্টটল (b) লাইবনিজ (c) দেকার্ত (d) স্পিনোজা
উঃ(b) লাইবনিজ
31. দ্রব্য হল সরল ও অবিভাজ্য এবং স্বয়ংক্রিয় ও নিরংশ—বলেছেন (a) লাইবনিজ (b) হেগেল (c) কান্ট (d) হিউম
উঃ (a) লাইবনিজ
32. লাইবনিজ দ্রব্যকে নিরংশ বা অংশবিহীন বলেছেন কেন ? (a) দ্রব্য নিত্য (b) দ্রব্য প্রত্যক্ষ যোগ্য (c) দ্রব্য অনিত্য (d) দ্রব্য জড়
উঃ (a) দ্রব্য নিত্য
33. 'দ্রব্য হল গবাক্ষহীন চিৎপরমাণু' - এটি কোন্ দার্শনিকের মত?
(a) স্পিনোজা (b) দেকার্ত (c) লাইবনিজ (d) অ্যারিস্টটল
উঃ (c) লাইবনিজ
34. কোন দার্শনিককে 'বহুত্ববাদী' আখ্যা দেওয়া হয়?
(a) দেকার্ত (b) লাইবোনিজ (c) হিউ্ম (d) স্পিনোজা
উঃ (b) লাইবোনিজ
35. পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তক কে?
(a) দেকার্ত (b) স্পিনোজা (c) হিউম (d) লাইবনিজ
উঃ(d) লাইবনিজ
36. দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার—উক্তিটি কোন দার্শনিকের?
(a) লাইবনিজের (b) দেকার্তের (c) লকের (d) স্পিনোজার
উঃ (c) লকের
37.'দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না -- বলেছেন -
(a) লক (b) বার্কলে (c) হিউম (d) লাইবনিজ
উঃ (a) লক
38. কোন্ দার্শনিক দ্রব্যের গুণকে মুখ্যগুণ ও গৌণগুণে পৃথক করেছেন?
(a) বার্কলে (b) লক (c) দেকার্ত (d) স্পিনোজা
উঃ (b) লক
39. লক কয়প্রকার দ্রব্য স্বীকার করেছেন?
(a) এক (b) দুই (c) তিন (d) চার
উঃ (a) লক
40. দ্রব্য সর্বদা বিশেষ্যপদ হয় একথা বলেছেন—
(a)প্লেটো (b) অ্যারিস্টটল (c) লক (d) কান্ট
উঃ (b) অ্যারিস্টটল
41. জড়দ্রব্য হল কতকগুলি গুণ বা সংবেদনের সমষ্টি কার উক্তি?
(a) লকের (b) বার্কলের (c) স্পিনোজার (d) হিউমের
উঃ (b) বার্কলের
42. 'অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর'—বলেছেন
(a) দেকার্ত (b) (c) বার্কলে (d) স্পিনোজা
উঃ(c) বার্কলে
43. কোন দার্শনিক মনে করেন – দ্রব্যের অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভর করে?
(a) বার্কলে (b) হিউম (c) প্লেটো (d) দেকার্ত
উঃ (a) বার্কলে
44. জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও চেতন দ্রব্য বা আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন কোন দার্শনিক ?
(a) লক (b) বার্কলে (c) হিউম (d) স্পিনোজা
উঃ(b) বার্কলে
45. কোন দার্শনিকের মতে 'আত্মা দুই প্রকার—জীবাত্মা ও পরমাত্মা' ? (a) স্পিনোজা (b) লক (c) দেকার্ত (d) বার্কলে
উঃ (d) বার্কলে
46. মন এবং ঈশ্বর—দুই প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন—
(a) বার্কলে (b) লক (c) হিউম (d) দেকার্ত
উঃ(a) বার্কলে
47. কোন্ মতবাদ অনুযায়ী আমরা সরাসরি বস্তুকে জানতে পারি? ----(a) সরল বস্তুবাদ (b) প্রতিরূপী বস্তুবাদ (c) ভাববাদ (d) সবিচার বস্তুবাদ
উঃ (a) সরল বস্তুবাদ
48. দ্রব্যের ধারণা হল দুর্বোধ্য উদ্ভট কল্পনা'- একথা বলেছেন --- (a) লক (b) বার্কলে (c) হিউম (d) লাইবনিজ
উঃ (c) হিউম
49. আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন ---
(a) প্লেটো (b) দেকার্ত (c) লাইবনিজ (d) হিউম
উঃ (d) হিউম
50. জড়দ্রব্য, আত্মা ও ঈশ্বর—কোনো দ্রব্যেরই অস্তিত্বৎ'নেই'—বলেছেন
(a) কান্ট (b) হিউম (c) বার্কলে (d) রাসেল
উঃ (b) হিউম
51. কোন দার্শনিক দ্রব্যকে চিন্তাশীল এবং অচিন্তাশীল রূপে বিভক্ত করেছেন? ---- (a) দেকার্ত (b) লক (c) বার্কলে (d) হিউম
উঃ (a) দেকার্ত
52. স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? --- (a) একটি (b) দুটি (c) তিনটি (d) চারটি
উঃ- (a) একটি
53. ব্যক্তি বা প্রতিটি মূর্ত বস্তুই হল দ্রব্য'—বলেছেন
(a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) স্পিনোজাৎ(d) বার্কলে
উঃ (b) অ্যারিস্টটল
54. কোন দার্শনিকের মতে জড় ও মন হল পরস্পর বিরোধী দ্রব্য ?
(a) হিউম (b স্পিনোজা (c) অ্যারিস্টটল (d) দেকার্ত
উঃ (d) দেকার্ত
55. 'আত্মা হল বিভিন্ন মানসিক ক্রিয়ার অবিরাম ধারা বা প্রবাহ—বলেছেন
(a) লক (b) হিউম (c) বার্কলে (d) স্পিনোজা
উঃ (b) হিউম
56. দ্রব্য হল স্বয়ংক্রিয় আধ্যাত্মিক একক বলেছেন
(a) লাইবনিজ (b) কান্ট (c) দেকার্ত (d) হিউম
উঃ a) লাইবনিজ
57. দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে বলা হয়—
(a) দ্বৈতবাদ (b) অদ্বৈতবাদ (c) বহুত্ববাদ (d) দ্বৈতাদ্বৈতবাদ
উঃ (b) অদ্বৈতবাদ
58. সামান্য ও বিশেষের সংযোগে যে গুণসমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য — বলেছেন
(a) প্লেটো (b) স্পিনোজা (c) কান্ট (d) অ্যারিস্টটল
উঃ (d) অ্যারিস্টটল
59. দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না- কে বলেছেন?
(a) লক (b) স্পিনোজা (c) বার্কলে (d) দেকার্ত
উঃ(a) লক
60. "জাড়দ্রব্য বলে কোনো কিছু নেই'- বলেছেন --- (a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) বার্কলে (d) লক
উঃ (c) বার্কলে
61. “স্বনির্ভরতা নয়, আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ'-উক্তিটি করেছেন— (a) বার্কলে (b) লক (c) দেকার্ত (d) লাইবনিজ
উঃ (d) লাইবনিজ
62. মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব মেনেছেন—
(a) দেকার্ত (b) লক (c) লাইবনিজ (d) হিউম
উঃ (c) লাইবনিজ
63. দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদকে বলা হয়
(a) একত্ববাদ (b) দ্বৈতবাদ (c) বহুত্ববাদ (d) কোনোটিই নয়।
উঃ (c) বহুত্ববাদ
64.বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই—উক্তিটি কার?
(a) লক (b) বার্কলে (c) দেকার্ত (d) কান্ট
উঃ (b) বার্কলে
65 "গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না"—বলেছেন
(a) লক (b) লাইবনিজ (c) বার্কলে (d) হিউম
উঃ (d) হিউম
66. যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য বলেছেন—
(a) অ্যারিস্টটল (b) স্পিনোজা (c) লাইবনিজ (d) দেকার্ত
উঃ (c) লাইবনিজ
67. কোন্ দার্শনিকের মতে দ্রব্য হল ক্রিয়া বা শক্তির উৎস ? (a) লাইবনিজ (b) অ্যারিস্টটল (c) মিল (d) বার্কলে
উঃ (b) অ্যারিস্টটল
68. সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন
(a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) কান্ট (d) হেগেল
উঃ(a) প্লেটো
69. জড়দ্রব্য এবং আধ্যাত্মদ্রব্য উভয়ের অস্তিত্ব অস্বীকার করেছেন (a) বার্কলে (b) হিউম (c) স্পিনোজা (d) কান্ট
উঃ(b) হিউম
70. অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক হলেন
(a) প্লেটো (b) অ্যারিস্টটল (c) দেকার্ত (d) স্পিনোজা
উঃ (b) হিউম
<<<<<<<<<<<>>>>>>>>>>>