Person (পুরুষ বা ব্যক্তি)
ইংরাজিতে বাক্য গঠন করতে Person এর প্রয়োজন। Person শব্দটির অর্থ ব্যক্তি বা পুরুষ। ইংরাজি ভাষায় Person তিন প্রকার যথা-
i) 1st Person (উত্তম পুরুষ)
ii) 2nd Person (মধ্যম পুরুষ)
iii) 3rd Person(প্রথম পুরুষ)
(i) 1st Person: বক্তা নিজেকে বুঝাইতে যে Person ব্যবহার করেন, তাহাই 1st person। যেমন - I, me, my, mine, we, us, our।
(ii) 2nd Person: বক্তা যাহাকে উদ্দেশ্য করিয়া কিছু বলেন, তাহাকে বুঝাইতে 2nd Person ব্যবহৃত হয়। যথা - you, your, thou ইত্যাদি।
(iii)...
Sunday, 22 March 2020
English Grammar (Parts of Speech)
PARTS OF SPEECH
ইংরেজি ভাষায় কোন বাক্যে যে সকল Word থাকে, তাহাদিগকে অর্থ, ব্যবহার ও কার্য অনুযায়ী আটটি শ্রেণীতে ভাগ করা হয়, এদের প্রত্যেককে এক একটি Part of Speech বলে। ( Words used in a sentence are classified into eight parts commonly known as Parts of Speech.)
Parts of Speech 8 প্রকার যথা:-
1. Noun(নাউন) বিশেষ্য
2. Pronoun (প্রোনাউন) সর্বনাম
3. Adjective (অ্যাডজেকটিভ) বিশেষণ
4. Verb(ভার্ব) ক্রিয়া
5. Adverb (অ্যাডভার্ব) ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ
6. Preposition (প্রিপজিশন)...