Sunday, 22 March 2020

English Grammar (Person)

Leave a Comment
           Person (পুরুষ বা ব্যক্তি)

 ইংরাজিতে বাক্য গঠন করতে Person এর প্রয়োজন। Person শব্দটির অর্থ ব্যক্তি বা পুরুষ। ইংরাজি ভাষায় Person তিন প্রকার যথা-

i) 1st Person (উত্তম পুরুষ)

ii) 2nd Person (মধ্যম পুরুষ)

iii) 3rd Person(প্রথম পুরুষ)

(i) 1st Person: বক্তা নিজেকে বুঝাইতে যে Person ব্যবহার করেন, তাহাই 1st person। যেমন - I, me, my, mine, we, us, our।

(ii) 2nd Person: বক্তা যাহাকে উদ্দেশ্য করিয়া কিছু বলেন, তাহাকে বুঝাইতে 2nd Person ব্যবহৃত  হয়। যথা - you, your, thou ইত্যাদি।

(iii) 3rd Person: যাহার সম্বন্ধে কিছু বলা হয়, তাহাই 3rd person হয়।

পূর্বে উল্লিখিত Pronoun গুলি বাদে সমস্ত Pronoun ও Noun এই শ্রেণীর অন্তর্গত। যেমন-
 Pronoun: he, she, it, they, some, many, each

Noun: Ram, Rahim, pencil, Kolkata ইত্যাদি।

N.B. আমি(I), আমরা(We), তুমি বা তোমরা(You) ছাড়া ভবে(পৃথিবীতে) আছে যারা 3rd person তারা।

*****
Read More

English Grammar (Parts of Speech)

Leave a Comment
PARTS OF SPEECH

ইংরেজি ভাষায় কোন বাক্যে যে সকল Word থাকে, তাহাদিগকে অর্থ, ব্যবহার ও কার্য অনুযায়ী আটটি শ্রেণীতে ভাগ করা হয়, এদের প্রত্যেককে এক একটি Part of Speech বলে। ( Words used in a sentence are classified into eight parts commonly known as Parts of Speech.)

Parts of Speech 8 প্রকার যথা:-

1. Noun(নাউন) বিশেষ্য

2. Pronoun (প্রোনাউন) সর্বনাম

3. Adjective (অ্যাডজেকটিভ) বিশেষণ

4. Verb(ভার্ব) ক্রিয়া

5. Adverb (অ্যাডভার্ব) ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ

6. Preposition (প্রিপজিশন) সম্বন্ধক বা পদান্বয়ী অব্যয়

7. Conjunction (কনজান্কশন) সংযোজক অব্যয়

8.  Interjection(ইন্টারজেকশন) বিস্ময়সূচক অব্যয়

1. Noun (বিশেষ্য): যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান প্রভৃতির নাম বোঝায়, তাকে Noun বলে। ( A noun is the name of any person, place or thing.) যেমন:- Ram, Rohim, Book, Farakka, Kolkata, sun, moon, tree, honesty ইত্যাদি।

2. Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। ( A pronoun is a word used for a Noun.) যেমন- I, We, You, He, They ইত্যাদি।

3. Adjective (বিশেষণ):  যে Word  কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাহাকে Adjective বলে। (An adjective is a word that is used to describe or qualify a Noun or Pronoun.) যেমন- It is a red flower. He had much money. The sky is blue. He is a bad boy.

4. Verb(ক্রিয়া): যে Word দ্বারা হওয়া, যাওয়া, করা প্রভৃতি কার্য করা বোঝায়, তাকে Verb বলে। (A verb is a word that indicates the doing of an action by a person or a thing.) যেমন- do, play, sleep, go, come ইত্যাদি। 

5. Adverb (ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ): যে Word কোন Verb কেমন করিয়া, কোথায়, কখন কার্য সম্পন্ন করে অথবা কোন Adjective ও অন্য Adverb এর দোষ গুণ  নির্দেশ করে তাকে Adverb বলে। (An adverb is a word which modifies an Adjective, a Verb or an another adverb)

যেমন- He works slowly. Ratan runs fast. এখানে, slowly ও fast হল Adverb. 

সাধারণত: Adjective এর শেষে 'ly' যুক্ত করে  Adverb গঠন করা হয়।

6. Preposition (সম্বন্ধক বা পদ অব্যয়): যে Word sentence এর মধ্যে কোন Noun অথবা Pronoun এর পূর্বে বসিয়া sentence এর অন্য Word সহিত এর সম্বন্ধ দেখাইয়া দেয়, তাহাকে Preposition বলে।(A Preposition is a word placed before a Noun or Pronoun indicating its relation to some other words in the sentence.) যেমন- Ram is at home now. এখানেat হল Preposition. কারণ Ram ও home এর মধ্যে at সম্পর্ক সৃষ্টি করেছে।

in, at, on, of, under, below, above ইত্যাদি হল preposition

7. Conjunction ( সংযোজক অব্যয়): যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা sentence-কে সংযুক্ত করে তাহাকে conjunction বলে। (A conjunction is a word which joins two or more words and sentences together) যেমন- Kabita and Sushmita are good girls. Johnny is a boy but Sumi me is a girl. এই দুই বাক্যতে and এবং but হল Conjunction.

8. Interjection (বিস্ময়সূচক অব্যয়): যে Word দ্বারা হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে। ( An interjection is a word which expresses strong feelings of the mind.)

যেমন- Hurrah! Today is holiday. কি মজা! আজ ছুটির দিন।

Hurrah(হুররেহ)-- কি আনন্দ বা কি মজা,  Bravo(ব্রাভো)- সাবাস, Alas(অ্যালাস) - হায়, Oh(ওহ), Pooh(পুঃ) -- ছি, Hush(হাশ)- চুপ, Hallow(হ্যালো) - ওহে, Ah(আহ) বা Shame (শেম)  লজ্জা।
**"" "" ""***
Read More