ARTICLES(পদাশ্রিত নির্দেশক)
Articles: যে সকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর নামের পূর্বে বসিয়া তাহার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাহাদিগকে articles বলে। The boy, A man, An apple
Article দুই প্রকার। যথা-
(i) Indefinite Article (ইনডেফিনিট আর্টিকেল)
(ii) Definite Article (ডেফিনিট আর্টিকেল)
(i) Indefinite Article (A, An)(ইনডেফিনিট আর্টিকেল): যে article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করিয়া বুঝায় না, তাহাকে Indefinite(অনির্দিষ্ট) article বলে। যেমন-A man, A pen
(ii) Definite Article( The) (ডেফিনিট আর্টিকেল): যে article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করিয়া বুঝায় , তাহাকে Definite(নির্দিষ্ট) article বলে। যেমন- The sun, The Ganga
Indefinite article (A, An)এর ব্যবহার
একটি ব্যক্তি বা বস্তু বুঝাতে A এবং An ব্যবহার হয়।
1. সাধারণত কোন Word এর প্রথম অক্ষর যদি consonant হয় তবে তার আগে A বসে।('A' is used before a word beginning with a consonant.)
যেমন- a boy, a dog, a student ইত্যাদি।
2. সাধারণত শব্দের প্রথমে Vowel থাকিলে ইহার পূর্বে an বসে।('An' is used before a word beginning with a vowel.)
যেমন - an orange, an egg, an umbrella ইত্যাদি।
3. কোন Word এর প্রথম অক্ষর Vowel হলেও যদি তার উচ্চারণ 'ইউ'(Yu) বা 'ওয়া' (wa)-র মত হয় তবে সেই Word এর আগে A বসে।('A' is used before a word beginning with vowel or vowels having the sound of 'yu' or 'wa')
যেমন- A unit, AUniversity, A European (ইউরোপিয়ান), A UN spokesman, A one rupee note, A useful article, A uniform
4. কোন Word এর প্রথমে consonant থাকলেও যদি তার উচ্চারণ Vowel এর মত হয় তবে সেই Word এর আগে an বসে।
যেমন- An M. P., An M.L.A., An M.D., An F.R.C.S., An M.A., An L.L.B.
5. শব্দের প্রথমে অনুচ্চারিত(silent) H থাকলে ইহার পূর্বে 'an' বসে। (An is used before a word beginning with silent 'h')
যেমন- An hour(আওয়ার), An honest(অনেস্ট) man
6. Proper noun এর পূর্বে কোন article বসে না কিন্তু তুলনার্থে Proper noun যখন Vommon Noun রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a বসে।(When 'a' Proper Noun is used as a Common Noun in case of comparison, 'a' is used before that.)
যেমন - You are a Nazrul. I see.
7. Abstract Noun যখন Concrete Noun রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে 'a' বসে ('A' is used before an abstract noun when it is used as a concrete noun)
যেমন- Mamtazmahal was a beauty.
8. সংখ্যায় একটি বোঝালে তার আগে A বসে। যেমন- a dog, a cat, a pen, an apple ইত্যাদি।
9. Exclamatory sentence এ a বা an ব্যবহার হয়। যেমন- What an amazing (বিস্ময়কর)sight!
What a lovely dress!
What a beautiful star!
What a beastly (পাশবিক) act!
10. অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে a বসে। যেমন-
One morning a dog came to my house.
N.B. Common Noun কে সমগ্র জাতি বুঝাইতে কখনো কখনো যে 'A' বা 'An' বসে তাহাকে, Generalising A বা An বলে। যেমন- A cow is a useful animal. (any cow or cows)
11. A অনেক সময় Preposition হিসাবে ব্যবহৃত হয়। যেমন- He went-a-hunting. (on hunting)
Definite article 'The' এর ব্যবহার)
The এর উচ্চারণ:
Vowel এর আগে থাকলে দি উচ্চারণ হয়।
Consonant এর আগে থাকলে দ্যা উচ্চারণ হয়।
1. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতেই The বসে। ('The' is used before a person or a thing particularised.)
যথা: The girl is laughing.
2. জাতি বুঝাতেই singular common noun- এর পূর্বে the বসে।('The' is used before a singular common noun to denote the whole class.)
যথা: The rose is a lovely flower.
The horse is a beautiful animal.
N.B.: সমগ্র মানবজাতি বুঝাতেই এবং কোন ভাষার নামের পূর্বে The বসে না।
যথা: Man is mortal.
English is a rich language.
3. পুরো শ্রেণীকে বোঝাতে adjective-এর পূর্বে The বসে এবং যখন শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বোঝায় তখন উহাকে plural noun রূপে গণ্য করা হয়। ('The' is used before an adjective with plural noun to indicate the whole class.)
যথা: (1) The rich are not always happy.
(2) The blind cannot see.
4. চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র প্রভৃতি নির্দিষ্ট এককের পূর্বে The বসে। ('The' is used before singular noun that by their very nature cannot signify more than one object.)
যথা: The sun. The earth. The moon.
The sun gives us light.
5. ঋতু এবং দিকের নামের পূর্বে The বসে। ( the is used before the name of a season and direction.)
যথা: The spring. The earth.
The sun rises in the East.
6. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, জাহাজ, ধর্মগ্রন্থ ইত্যাদির নামের পূর্বে The বসে। (The is used before the name of a river, sea, gulf, ocean, group of islands, mountain ranges, ship, holy book etc.)
The Atlantic ocean, The Andamans, the Bay of Bengal, The Gita
7. জাতি সম্প্রদায় বা দলের নামের পূর্বে The বসে। ('The' is used before the name of the nation or parties.) যেমন- The Bangalees are brave.
8. প্রথম, দ্বিতীয়, ইত্যাদি সংখ্যা যখন অক্ষর দ্বারা ইংরেজিতে লেখা হয় তখন ইহার পূর্বে The বসে। ('The' is used before an ordinal number written in letters in English.) যেমন- He was the first man to arrive.
9. বাদ্যযন্ত্রের পূর্বে The বসে। ('The' is used before musical instruments.) যেমন- He can play the flute.
10. একই ব্যক্তি বা বস্তু বুঝাইতে and দ্বারা যুক্ত প্রথম Noun এর পূর্বে The বসে। কিন্তু যদি বিভিন্ন মানুষ বা বস্তুকে বুঝায় তাহলে প্রত্যেকটির পূর্বে the বসে। যেমন-
(i)The Secretary and Headmaster is an honest man. ( এখানে Secretary এবং Headmaster একই ব্যক্তি)
(ii) The headmaster and the secretary are talking in the office.( এখানে Secretary এবং Headmaster ভিন্ন ব্যক্তি)
11. বাংলা শব্দের শেষে টি, টা, খানা, খানি, গুলো, গুলি, গণ প্রভৃতি যুক্ত থাকলে The বসে। যেমন- ছাত্রগুলি =The students, শিক্ষকগণ = The teachers
12. অর্থপূর্ণ ভৌগোলিক নাম, বাসস্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, হোটেল, সিনেমা গৃহ, সংবাদপত্রের নাম ও তারিখ এর পূর্বে The বসে।('The' is used before the descriptive geographical names noted public places, important historical events, hotels, cinema houses, newspaper and dates) যেমন- The Punjab- অর্থবোধক ভৌগোলিক নাম, the high Court, the Taj Mahal- প্রসিদ্ধ প্রতিষ্ঠান
কোথায় article এর ব্যবহার নিষিদ্ধ
1. যখন কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করিয়া বুঝায় না তখন plural common noun এর পূর্বে The বসে না। যেমন-
Cows give us milk.
Dogs are faithful animals.
2. নির্দিষ্ট করিয়া কিছু না বুঝাইলে Material noun এবং Abstract noun এর পূর্বে the বসে না। যেমন-
Honesty is the best policy.
Water has no taste.
3. সাধারণত Proper Noun এর পূর্বে article বসে না। যথা- Rabindranath was a great poet.
4. রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমন – He is going to park.
5. ভাষার নামের পূর্বে the বসে না। যেমন – Bengali is our mother language.
English is an international language.
কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা
উল্লেখ থাকলে the বসে। যেমন –
The English language is an international
language.
6. হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
7. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন – Friday is holyday.
8. রোগের নামের পূর্বে the বসে না। যেমন – Influenza is a contagious disease.
9. God or Allah এর নামের পূর্বে the বসে না।
যেমন – God is kind.
9. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক-পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
যেমন – Raise your right hand. Put off your shirt.
10. ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের
পূর্বে কোন article বসে না।
যেমন – by bus, by train, by launch.
11. আত্মীয়-স্বজনের পূর্বে article বসে না। যেমন- father, mother, uncle, aunt etc. যেমন- Father has gone home.
12. Market, school, college, work, table, bed, hospital, prison প্রভৃতি noun যখন primary উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন ইহাদের পূর্বে the বসে না। যেমন-
We go to bed (to sleep)
I went to school. (as a pupil বা as a teacher)