Thursday, 10 May 2018

১। সমাজবিদ্যার (Sociology) প্রশ্ন এবং উত্তর।

1 comment
 প্রশ্ন: সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? এর প্রকৃতি আলোচনা কর। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ কর।
উত্তর:
       সামাজিক গোষ্ঠী এবং তার স্বরূপ: কোন একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংগবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয়। এ প্রসঙ্গে গিসবার্ট বলেন,  সামাজিক গোষ্ঠী হলো জনসমষ্টি, যাঁরা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে থেকে পরস্পরের উপর কার্য করে। যেমন পরিবার, ক্লাব বা কোন রাজনৈতিক দল ইত্যাদি।

     ম্যাকাইভার ও পেজ এর মতে, "গোষ্ঠী বলতে আমরা বুঝি কোন সামাজিক ব্যক্তির সমষ্টি, যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সম্পর্কে সম্পর্কযুক্ত।"

       অবশ্য কতগুলি ব্যক্তির সমষ্টি মাত্রকেই গোষ্ঠী বলা যায়না। সমাজবিজ্ঞানের দিক থেকে এই জাতীয় সমষ্টির সঙ্গে কোন দ্রব্যের সমষ্টির তফাৎ নেই; কারণ গোষ্ঠীর সভ্যদের মধ্যে সামাজিক সম্পর্ক নেই।
সামাজিক গোষ্ঠীর কোন প্রকার অস্তিত্ব থাকে না যদি না ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক থাকে। সামাজিক গোষ্ঠী আবির্ভাব তখনি হয় যখন সামগ্রীর বিভিন্ন অংশের মধ্যে সুস্পষ্ট সামাজিক সম্পর্ক থাকে এবং কোন একটা স্বীকৃত সংগঠনের মধ্যে থেকে কোনো সাধারণ স্বার্থ বা লক্ষ্যকে কেন্দ্র করে পরস্পরের উপর কার্য করে। মানসিক, সামাজিক, ঐক্য এবং যান্ত্রিক সমষ্টি থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র হলো সামাজিক গোষ্ঠী।

      সামাজিক গোষ্ঠী এবং সমাজ এক নয়, কারণ যেকোনো সামাজিক গোষ্ঠীই সমাজ নয়। এছাড়া সামাজিক গোষ্ঠী অপেক্ষা সমাজ অনেক কম স্থায়ী।
আবার আপাত গোষ্ঠীকে সামাজিক গোষ্ঠীর সঙ্গে এক করে ফেললে ভুল হবে। আপাত গোষ্ঠীর কোনো স্বীকৃত সংগঠন নেই, কিন্তু সামাজিক গোষ্ঠীর একটি স্বীকৃত সংগঠন আছে। এটা স্বীকার করতেই হয় যে, আপাত গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য বর্তমান। উদাহরণস্বরূপ, 1 ওই দলের অন্তর্ভুক্ত যেকোনো জনসমষ্টি, যাদের উদ্দেশ্য একসঙ্গে মিলেমিশে হরিনাম করা--কিন্তু এদের নির্দিষ্ট কোন সংগঠন নেই। একই ব্যবসায়ে নিযুক্ত যে জনসমষ্টি, যাদের পেশাগত উদ্দেশ্য এক কিন্তু তাদের কোনো নির্দিষ্ট সংগঠন নেই।
অবশ্য এইসব গোষ্ঠী যদি সংগঠনের মাধ্যমে নিজেকে সংগঠিত করে তবে আপাত গোষ্ঠী সামাজিক গোষ্ঠী তে রূপান্তরিত হয়ে যায়।

           সামাজিক গোষ্ঠী কিভাবে সৃষ্টি হয়?

         এর উত্তরে বলা যায় যে, অনেক সময় ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধ হয়ে একটি দৃঢ় সংগঠনের দ্বারা নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এর মাধ্যমেই সামাজিক গোষ্ঠীর উদ্ভব ঘটে।

    সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ: বিভিন্ন দৃষ্টিকোণ থেকে  সামাজিক গোষ্ঠীগুলির শ্রেণীবিভাগ করা হয়। কয়েকটি মুখ্য বিভাগের উল্লেখ করা হলো--

     ১। সদস্যদের পারস্পরিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে গোষ্ঠীর শ্রেণীবিভাগ: সদস্যদের পারস্পরিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে সমাজতাত্ত্বিক কুলি দুই প্রকার সামাজিক গোষ্ঠীর উল্লেখ করেছেন। যথা-

   (ক) প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী: যখন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ এবং গভীর হয় এবং মুখোমুখি সম্পর্কের পরিপ্রেক্ষিতে অন্তরঙ্গ 'আমরা' অনুভূতির প্রকাশ পায়, তখন তাকে প্রাথমিক গোষ্ঠী বলে।  যেমন - পরিবার।

   (খ) গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী: গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের পারস্পরিক সম্পর্ক পরোক্ষ বা গৌণ হলে, তখন তাকে গৌণ গোষ্ঠী বলে। যেমন- রাজনৈতিক দল, ক্রেতা-বিক্রেতার সম্পর্ক, বিদ্যালয় ইত্যাদি।

  ২। সদস্যদের অন্তরঙ্গতার ভিত্তিতে গোষ্ঠীর শ্রেণীবিভাগ: গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের অন্তরঙ্গতার ভিত্তিতে গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

   (ক) অন্তর্গোষ্ঠী: যে গোষ্ঠীতে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অন্তরঙ্গতা রয়েছে, সেই গোষ্ঠীকে বলা হয় অন্তর্গোষ্ঠী। যেমন- পরিবার, ছেলেদের অথবা মেয়েদের দল অন্তর্গোষ্ঠী।

      (খ) বহির্গোষ্ঠী: ব্যক্তি যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় এবং যে গোষ্ঠী সম্পর্কে সে বিরুদ্ধ মনোভাব পোষণ করে, ব্যক্তির কাছে সেই গোষ্ঠী বহির্গোষ্ঠী। যেমন- এক পরিবারের সদস্যদের কাছে অন্য পরিবার, ছেলেদের দলের কাছে মেয়েদের দল বহির্গোষ্ঠী।

     ৩। স্থায়িত্বের পরিপ্রেক্ষিতে: স্থায়িত্বের স্তর অনুসারে গিসবার্ট চার প্রকার গোষ্ঠীর উল্লেখ করেছেন।  যথা-

          (ক) অস্থায়ী গোষ্ঠী: এই সমস্ত গোষ্ঠী সংগঠনের কথা চিন্তা না করে স্বতঃস্ফূর্তভাবে আবির্ভাব ঘটে। যেমন - রাস্তায় কোনো অঘটন ঘটলে কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে মিলিত হয় আবার কিছু সময় পরে তারা নিজ নিজ গন্তব্য পথে চলে যায়। এ প্রকার গোষ্ঠীকেই বলা হয় অস্থায়ী গোষ্ঠী।

         (খ) স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী: সংগঠনের দ্বিতীয় স্তরে দেখা যায় এমন এক গোষ্ঠী যার সদস্যরা পূর্বে থেকে চিন্তা করে দলবদ্ধ হয়। যেমন- ছাত্র সংসদ।

      (গ) দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী:  এই গোষ্ঠীর উৎপত্তি সদস্যদের ইচ্ছাধীন নয়, তা নির্ভর করে সদস্যদের মধ্যে সম্পর্কের ওপর। যেমন- শ্রমিক সংসদ, শিক্ষক সমিতি।
(ঘ) চিরস্থায়ী গোষ্ঠী: চতুর্থ স্তরে এক বিশেষ ধরনের গোষ্ঠী দেখা যায় যা চিরস্থায়ী গোষ্ঠী নামে পরিচিত। এদের অস্তিত্ব অঘঠন ছাড়া (যেমন ভূমিকম্প, মহামারী, রাষ্ট্রবিপ্লব ইত্যাদি) বিঘ্নিত হয় না। যেমন- রাস্ট্র, গ্রাম সমাজ ইত্যাদি।

    ৪। কর্মপদ্ধতির পরিপ্রেক্ষিতে: কর্মপদ্ধতির পরিপ্রেক্ষিতে গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

        (ক) বিধিবদ্ধ গোষ্ঠী: গোষ্ঠীর সদস্যরা যখন নির্দিষ্ট বা বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে গোষ্ঠী পরিচালিত করে তখন তাকে বিধিবদ্ধ গোষ্ঠী বলে। যেমন- শ্রেণিকক্ষ।

         (খ) অবিধিবদ্ধ গোষ্ঠী: যে গোষ্ঠীতে সদস্যদের উপর গোষ্ঠীর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সদস্যরা কাজকর্মে ও চিন্তা-ভাবনায় সকল প্রকার স্বাধীনতা ভোগ করে তাকে অবিধিবদ্ধ গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। যেমন - ফুটবল ক্লাব।


Read More

Monday, 7 May 2018

B. A part 1 Sociology (সমাজবিদ্যা) Suggestion 2018 (University of Gour Banga)

1 comment
SUGGESTION FOR 2018
B.A. part-I (University of Gour Banga)
SOCIOLOGY (General)
 Paper Code- 1- B
[New Syllabus]

Full marks :  100                  Time :   3 Hours

                              বিভাগ - ক

প্রতিটি অংশ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও:                                 মান: 15

                                     অংশ -1

১) সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
২) সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৩) সভ্যতার সংজ্ঞা দাও। সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য নিরূপণ কর।
৪) সম্প্রদায় বলতে কি বোঝো?  জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য আলোচনা কর।
৫) সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো?  সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম আলোচনা কর।
৬) সামাজিক দ্বন্দ্ব বলতে কি বোঝ? এর বিভিন্ন ধরন আলোচনা কর।

                                অংশ - 2

৭) পরিবার কাকে বলে?  উদাহরণসহ পরিবারের প্রকারভেদ আলোচনা কর।
৮) সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝ?  সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন আলোচনা কর।
৯) বিবাহের সংজ্ঞা দাও।  উদাহরণসহ বিবাহের নিয়ম গুলি আলোচনা করো।
১০) আত্মীয়তা কাকে বলে? আত্মীয়তার ধরন বা প্রকার লেখ।
১১) সামাজিক পরিবর্তন কাকে বলে?  সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান বা কারণগুলি আলোচনা কর।
১২) লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝ? সামাজিক স্তরবিন্যাসের একটি প্রকারভেদ হিসাবে লিঙ্গবৈষম্যের সম্পর্কে  কর।

                                   অংশ - 3

১৩) গ্রামীণ সমাজ কাকে বলে? গ্রামীণ সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
১৪) নগর সমাজ বলতে কি বোঝ? নগর সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
১৫) শিল্প শ্রমিক কাকে বলে? শিল্প শ্রমিক কাকে বলে সংগঠিত ও অসংগঠিত শিল্প শ্রমিকদের পার্থক্য নিরূপণ কর।
১৬) নগরায়ন বলতে কি বোঝ? নগরায়নের প্রকার গুলি আলোচনা করো।
১৭) বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকারভেদ আলোচনা কর।

                                বিভাগ - খ

                                  অংশ -1

প্রতিটি অংশ থেকে ন্যূনতম একটি করে মোট 5 টি প্রশ্নের উত্তর দাও :                                    মান : 5

১৮) লোকাচার ও লোক নীতির উপর  সংখিপ্ত টীকা লেখ।
১৯) দ্বন্দ্বের সামাজিক ভূমিকা আলোচনা কর।
২০) সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ মাধ্যম গুলি আলোচনা করো।
২১)  প্রতিষ্ঠান ও সংঘের মধ্যে পার্থক্য রচনা কর।
২২) সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২৩) সমাজতত্ত্ব ও দর্শনের সম্পর্ক আলোচনা কর।
২৪) সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে পার্থক্য লেখ।

                                   অংশ - 2

২৫) পরিবারের কার্যাবলী আলোচনা কর।
২৬) উদাহরণসহ বিবাহের প্রকারভেদ আলোচনা কর।
২৭) একক পরিবার ও যৌথ পরিবার কাকে বলে?
২৮) গোত্র কাকে বলে? এর প্রকারভেদ গুলি কি কি?
২৯) 'সামাজিক বিবর্তন এবং প্রগতি বা উন্নতি' - এই ধারণা দুটির ব্যাখ্যা কর।
৩০) জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখ।

                               অংশ - 3

৩১) গ্রামীণ সমাজ ও নগর সমাজের পার্থক্য নিরূপণ কর।
৩২) ভারতীয় শিক্ষাক্ষেত্রে উদারীকরণের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
৩৩) ভারতে গ্রামীণ সমাজে গ্ৰামউন্নয়নের কর্মসূচির প্রভাবের মূল্যায়ন আলোচনা কর।
৩৪) ভারতীয় নগর সমাজে মিউনিসিপ্যালিটির ভূমিকা ব্যাখ্যা কর।
৩৫) শিল্প সামাজের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা কর
৩৬) নগর সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা কর।
৩৭) জাতীয় শ্রেণীর পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।

বি: দ্র: [পরীক্ষার প্রশ্নপত্রে  প্রতিটি অংশে  তিনটি করে প্রশ্ন থাকে।]
                          <<<<<<>>>>>>
Read More

Sunday, 29 April 2018

B.A.Part- I Philosophy( দর্শন) Suggestion 2018 Paper Code -1-B (University of Gour Banga)

Leave a Comment
                                 P - I (1+1+1)G/18(N)
SUGGESTION FOR 2018 (UNIVERSITY OF GOUR BANGA)
  
                  PHILOSOPHY (General) 
                            Paper Code: I - B
                             [New Syllabus]

Full Marks:100                Time: Three Hours

                                         বিভাগ - ক

১। যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:   ১৫×১=১৫

(ক) "চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা" - চার্বাকদের এই তত্ত্বটি ব্যাখ্যা কর। এই  মতটি কি সন্তোষজনক?    ১৫ 

(খ) "অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়"  -  চার্বাকগণ কিভাবে এইমত প্রতিষ্ঠা করেছেন?                      ১৫

(গ) নৈরাত্মবাদ এর স্বপক্ষে বৌদ্ধদের যুক্তিগুলি কি কি

(ঘ) 'প্রতীত্যসমুৎপাদ' শব্দের বুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ কর। বৌদ্ধ দর্শনের কার্যকারণের ধারণাকে এই মতবাদ অনুসরণে আলোচনা কর।                                  ১৫                                                                                     (ঙ) জৈন অনেকান্তবাদ তত্ত্বটি সুবিচার আলোচনাকর।                                                                     ১৫
(চ) জৈন দর্শন অনুসারে মোক্ষ কিভাবে অর্জিত হয়? আলোচনা কর।                                             ১৫

২। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে অনধিক চারটির উত্তর দাও:
 (প্রতিটি প্রশ্নের মান 5)                          ৫×৪=২০

(ক) আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য নির্ণয় কর।

(খ) পুরুষার্থ চারটি কি কি ? সংক্ষেপে আলোচনা কর।

(গ) ভারতীয় দর্শনের দুঃখবাদ।

(ঘ) চার্বাক স্বভাববাদ।

(ঙ) চার্বাক দর্শনে ঈশ্বরের অস্তিত্ব কেন অস্বীকার করা হয়?
(চ) বৌদ্ধ সম্মত অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা কর।

(ছ) ভবচক্র- বৌদ্ধ দর্শন অনুসরণে লেখ।

(জ) নির্বাণ বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ

(ঝ) জৈন মতে জ্ঞানের (প্রমা) সংজ্ঞা দাও।

(ঞ) জৈন মতে মুক্তির ধারণা আলোচনা কর।

(ট) জৈন দর্শনে বিভিন্ন প্রকার অজীব এর ব্যাখ্যা দাও।


                          বিভাগ - খ

৩। নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:                                                                     ১৫×১=১৫
(ক) জ্ঞানের উৎপত্তি বিষয়ক বুদ্ধিবাদী মতবাদ আলোচনা কর। এই মতবাদ কি সন্তোষজনক?  আলোচনা কর।                                          ১৫

(খ) কার্য-কারণ সম্পর্কে প্রসুক্তি তত্ত্ব সবিচার ব্যাখ্যা কর।                                                        ১৫
(গ) ভাববাদ কাকে বলে? বার্কলের ভাববাদের সবিচার আলোচনা কর।                                       ১৫

(ঘ) বৈজ্ঞানিক বস্তুবাদ কাকে বলে? মুখ্য ও গৌণ গুণের পার্থক্য আলোচনা কর। এই পৃথকীকরণ কি গ্রহণযোগ্য?                                             ৫+৫+৫

৪। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে অনধিক চারটির উত্তর দাও:
 (প্রতিটি প্রশ্নের মান 5)                        ৫×৪=২০

(ক) " আমি চিন্তা করি, অতএব, আমি আছি" --- এই সূত্রের উপর টীকা লেখ।

(খ) সরল বস্তুবাদ ও বৈজ্ঞানিক বস্তুবাদের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

(গ) লক কোন যুক্তিতে সহজাত ধারণা খন্ডন করেছেন?

(ঘ) লাইবনিজ কিভাবে তাঁর মনাড তত্ত্ব আলোচনা করেছেন?

(ঙ) বার্কলে কিভাবে দ্রব্যের ধারণা ব্যাখ্যা করেছেন?

(চ) কান্ট কিভাবে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন?

(ছ) লোকায়ত বস্তুবাদ কি?

(জ) স্পিনোজাকে অনুসরণ করে সমান্তরালবাদের ব্যাখ্যা দাও।

(ঝ) বার্কলের দর্শনে ঈশ্বরের ভূমিকা কি? আলোচনা কর।
(ঞ) কার্যকারণ সম্বন্ধীয় মতবাদ হিসাবে সতত সংযোগ তত্ত্বের মূল বক্তব্যগুলো আলোচনা কর।

                                       বিভাগ-গ

৫। নিচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:                                                                     ১৫×১=১৫
(ক) ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আলোচনা কর।                ১৫

(খ) স্মৃতি কাকে বলে? এর উপাদানগুলি কি কি আলোচনা কর।                                                  ১৫

(গ) শিক্ষণ কাকে বলে শিক্ষণ প্রসঙ্গে গেস্টদের মতবাদ আলোচনা কর।                                              ১৫

(ঘ) ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?  ব্যক্তিত্ব কি বংশগত, না পরিবেশ, না উভয় সঞ্জাত?                          ১৫

(ঙ) আবেগ সম্পর্কে জেমস - ল্যাঙ্গ মতবাদের সবিচার আলোচনা কর।                                              ১৫

(চ) মনোযোগ কাকে বলে? বিভিন্ন প্রকার মনোযোগ এর বর্ণনা দাও।                                              ১৫

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্য থেকে অনধিক চারটির উত্তর দাও :
(প্রতিটি প্রশ্নের মান ৫)                            ৫×৪=২০

(ক) মনোবিদ্যার পদ্ধতিরূপে অন্তর্দর্শন।

(খ) মনোবিদ্যা মন সংক্রান্ত বিজ্ঞান -- ব্যাখ্যা কর।

(গ) চেতনার বিভিন্ন স্তরের বর্ণনা দাও।

(ঘ) সংবেদন ও প্রত্যক্ষের পার্থক্য নির্ণয় কর।

(ঙ) অমূল প্রত্যক্ষ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।

(চ) কিভাবে আমরা গতি প্রত্যক্ষ করি?

(ছ) মনোযোগের চারটি বিষয়ে গত শর্তের উল্লেখ করে ব্যাখ্যা কর।

(জ) বুদ্ধির পরিমাপ কিভাবে নির্ণয় করা যায়?

(ঝ) জ্ঞান ও অমল প্রত্যক্ষের পার্থক্য নির্ণয় কর।

(ঞ) সংবেদনের গুণাবলী আলোচনা কর।

(ট) মনোযোগের বিষয়গত শর্তগুলো ব্যাখ্যা কর।


Read More

Saturday, 28 April 2018

B.A. Part -II Philosophy (দর্শন) Suggestion 2018, Paper Code: II-B (University of Gour Banga)

2 comments
                                                                                                           P - II (1+1+1) G / 18(N)

Suggestion for 2018 (University of Gour Banga)

                   PHILOSOPHY (General)
                          Paper Code: II - B
                             [New Syllabus]

Full Marks: 100.              Time : Three Hours

এগারটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন বিভাগ থেকেই চারটির বেশি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ।
  
                  বিভাগ - ক (ভারতীয় দর্শন)

১।নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোন একটি প্রশ্নের উত্তর দাও।                                                         ১৫×১=১৫

(ক) অভাব কাকে বলে? অভাবের শ্রেণীবিভাগ কর।
(খ)  সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্বের প্রমাণগুলি কি কি?  আলোচনা কর।
(গ)  সাংখ্য বিবর্তনবাদ আলোচনা কর।
(ঘ)  ন্যায় মতে ব্যাপ্তি কি? ন্যায় মতে ব্যাপ্তি কি ভাবে প্রতিষ্ঠিত করা হয়?
(ঙ)  নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখ।

২। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও:       ৫×৪=২০

(ক) স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখ।
 (খ) ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সামান্য লক্ষণ প্রত্যক্ষের ভূমিকা আলোচনা কর।
(গ) সাংখ্য দর্শন অনুসারে সৎকার্যবাদ আলোচনা কর।
(ঘ) বৈশেষিক দর্শনে আত্মা সম্পর্কে ব্যাখ্যা কর।
(ঙ) প্রকৃতির অভিব্যক্তি কি যান্ত্রিক না উদ্দেশ্যমূলক?  আলোচনা কর।
(চ)  বৈশেষিক মতে বিশেষ পদার্থের আলোচনা কর।
(জ) প্রকৃতির গুণগুলি কি? এদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
(ঝ) স্বরূপ পরিণাম ও বিরূপ পরিণাম বলতে কি বোঝ?

                বিভাগ - খ ( পাশ্চাত্য দর্শন)

৩। নিম্নলিখিত একটি প্রশ্নের উত্তর দাও:  ১৫×১=১৫

(ক) ভেনচিত্রের সাহায্যে বৈধতা / অবৈধতা বিচার কর -
(i) AII - 2 (ii) EAE - 1
(iii) কোন সংক্ষিপ্ত ন্যায় সম্পূর্ন নয়। সুতরাং এই যুক্তিটি অসম্পূর্ণ।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে)
(খ) আবর্তন কাকে বলে? উদাহরণসহ আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা কর। সরল ও অসরল আবর্তনের পার্থক্য কর।
(গ) পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? A, E, I এবং O বচনের কোন পদ ব্যাপ্য এবং  কোন পদ অব্যাপ্য তা আলোচনা কর। নিম্নলিখিত বাক্যগুলিগুলিকে বচনে রূপান্তর করে দেখাও কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য?
(i) কেবলমাত্র বৈজ্ঞানিক রায় প্রগতিশীল। (ii) খুব কম সংখ্যক মানুষ স্বার্থপর।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)
 (ঘ) বচনের অস্তিত্ব মুলক তাৎপর্য কাকে বলে?  সমস্ত আদর্শ আকারের নিরপেক্ষ বচনের অস্তিত্বমুলক তাৎপর্য আছে উদাহরণসহ ব্যাখ্যা কর।
(ঙ) উপমা যুক্তির মূল্যায়নের মানদন্ড গুলি আলোচনা করো।

৪। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও:          ৫×৪=২০

(ক) বিবর্তন কাকে বলে? বিবর্তন নিয়ম গুলি কি কি?
(খ) অবৈধ পক্ষদোষ আলোচনা কর।
(গ) অব্যাপ্য হেতুদোষ আলোচনা কর।
(ঘ) অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য কর।
(ঙ) O বচনের আবর্তন কি সম্ভব? 
(চ) A বচনের সরল আবর্তন সম্ভব কি তা আলোচনা কর।
(ছ)  উদাহরণসহ বিরোধ চতুষ্কোণ এর ব্যাখ্যা কর।
(জ) সমবিবর্তন কাকে বলে? নিম্নলিখিতগুলির সমবিবর্তন কর।
(i) সকল ভোটদাতা হয় নাগরিক। (ii) কোন কোন ছাত্র নয় বিনয়ী।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)
(জ) সত্যসারণীর সাহায্যে যুক্তির বৈধতা / অবৈধতা বিচার কর।
(i) (p∨q)  ⊃ (p · q), (p∨q) /  ∴ (p  · q)
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)

            বিভাগ - গ ( সমাজ এবং রাষ্ট্র দর্শন)

৫। নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:                                                                           ১৫×১=১৫
(ক) সম্প্রদায় বলতে কি বোঝো?  সম্প্রদায়ের ভিত্তি কী?  সংঘের সাথে এর পার্থক্য কোথায়?
(খ) গণতন্ত্র বলতে কি বোঝো?  গণতান্ত্রিক আদর্শগুলির বৈশিষ্ট্য কি কি?
(গ) জাতি বলতে কী বোঝায়?  জাতিভেদ প্রথার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
(ঘ) ন্যায়বিচার কাকে বলে?  সামাজিক ন্যায়বিচারের নীতিগুলি আলোচনা কর।
(ঙ) সামাজিক প্রতিষ্ঠানের বলতে কি বোঝো? বিভিন্ন প্রকারের সামাজিক প্রতিষ্ঠানের বর্ণনা দাও।

৬। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও:        ৫×৪=২০

(ক) সাম্য কাকে বলে? সাম্যের বিভিন্ন প্রকার কি কি?
(খ) সমাজ দর্শনের পরিধি আলোচনা কর।
(গ) ধর্মীয় ও নৈতিক বিধির উপর টীকা লেখ।
(ঘ) সংঘ / সমিতি ও প্রতিষ্ঠান পার্থক্য কর।
(ঙ) ভারতের বর্ণভেদ প্রথা মূল্যায়ন কর।
(চ)  সভ্যতার লক্ষণগুলি কি কি?
(জ) ভারতবর্ষে জাতিভেদ প্রথার মন্থরভাবে বিলোপের পেছনে যুক্তি কি?
(জ) গণতান্ত্রিক সরকারের সাফল্যের শর্তগুলি কি কি উল্লেখ পূর্বক ব্যাখ্যা কর।
(জ) সমাজতন্ত্রের দোষ গুলি কি কি?
(ঞ) প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য নির্ণয় কর।
(ট) পরিবার কি একটি সংঘ?,
                                 ##
Read More

Friday, 27 April 2018

MCQ & Answers of After Twenty Years [( B.A /B.Sc / B.Com Compulsory English)(University of Gour Banga)]

5 comments
                   After Twenty Years
                                          --  O Henry

Choose the most appropriate alternatives

1. After Twenty Years is a prose-piece written by-
 (A) O. Henry (b) A. G. Gardener (c) L. A. Hill (d) Rober Lynd.
 Ans. (a) O. Henry

 2. The story of "After Twenty Years" involves------ in an emotional connection.
 (A) two people (b) three people (c) four people (d) five people
 Ans. (a) two people.

3. A strange twist generally occurs--
 (a) at the beginning of the story (b) in the middle (C) at the end (d) towards the end.
 Ans. (c) at the end.

4. In the piece, " After Twenty Years" a man stands--
 (A) on a New York Street (b) on a London Street (c) on a Washington Street (d) none of these
 Ans. (a) on a New York Street

5. The man standing on a New York Street waited for-
 (A) friend (b) companion (c) comrade (d) foe.
 Ans. (a) friend

6. The appointment to meet one friend with another was made-
 (a) ten years earlier (b) fifteen years earlier (C) twenty years earlier (d) twenty five years earlier.
 Ans. (c) twenty years earlier.

 7. He explains his story to-
 (a) a polling personnel (b) a police personnel (C) a passing policeman (d) a passing sergeant.
Ans. (c) a passing policeman.

 8. Such a situation of meeting each other can be realize by creatures--
 (a) all over India (b) all over Asia (c) all over America (D) all over the world.
Ans. (d) all over the world.

9. "After Twenty Years" was originally published in O. Henry's--
 (a) 1902 (b) 1904 (C) 1906 (d) 1908 collection, "The Four Million
Ans. (c)1906

10. O. Henry's 1906 collection, "The Four Million" was reissued-
 Ans. (a) in 2000 (b) in 2001 (c) in 2002 (D) in 2003
Ans. (d) in 2003

11. The incident of 'After Twenty Years" takes place around the turn of the--
 (a) 18th century (b) 19th century (C) 20th century (d) 21s century
 Ans. (c) 20th century

 12. A police man walks along the--
(a) path (b)street (c) way (D)  block
 Ans (d) block

13. To be sure of the safety of the door knobs the policeman tests against---
(a) miscreants (b) dacoits (c) criminals (D) burglars
Ans. (d) burglars

14. The man had to leave for the West--
 (A) the next morning (b) the next noon (c) the next afternoon d) the next night.
Ans. (a) the next morning.

 15. The next morning the man had to leave for--
 (a) the East (B) the West (c) the USA (d) the UK.
Ans. (b) the West.

16. The purpose of leaving for the West on the part of the man was--
 (a) to meet his relative (b) to meet his ailing mother (c) to take degree certificate (D) to seek his fortune.
Ans. (d) to seek his fortune.

 17. After the man's departure, Jimmy-
 (a) left New York (B) stayed in New York (c) took shelter in his friend's house (d) attended a conference in the city.
Ans. (b) stayed in New York

18. The agreement was made--
 (A) after dinner (b) during dinner (c) before dinner (d) after lunch.
Ans. (a) after dinner.

19. The agreement was made to meet--
 (A) on the same spot (b) beside the spot (c) behind the spot (d) on the different spot.
Ans. (a) on the same spot.

 20. Dinner was taken by the man and his friend at restaurent 'Big Joe' Brady's--
(a) 10 yrs back (b) 12 yrs back (C) 20 yrs back (d) 5  yrs  back.
 Ans. (c) 20 yrs back.

21. The name of the restaurent was-
 (a) Hit and fit (b) Rough and tough (c) Good and well (D) Big Joe
 Ans. (d) Big Joe.

 22. The restaurent stood nearby-
 (A) the hardware store (b) cement godown (c) forest (d) G.T. Road.
 Ans. (a) the hardware store.

23. According to the officer, the restaurent existed till--
 (A) 5 yrs earlier (b) 10 yrs earlier (c) 15 yrs earlier. (d) 20 yrs earlier.
 Ans. (a) 5 yrs earlier.

24. The man and his friend had their meal-
 (A) together (b) separately (c) with other persons (d) none
 Ans. (a) together.

 25. During their dinner the man was then- (A) 18 (b) 20 (c) 22 (d) 24.
 Ans. (a) 18.

26. The name of the man's friend was-
 (a) Jim (B) Jimmy (c) Rocky (d) Latim.
 Ans. (b) Jimmy.

27. Jimmy, the man's friend, was- (a) 18 (B) 20 (c) 22 (d) 24.
Ans. (b) 20

28. The agreement was made to meet on the same spot --
(a) after 10 o'clock (B) at 10 o'clock. (c) around 10 o'clock (d) before 10 o'clock
Ans. (b) at 10 0'clock.

 29. The officer asks with great--
 (a) intention (b) purpose (C) interest (d) target
 Ans, (c) interest.

 30. The man checked the time-
 (A) on his watch (b) on the wall-clock (c) on the mobile (d) none
 Ans. (a) on his watch.

 31. The watch of the man was adorned with-
 (a) gold (b) silver (C) diamond (d) all the three.
 Ans. (c) diamond.

 32. According to the man's watch, it was-
 (A) 3 minutes to 10 (b) 3 minutes past 10 (c) half past 10 (d) 30 minutes to 10.
 Ans. (a) 3 minutes to 10.

33. Jimmy and his friend intend to--
(A) get out of rain (b) get exposed to rain (c) get down from the tree (d) get involved
Ans (a) get out of rain.

34. Jimmy refers to his position--
(a) in a village dept (b) in a town dept (c) in a city dept (d)  in the bank
And. (c) in a city dept.

35. They like to have a long talk about-
(A) past history (b) first time (c) past event (d) past account
Ans. (a) past history

36. The other man was-
 (a) a constable (b) Sergeant (c) Sub inspector (D) Police Officer
 And. (d) Police officer

37.  The man has been referred to as-
 (a) Silky Jimmy (b) Silky Bob (C) diamond Bob (d) none of these.
Ans, (b) Silky Bob

38. Warrents against the Silky Bob were issued in-
 (a) London (b) Moscow (c) Washington (D) Chicago
Ans. (d) Chicago

39. Jimmy Wells was accompanied by-
 (a) Delta (b) Jon (c) Lomov (D) Bob
Ans, (d) Bob

40. Bob struck a match to light-
 (A) his cigar (b) cigaratte (c) the switch (d) off the bed switch.
Ans. (a) his cigar.

41. Jimmy could not arrest Bob because of his-
 (a) tension (B) nerve (c) pulpitation (d) Psychology.
Ans (b) nerve.

42. Jimmy departed-
 (a) arresting Bob (B) without arresting Bob (c) threatening Bob (d) explaining the situation.
Ans (b) without arresting Bob.

 43. A plain cloth officer was recruited to arrest-
 (A) Bob (b) Jim (c) the author (d) the Constable.
Ans (a) Bob

44. His scarfpin, a large diamond, was set- (a) finely (B) oddly c) peculiarly (d) none
Ans. (b) oddly

45. The man's best chun was-
 (a) Delta (b) Jim (C) Jimmy Wells (d) none Ans (c) Jimmy Wells

46. Who is regarded the finest cheap in the world --
 (a) Delta (b) Jim (C) Jimmy Wells (d) none. Ans. (c) Jimmy Wells

47. The two friends were just like-
 (A) two brothers (b) two sisters (c) two daughters (d) two girls.
 Ans. (a) two brothers.

48. According to Bob, Jim was tall by-
 (a) one inch (b) two inches (c) three inches (D) two or three inches.
 Ans. (d) two or three inches

49. Jim grew a bit-
 (A) after he was twenty (b) before he was twenty (c) after he was forty (d) before he was fifty.
 Ans (a) after he was twenty.

50. Jimmy was doing------ in New York.
 (a) peacefully (B) moderately (c) plainly (d) gently
Ans. (b) moderately

Read More

MCQ & ANSWERS OF "HOW I EDITED AN AGRICULTURAL PAPER" , B.A / B.Sc / B.Com COMPULSORY ENGLISH( UNIVERSITY OF GOUR BANGA)

Leave a Comment
 How I Edited an Agricultural Paper
                                              -  Mark Twain
   Choose the most appropriate alternatives: (MCQ)

1. "How I Edited An Agricultural  Paper was written by---
 (A) Mark Twain (b) L. A. Hill (c) A. G. Gardiner (d) J. K Jerome.
 Ans. (a) Mark Twain.

 2. The author did not take--
 (a) permanent editorship (B) temporary editorship (c) yearly editorship (d) half yearly editorship. 
Ans. (b) temporary editorship.

3. The paper of which the author did not take temporary  editorship was---
 (a) technological (b) scientific (c) industrial (D) agricultural. 
Ans. (d) agricultural

4.The author did not take temporary editorship of an  agricultural paper without---
 (a) attention (b) forgiving (C) misgiving (d) relying
 Ans. (c) misgiving

5. The regular editor of the paper was going off for---
 (a) retirement (b) medical treatment (c) election duty  (D) holiday.
 Ans. (d) holiday

 6. The terms offered by the regular editor were --- ---- by the author 
 (A) accepted (b) rejected (c) considered (d) interrogated
 Ans. (a) accepted

7.  In absence of the old editor, the author took his place as a/an---
 (a) supervisor (b) director (C) editor (d) photographer.
 Ans. (c) editor.

 8. What made the salary of the author an object?
 (a) conditions (b) situations (c) positions (D) circumstances.
 Ans. (d) circumstances.

9. The sensation of being at work again was--
 (a) monotonous (b) mysterious (C) luxurious (d) all the three.
 Ans. (c) luxurious

10. The author wrought----
 (a) all the year (b) all the month (c) all the day (D) all the week
 Ans. (d) all the week.

11. The author wrought all the week with unflagging ---
 (a) joy (B) pleasure (c) happiness (d) courtesy
 Ans. (b) pleasure.

12. The author and his men went to--
 (a) hotel (b) office (c) restaurant (D) press 
Ans. (d) press

13. The author waited a ---
 (A) day (b) night (c) month (d) year
 Ans. (a) day

14. The author waited a day with some ---
 (a) intution (b) suspense (C) solicitude (d) purpose.
 Ans. (c) solicitude.

15. The purpose of the author's waiting a day with some solicitude was to --
 (a) look (B) see (c) gaze (d) watch
 Ans. (b) see.

16. The author waited a day to see --
 (a) whether he could join the post (B) whether his effort was suitable to attract any notice (c) whether his business was favourable (d) whether the owner was kind
 Ans. (b) whether his effort was suitable to attract any notice.

17. The author left the office towards--
 (a) sunrise (B) sundown (c) moonrise (d) moondown
 Ans. (b) sundown.

18. A group of men and boys dispersed with one-
 (a) emotion (B) impulse (c) excitement (d) demand.
Ans. (b) impulse

19. A group of men and boys dispersing with one impulse gave the author---
 (a) passage (by way (C) passage way (dy road.
 Ans. (c) passage way.

20. "What's him!" is the remark made by --
(a) the author (b) old editor (C) one or two of the people (d) outsiders.
 Ans. (c) one or two of the people

21. The author was naturally pleased by-
 (a) the event (B) incident (c) occurrence (d) happening.
 Ans. (b) incident.

22. The author found a similar group at the foot of the stairs ---
 (a) next day (B) next morning (c) next evening (d) yesterday.
 Ans. (b) next morning.

23. A similar group at the foot of the stairs watched the author with---
 (a) care (B) interest (c) purpose (d) aim. Ans. (b interest.

24. The author heard a man say, "Look at his --- "
( a) face (b) igure (C) eye (d) nose
 Ans. (c) eye.

25.The author pretended not to observe the---
 (a) case b) matter (C) notice (d) fact
 Ans. (c) notice.

26. The author was pleased with the notice-
 (a) pleasantly (B) secretly (c) joyously (d) cheerfully
 Ans. (b) secretly 

27. The author was purposing to write an account his--
 (a) uncle (B) aunt (c) father (d) mother-in-law
 Ans. (b) aunt

28. The author went up the--
 (a) little night of stairs (B) short flight of stairs (c) tiny flight of stairs (d) small flight of stairs.
 Ans. (b) short flight of stairs


29. When the narrator heard cherry voice and a ringing laugh, he was drawing near the---
 (a) window (B) door (c) gate (d) casement. Ans, (b) door 

30. The narrator opened the--
 (A) door (b) window (c) gate (d) none.
 Ans. (a) door.

31. The number of young rural looking men catching a glimpse of the narrator was-
 (A) two (b) four (c) six (d) one.
 Ans. (a) two

32. An old gentleman entered in about---
 (a) an hour (B) half an hour (c) two hours (d) three hours.
 Ans. (b) half an hour

 33. The old gentleman seemed to have something on his---
 (a) brain (B) mind (c) psychology (d) none. Ans. (b) mind

34. The old gentleman took off his --
 (a) cap (B) hat (c) turban (d) towel
Ans. (b) hat

35. The old gentleman set his hat on the--
 (a) chair (b) table (c) bench (D) floor,
 Ans. (d) floor. 

36. The old man's handkerchief was---
(a) a blue silk  (B) a red silk (c) a white silk (d) a brown silk
 Ans. (B) a red silk

37. The old gentleman put the paper on his (a) head (B) lap (c) hand (d) palm
 Ans. (b) lap

38. What was the first question put to the narrator by old man?
 (A) Are you the new editor? (b) Have you ever edit agricultural paper before? (c) Have you had any experience in agriculture practically? (d) none of these
 Ans. (a) Are you the new editor?

 39. The narrator was going to edit an agricultural paper for the---
 (A) first time (b) second time (c) third time (d) fourth time
 Ans. (a) first time.

40. The old gentleman folded his paper into a convenient--
 (a) size (B) shape (c) pattern (d) form. 
Ans. (b) shape.

41. The language was intended to be-
 (a) purposeful (b) coherent (c) significant (D) figurative.
 Ans, (d) figurative.

42. The narrator meant that the boy should shake---
 (A) vine (b) apple (c) orange (d) mango Ans. (a) vine

43. The old man broke several things with his---
 (a) knife (B) cane (c) instrument (d) all the three.
 Ans. (b) cane.

44. The narrator fancied that the old gentleman was--
 (a) dissatisfied (B) displeased (c) discontent (d) unhappy about something.
 Ans. (b) displeased

45. The old man said that he did not know as much as a-
 (A) cow (b) cat (c) dog (d) fox
 Ans. (a) cow.

46. The old man banged the-
 (a) window (B) door (c) casement (d) screen after him
 Ans. (b) door.

47. The old man didn't know---
 (a) the problem (b) the difficulty (C) the trouble (d inconvenience.
 Ans. (c) the trouble.

48. Then the old man turned the key in the--
 (A) door (b) casement (c) window (c) none. Ans. (a) door

 49. The old man drew a folded copy of the paper from his---
 (A) bosom (b) chest (c) breast (d) palm. Ans. (a) bosom.

50. The guano is a fine--
 (a) fish (B) bird (c) animal (d) reptile.
 Ans. (b) bird

51. The pumpkin, the berry, is a favourite with the natives of the interior of New---
 (A) England (b) Russia (c) America (d) Newzealand.
 Ans. (a) England

 52. The pumpkin is the only esculent of the------family
 (A) orange (b) apple (c) banana (d) watermelon 
 Ans. (a) orange.

 53. The pumpkin, the only esculent of the orange family, will thrive in the---
 (A) North (b) South (c) East (d) West.
 Ans. (a) North.

54. The narrator read the paper-
 (A) word for word (b) line by line (c) thoroughly (d) super ficially.
 Ans. (a) word for word

55. The narrator read the paper word for word in the--
 (A) morning (b) evening (c) night (d) noon. Ans. (a) morning

56. The author read the paragraph for-
 (a) the first time (B) over again (c) second time (d) third time
 Ans. (b) over again. 

57. The narrator read the paragraph time and again in order to be---
 (a) sure (B) certain (c) confirmed (d) accurate.
 Ans. (b) certain.

58. The narrator had crippled several---
(a) men (b) women (c) pupils (D) people 
Ans. (d) people

 59. The author had got-----up a tree 
(A) one fellow (b) two fellows (c) three fellows (d) four fellows
 Ans. (a) one fellow

60. It is lucky for the chap that is in the-
 (a) hill (B) tree (c) plant (d) roof.
 Ans. (b) tree

61. "You have taken a great load off my-
 (a) brain (B) mind (c) head (d) hand.
 Ans. (b) mind.

62. The narrator felt a little------ about the cripplings and arsons.
 (A) uncomfortable (b) uneasy (c) troubled (d) all the three
 Ans. (a) uncomfortable

63. The narrator could not but feel remotely-
 (A) aecessory (b) necessory (c) excessive (d) Obsessive.
 Ans. (a) accessory

 64. The editor was looking--
 (a) sad (b) perplexed (c) dejected (D) all Ans, (d) all 

65. The reputation of the paper is---- permanently 
 (A) injured (b) wounded (c) killed (d) damaged
Ans. (a) injured

66. Editorials of the author are a disgrace to--
 (A) journalism (b) teaching (c) medicine (d) technique.
 Ans. (a) journalism

 67. To the narrator, a furrow and a harrow are ---thing
(A) same (b) identical (c) similar (d) the only one 
Ans. (a) same 

68. The narrator talks of the moulting season for---
 (a) dogs (b) cows (C) cats (d) horses
 Ans. (c) cows 


 69. The horse chestnut is an article of--
 (a) business (B) conmmerce (c) trade (d) transport
 Ans. (b) commerce

70. The author wants holiday--
 (a) anymore (B) no more (c) more and more (d) the least.
 Ans. (b) no more

71. The author has been in the editorial business going on-
 (a) 11 yrs. (b) 12 yrs. (c) 13 yrs. (D) 14 yrs. Ans. (d) 14 yrs 

72. The author has been through newspaper business-
 (A) from Alpha to Omaha (b) from Omaha to Alpha (c) from Alpha to Beta (d) from Beta to Alpha.
 Ans. (a) from Alpha to Omaha

Read More

Thursday, 26 April 2018

MCQ & Answers of Where The Mind Is Without Fear, B.A / B.Sc / B.Com Compulsory English ( University of Gour Banga)

6 comments
 Where The Mind Is Without Fear
                                    Rabindranath Tagore
MCQ

1. Who is the poet of "Where the Mind is Without Fear'?
(A) R.N Tagore (b) Sukanto Bhattacharya (c) Nazrul Islam (d) Premendra Mitra.
 Ans. (a) R. N. Tagore. 

2. Where does the poem, ' Where the Mind is without Fear', occur--
 (A) English version of Gitanjali' (b) Bengali version of "Radha Krishna (c) English version of swadesh (d) Bengali version of Swadhinata'.
Ans. (a) English version of Gitanjali

 3. The expression, "Knowledge is free indicates--
 (a) free from early idea (b) free from scientific idea (C) free from superstition (d) free from corruption.
 Ans. (c) free from superstition

4. 'Into that heaven of freedom, my Father, let my country awake' --- The 'country' referred to here is 
 (a) England (b) America (c) Russia (D) India.
 Ans. (d) India.

5. The expression, "head is held high', indicates--
 (a) freedom of mind (b) freedom of self-respect (C) freedom of mind and selfrespect (d) freedom of enjoying political rights. 
Ans. (c) freedom of mind and self-respect.

 6. A nation is broken up into fragments by narrow---
 (a) boundary walls (B) domestic walls (c) private walls (d) public walls.
 Ans. (b) domestic walls.

7. Domestic  walls are raised because of man's ----
(a) selfishness (b) narrowness (c) broadness (D)  selfishness and narrowness.
Ans. (d) selfishness and narrowness

8. The narrow domestic walls----
 (a) break a society into fragments (B) break a nation into fragments (c) break a world into fragments (d) break community into fragments
 Ans.(b) break a nation into fragments 

9. By "domestic walls", the poet means---
 (A) sectarian approach of the people (b) utilitaran approach of the people (c) selfish approach of the people (d) socio economicapproach of the people
 Ans.(a) sectarian approach of the people

10. The poet wants the words to come from----
 (a) the depth of spirit (b) the depth of psychology (c) the depth of inner heart (D) the depth of truth
 Ans.(d) the depth of truth 

11. 'Tireless striving' are two words that tell us that---
 (a) the search for perfection always continues (b) the search for perfection never continues (C) the search for perfection never ceases (d) the search for perfection is a continuous process
 Ans.(c) the search for perfection never ceases.

12. In this poem reason is compared to a (a) mountain (b) shower (c) lake (D) river (clear stream)
 Ans.(d) river (clear stream), 

13. The dead habit is compared to a/an---
 (a) oasis (b) sand (C) desert (d) mountain stream.
Ans. (c) desert

14. The clear stream of reason loses its way into---
 (a) the sand of ancient habits (B) the sand of dead habits (c) the sand of desert (d) the sand of a river
Ans. (b) the sand of dead habits

15. "Dead habit" in Tagore's poem,  means 
( a) changing habit (B) unchanging habit (c) good habit (d) bad habit.
Ans. (b) unchanging habit.

 16. Where the mind is led forward by thee Who is addressed here -
 (a) Heaven (b) God (c) spirit of the nation (D) God or the spirit of the nation.
 Ans. (d) God or the spirit of the nation. 

17. Man's mind should be led forward into ever widening --
 (a) thought (b) action (C) thought and action (d) thought and plan
Ans. (c) thought and action.

 18. The heaven of freedom' refers to the poet's--
 (a) home land (b) native land (c) father land (D) dream land. 
Ans. (d) dream land

 19. "Father" in Tagore's poem is--
 (A) God (b) god (c) forefather (d) successor. 
Ans. (a) God

 20. "Into that heaven of freedom, my Father, let my country awake. Here heaven of freedom' refers to---
 (a) heaven of God (b) the poet's dreamland (c) India (d) a specific country. 
Ans. (c) India

21. The poet prays to God to lead our minds---
 (a) to God (b) to thought (c) to action (D) into ever widening thought and action.
Ans. (d) into ever widening thought and action.

22. Where the mind is led forward by thee the poet here means By the word "thee'. 
 (a) teacher. (B) God (c) father (d) land
 Ans. (B) God

23. According to the poet man should all the time work for--
 (a) head (b) beauty (c) arms (D) perfection.
 Ans, (d) perfection. 

 24. Where the world has not been broken up into fragments' -- the word 'fragments' here means---
 (A) small pieces (b) little parts (c) countries (d) cities. 
Ans. (a) small pieces. 

25.  'Where the Mind is Without Fear'-- Here the word "where' refers to--
 (a) place known to the poet (b) place visited by the poe (C) an imaginary world conceived by the poet (d) a country known to the poet.
 Ans. (c) an imaginary world conceived by the poet. 

26. The poet invokes the mind without fear to--
 (a) attain strength (b) attain energy (C) attain freedom (d) attain success.
 Ans. (c) attain freedom.

27. What aspect of R. N. Tagore is reflected in his poem "Where the Mind is Without Fear"---
 (A) patriot (b) imperialist (c) antinationalist (d) seculiarist
 Ans. (a) patriot.

 28. The poet invokes----
 (a) fearful mind (B) fearless mind (c) bold mind (d) perfect mind
Ans. (b) fearless mind

 29.. The knowledge of the Indian was chained in---
 (a) prejudice (b) superstition (c) culture (D) prejudice and superstition.
 Ans, (d) prejudice & superstition.

 30. R. N. Tagore wants the country to be--
 (a) weak (b) bold (c) strong (D) united.
 Ans. (d) united. 

31. According to the poet, dead habits and customs are guided by---
 (a) prejudices (b) blind belief (c) superstition (D) prejudice & superstition.
 Ans. (d) prejudice and superstition 

32. When "Where the Mind is Without Fear" India was ---
 (a) free (B) under the British rule (c) superstitious (d) blind.
 Ans. (b) under the British rule.

 33. There are seven clauses with--
 (a) when (B) where (c) how (d) what. 
Ans. (b) where.

34. The number of where clauses in Tagore's "Where the Mind is Without Fear' is ---
 (a) three (b) five (C) seven (d) none.
 Ans. (c) seven.

35. The poet wants his countrymen to be without--
 (A) fear (b) courage (c) respect (d) awe.
 Ans. (a) fear


 36. The poet wants his countrymen to live with---
 (A) self-respect (b) confidence (c) dignity (d) honour
 Ans. (a) self-respect

 37. "My father' refers to---- 
 (a) the speaker's father (B) The Almighty (c) Jesus (d) Buddha 
Ans (b) The Almighty

 38. The expression, "depth of truth', signifies----
 (A) deep devotion to truth (b) darkness of truth (c) clearness of truth (d) affection for truth
Ans. (A) deep devotion to truth.

39. "Domestic Walls' refers to----
 (A) narrow binding (b) evil influences (c) narrow mind (d) narrow thought. 
Ans. (a) narrow binding.

 40. The expression, tireless striving', refers to---
(a) slavery (b) dependence (C) endless efforts (d) liberty  
(c) endless efforts

Read More