Short Answer Type (SAQ) - Mark - 1
Answer the following questions (each in a single sentence ) :
1. How does the poet express the magnitude of the night in 'Brotherhood'?
or, How is the night in ' Brotherhood ' ?
১. 'ব্রাদারহুড' কবিতায় কবি কীভাবে রাত্রির উচ্চমাত্রার বিষয়টি প্রকাশ করেছেন?)
Ans . The poet expresses the magnitude of night by calling it enormous and it was stormy.
উঃ রাত্রিকে বিশাল বা বিপুল বলে কবি রাত্রির উচ্চমাত্রার বিষয়টি প্রকাশ করেছেন এবং রাতটি ছিল ঝড়ের।
2. What do the stars control in ' Brotherhood ?
২. 'ব্রাদারহুড’ কবিতায় তারারা কী নিয়ন্ত্রণ করে ?
Ans. In the poem 'Brotherhood' the stars control the life and destiny of a man.
Or,
In the poem 'Brotherhood the stars control the whole universe including the human world and its rhythm.
উঃ 'ব্রাদারহুড’ কবিতায় তারারা মানুষের ভাগ্য এবং জীবন নিয়ন্ত্রণ করে।
অথবা, 'ব্রাদারহুড' কবিতায় নক্ষত্ররা মানবজগৎ ও তার ছন্দ সহ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে।
3. What does the poet of 'Brotherhood' feel about the night?
৩. 'ব্রাদারহুড ’ - এর কবি রাত্রি সম্বন্ধে কী উপলব্ধি করেছেন?
Ans. The poet feels that the night enveloping the universe is enormous.
4. 'Unknowing I understand' --- What does the poet understand?
৪. 'অজান্তে আমি বুঝে গেলাম' — কবি কী বুঝলেন?
Ans. The poet understands that he too is written like all other elements of the universe.
উঃ কবি বুঝলেন মহাবিশ্বের অন্য সব উপাদানের মতােই তাকেও লেখা হয়েছে।
5. What does the poet of Brotherhood ' see when he looks up ?
৫. 'ব্রাদারহুড' - এর কবি উপরের দিকে তাকিয়ে কী দেখলেন?
Ans. The poet of 'Brotherhood' sees that the stars write when he looks up.
Or, The poet looks up and sees the stars writing his destiny.
উঃ 'ব্রাদারহুড ' - এর কবি দেখলেন তারারা লিখে চলেছে যখন তিনি উপর দিকে তাকালেন।
অথবা, কবি আকাশের দিকে তাকিয়ে দেখতে পান যে নক্ষত্ররা তার ভাগ্যলিপি লিখছে।
6. In 'Brotherhood' what does Octavio Paz mean by 'Little do I last'?
৬. 'ব্রাদারহুড' কবিতায় সামান্যই আমি টিকে থাকি' বলতে অক্টেভিও পাজ কী বােঝাতে চেয়েছেন?
Ans . By the expression Octavio Paz means that the life-span of human beings are short.
Or,
The expression suggest that human life is transient.
উঃ এই অভিব্যক্তির দ্বারা অক্টেভিও পাজ বােঝাতে চেয়েছেন মানুষের আয়ু খুব কম।
অথবা, অভিব্যক্তিটি বোঝায় যে মানুষের জীবন ক্ষণস্থায়ী।
7. Who do the stars write?
৭. তারারা কাদের লেখে?
Ans . The stars write the life of the man as part of the universe.
Or, The stars in the sky write the destiny of man.
উঃ তারারা এই মহাবিশ্বের অংশ হিসেবে মানুষের জীবন লেখে।
অথবা, আকাশের তারারা মানুষের ভাগ্যলিপি লেখে।
8. Who, according to Octavio Paz, writes the destiny of the man?
৮. অক্টেভিও পাজ - এর মতে কে মানুষের অদৃষ্টের কথা লেখে?
Ans . According to Octavio Paz the stars write the destiny of the man.
উঃ অক্টেভিও পাজ - এর মতে তারারা মানুষের অদৃষ্ট লেখে।
9. "I am a man" --- Whom does the word 'man' refer to?
৯. 'ম্যান' বলতে কাকে বুঝিয়েছেন?
Ans. Here 'man' refers to human beings.
উঃ এখানে 'ম্যান' বলতে মানবজাতিকে বুঝিয়েছে।
10. Why is the night enormous?
১০. রাত্রিটি বিশাল কেন?
Ans. The night is enormous because it represents the whole universe.
উঃ রাত্রিটি বিশাল তার কারণ এটি সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডের প্রতিনিধি।
11. "I too am written" --- What does the line suggest?
১১. পঙক্তিটি কী বোঝায়?
Ans. This line suggests that the purpose of human life has been written in the sky.
উঃ উল্লিখিত পঙক্তিটি বোঝায় যে মানুষের জীবনের উদ্দেশ্য আকাশে লিপিবদ্ধ।
9 poem as he ( কবি অনুভব করেছেন যে মহাবিশ্বকে বেষ্টন করে থাকা এই রাত্রি বিশাল । )
12. How does the poet understand that he too is written?
১২. কবি কিভাবে বুঝলেন যে তাকেও লেখা হয়েছে?
Ans . The poet understands that he too is written unknowingly.
উঃ কবি অজান্তে বুঝতে পেরেছেন যে, তাকেও লেখা হয়েছে।
13. Who is that someone that spells out the poet in 'Brotherhood'?
১৩. 'ব্রাদারহুড' কবিতায় ‘কেউ একজন’ যে কবিকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে, সে কে?
Ans. 'Someone' refers to the reader of the poem as he explains him meticulously.
উঃ 'কেউ একজন' বলতে কবিতার পাঠককে বােঝানাে হয়েছে যে কবিকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বাঙ্গালীরা ।
14. What does the poet see the stars to do in " Brotherhood "?
১৪. 'ব্রাদারহুড’ কবিতায় কবি তারাদের কী করতে দেখেছেন ? )
Ans. In the poem 'Brotherhood' the poet sees the stars to write.
উঃ 'ব্রাদারহুড’ কবিতায় কবি তারাদের লিখতে দেখেছেন।
15. 'And at this very moment / Someone spells me out' - What moment is suggested in the line?
১৫. 'আর এই মুহূর্তে / কেউ একজন খুটিয়ে ব্যাখ্যা করছে আমায়’ – এই লাইনে কোন মুহূর্তের ইঙ্গিত দেওয়া হয়েছে?
Ans. The moment suggested here is the moment when the poem is being read.
উঃ এখানে যে মুহূর্তের ইঙ্গিত দেওয়া হয়েছে সেটি যখন কবিতাটি পড়া হচ্ছে।
16. When does the poet of ‘ Brotherhood ' see that the stars write?
১৬. 'ব্রাদারহুড' কবিতার কবি কখন দেখলেন তারারা লিখে চলেছে?
Ans . The poet of 'Brotherhood' sees the stars to write when he looks up.
উঃ যখন উপর দিকে তাকালেন ব্রাদারহুড - এর কবি দেখলেন তারারা লিখে চলেছে ।
17. How long, according to the poet of :Brotherhood' does a man last?
১৭. 'ব্রাদারহুড' - এর কবির মতে মানুষ কতদিন টিকে থাকে?
Ans. According to the poet, a man lasts little or for a short while.
উঃ কবির মতে একজন মানুষ অল্প সময়ের জন্য টিকে থাকে।
18. To whom is homage paid in the poem 'Brotherhood'?
18. 'ব্রাদারহুড' কবিতায় কাকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয়েছে?
Ans . In the poem 'Brotherhood' homage is paid to Claudius Ptolemy .
উঃ 'ব্রাদারহুড' কবিতায় ক্লডিয়াস টলেমিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
19. When does the poet of 'Brotherhood' feel that he too is written?
১৯. . কখন 'ব্রাদারহুড' কবিতার কবি অনুভব করলেন যে, তাকেও লেখা হয়েছে?
Ans . The poet of 'Brotherhood' feels that he too is written when he looks up into the sky.
উঃ 'ব্রাদারহুড' কবিতায় কবি অনুভব করলেন যে তাকেও লেখা হয়েছে যখন তিনি আকাশের দিকে তাকালেন।
20. At what time did the poet of 'Brotherhood' look up into the sky?
২০. কোন সময়ে 'ব্রাদারহুড' - এর কবি আকাশের দিকে তাকালেন?
Ans . The poet of 'Brotherhood' looked up into the sky at night.
উঃ 'ব্রাদারহুড' - এর কবি রাত্রিতে আকাশের দিকে তাকালেন।