Saturday, 21 April 2018

SAQ & Answers with Bengali meaning of "ON KILLING A TREE" -Gieve Patel (CLASS 12 OF WBCHSE)

Leave a Comment
SAQ OF ON KILLING A TREE -- Gieve Patel 
               [Class 12 of wbchse]

1. How does a tree grow?[কিভাবে একটি গাছ বৃদ্ধি পায়?]

Ans. A tree grows slowly by consuming the earth. [একটি গাছ মাটি থেকে প্রাণের রসদ সংগ্রহ করে ধীরে ধীরে বেড়ে ওঠে।]

2. What does the expression 'leprous hide' in Gieve Patel's poem "On Killing a Tree" refer to?[ গিয়েভ প্যাটেলের  "অন কিলিং আ ট্রি" কবিতায় 'লেপ্রাস হাইড' শব্দগুচ্ছ টি কী বোঝায়?]

Ans. In Gieve Patel's poem 'On Killing a Tree", the expression 'leprous hide' refers to the discoloured and rough bark of a tree.[ গিয়েভ প্যাটেলের "অন কিলিং এ ট্রি" কবিতায় 'লেপ্রাস হাইড' শব্দগুচ্ছ টি গাছের বিবর্ণ ও খসখসে বাকল কে বোঝায়।]

3. What does the phrase 'earth-cave' refer to? ['আর্থ-কেভ' শব্দগুচ্ছটি কি বোঝায়?

Ans. The 'earth-cave' refers to the gaping hole in the earth when the roots are pulled out.['আর্থ কেভ' বলতে শিকড়কে যখন টেনে তোলা হয় তখন মাটির ভেতরে যে ফাঁকা গর্ত হয় তাকে বোঝায়]

4. From where would curled green twigs rise?[কোথা থেকে কোঁকড়ানো সবুজ পাতা  গজিয়ে উঠে?]

Ans. The curled green twigs would rise from  close to the ground.[মাটির কাছাকাছি কাণ্ড থেকে কোঁকড়ানো সবুজ পাতা গজিয়ে উঠে]

5. Which verse form is used by Patel in the poem "On Killing a Tree"? [ On Killing a Tree কবিতায় প্যাটেল কোন ছন্দ ব্যবহার করেছেন?]

Ans. The free verse form is used by Patel in the poem "On Killing a Tree". [ প্যাটেল On Killing a Tree কবিতায় মুক্তছন্দ ব্যবহার করেছেন।]

6. How much time does it take to kill a tree?
[একটি গাছকে মেরে ফেলতে কতটা সময় লাগে?]

Ans. It takes much time to kill a tree.[একটি গাছকে মেরে ফেলতে প্রচুর সময় লাগে।]

7. What kind of task is it to kill a tree?
[একটি গাছকে মেরে ফেলা কি ধরনের কাজ?]

Ans. To kill a tree is a difficult task. [ একটি গাছকে মেরে ফেলা কঠিন কাজ।]

8. What type of poem is "On Killing a Tree"? [On killing a tree কি ধরনের কবিতা?]

Ans. "On Killing a Tree" is an ironical poem. [ "অন কিলিং এ ট্রি" একটি শ্লেষাত্মক কবিতা।]

9. Where does the tree get its food?[গাছ কোথায় তার খাবার পায়?]

Ans. The tree gets its food at the earth's crust. [গাছ তার খাওয়ার পায় ভূত্বকে, অর্থাৎ মাটির উপর স্তরে।]

10. What do you mean by 'consuming earth'? ['consuming the earth' বলতে কি বুঝ?]

Ans. The expression 'consuming earth' means taking in nutrients from the Earth.['কনজিউমিং দ্য আর্থ' বলতে বোঝায় পৃথিবীর থেকে পুষ্টি উপাদান ভোগ করা]

11. What does the tree absorb?[গাছ কি শোষণ করে?]

Ans. The tree absorbs the sunlight, air and water year after year.[গাছ বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস ও জল শোষন করে।]

12. What does the expression 'bleeding bark' suggest?[ এখানে 'ব্লিডিং বার্ক' বলতে কি বোঝাচ্ছে?]

Ans. The expression 'bleeding bark' suggests that the tree also bleeds like a human being when it is chopped. [ এখানে 'ব্লিডিং বার্ক' কথাটি ইঙ্গিত দেয় যে টুকরো টুকরো করে কাটলে গাছেরও মানুষের মত রক্ত ঝরে।]

13. What is the hide of the tree compared to? [ গাছের বাকলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?]

Ans. The hide of the tree is compared to the discoloured skin of a leprosy patient. [গাছের বাকলকে কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীর বিবর্ণ চামড়ার সঙ্গে তুলনা করা হয়েছে।]

14. Why is the bark of the tree called 'leprous hide'? [গাছের বাকলকে কুষ্ঠরোগীর চামড়া বলা হয়েছে কেন ?]

Ans. The bark of the tree is called 'leprous hide' because it is rough and has marks. [গাছের বাকলকে কুষ্ঠ রোগীর চামড়া বলা হয়েছে কারণ সেটি খসখসে, আর তাতে দাগ রয়েছে।]

15. "Not so much pain will do it"--- What does does the word 'it' refer to? [এখানে it শব্দটি কোন কাজটির কথা উল্লেখ করছে?]

Ans. The word 'it' refers to the task of hacking and chopping of a tree. [it শব্দটি গাছকে কুপিয়ে ও কুচিকুচি করে কাটার কাজটিকে উল্লেখ করছে।]

16. What, according to Gieve Patel, is 'the most sensitive' part of a tree?
[গিয়েভ প্যাটেলের মতে গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি?]

Ans. According to Gieve Patel, 'the most sensitive' part of a tree is its root. [ গিয়েভ প্যাটেলের মতে গাছের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো তার শিকড়।]

17. What is to be done to kill a tree? [একটি গাছকে হত্যা করতে হলে কি করতে হবে?]

Ans. The tree is to be uprooted entirely to kill it.[একটি গাছকে হত্যা করতে হলে গাছটিকে মাটি থেকে সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে।]

18. "And then it is done"--- What act is referred to here? [এখানে কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে।]

Ans. The act of killing a tree completely is referred to here. [এখানে একটি গাছকে পুরোপুরি মেরে ফেলার কাজের কথা উল্লেখ করা হয়েছে।]

19. When is the strength of the tree exposed? [কখন গাছের শক্তি উন্মুক্ত হয়।]

Ans. The strength of the tree is exposed when it is uprooted. [একটি গাছের শক্তি উন্মোচিত হয় যখন গাছটিকে উপড়ে ফেলা হয়।]

20. How is the strength of the tree exposed?
(গাছের শক্তি কিভাবে উন্মোচিত করা হয়?)

Ans. The strength of the tree is exposed by pulling the root out entirely from the earth-cave.(মাটির গুহা থেকে শিকড় কে সম্পূর্ণ টেনে তুলে গাছের শক্তি উন্মুক্ত করা হয়

21. What scorches and chokes the tree after it is pulled out?[গাছকে উপড়ে ফেলার পর কি তাকে ঝলসে এবং শ্বাসরোধ করে দেয়?]

Ans. The sun and air scorch  and Choke the tree after it is pulled out.[গাছকে উপড়ে ফেলার পর সূর্য এবং বাতাস তাকে ঝলসে এবং শ্বাসরোধ করে দেয়।]

22. What does the expression 'anchoring earth' suggest?[ 'anchoring earth' কথাটি কি বোঝায়?]

Ans. The expression 'anchoring earth' suggest that the roots of the tree have sunk in farmly into the earth, holding the tree securely. ['anchoring earth' (পৃথিবীর বুকে নোঙর ফেলা) বলতে বোঝায় যে গাছের শিকড়গুলো দৃঢ়ভাবে মাটির ভিতরে প্রবেশ করে গাছকে নিরাপদ ভাবে ধরে রাখে ]

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: