তৃতীয় অধ্যায় অমাধ্যম অনুমানআবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা কর। অথবাআবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কী কী? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা কর। O বচনের আবর্তন সম্ভব নয় কেন? উদাহরণসহ ব্যাখ্যা কর। O বচনের নিষেধমূলক আবর্তন উদাহরণসহ আলোচনা কর।উঃআবর্তন: যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয় এবং আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকে, তাকে...
Friday, 25 September 2020
Thursday, 24 September 2020
A question and answer of " The Eyes Have It" Class xii (wbchse)
“Few girls can resist flattery." Who made the remark? Why did the speaker say so? How did the person spoken to accept the flattery? [ কে মন্তব্যটি করেছেন? বক্তা এরকম কথা কেন বলেছেন? যাকে উদ্দেশ করে মন্তব্যটি করা হয়েছে সে কীভাবে তােষামােদটি গ্রহণ করেছিল? ] ( 1 + 3 + 2 )Ans: The narrator of the story "The Eyes Have It" i.e. Ruskin Bond made the remark. * In the train compartment, perhaps the narrator wanted to set up an intimate friendship with the girl. He started talking to...
HS Philosophy A বচনের সরল বা সীমিত আবর্তন সম্ভব কি? O বচনের আবর্তন সম্ভব নয় কেন?
তৃতীয় অধ্যায়: অমাধ্যম অনুমানপ্রশ্ন: A বচনের সরল বা সীমিত আবর্তন সম্ভব কি? O বচনের আবর্তন সম্ভব নয় কেন?উঃ সাধারণত A- বচনের সরল বা সম আবর্তন সম্ভব নয়। আবর্তনের নিয়ম অনুসারে আশ্রয়বাক্যে যে পদ ব্যাপ্য নয়, সিদ্ধান্তে সেই পদকে ব্যাপ্য হতে না। A বচনের সরল আবর্তন করলে, অর্থাৎ, A- বচনকে A বচনে আবর্তিত করা হলে ওই নিয়ম লঙ্ঘন করা হবে। দৃষ্টান্ত : A -সকল মানুষ হয় মরণশীল জীব।(আবর্তনীয়) A সকল মরণশীল জীব হয় মানুষ (আবর্তিত)আবর্তনীয় বচনের বিধেয়পদ “মরণশীল” অব্যাপ্য। কিন্তু আবর্তিত A বচনের উদ্দেশ্য...
HS PHILOSOPHY আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ কর।
তৃতীয় অধ্যায় অমাধ্যম অনুমানপ্রশ্ন: আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো।উঃআবর্তন(Conversion): যে অবরােহমূলক অমাধ্যম অনুমান আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তে বিধেয় পদ করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদকে সিদধান্তে উদ্দেশ্য পদ করে এবং আশ্রয়বাক্য ও সিদধান্তের গুণের কোনাে পরিবর্তন না করে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনও আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয় না সেই অমাধ্যম অনুমানকে বলা হয় আবর্তন। অথবাআবর্তন: যে অমাধ্যম...
Wednesday, 23 September 2020
HS Philosophy প্রশ্ন: অমাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কর।
তৃতীয় অধ্যায় অমাধ্যম অনুমানপ্রশ্ন: অমাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কর।অমাধ্যম অনুমান : যে অবরােহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে অনাধ্যম অনুমান বলে। উদাহরণ: E— কোনাে বৃত্ত নয় ত্রিভুজ । ( আশ্রয়বাক্য ) : . E— কোনাে ত্রিভুজ নয় বৃত্ত । ( সিদ্ধান্ত ) ( আবর্তনের মাধ্যমে )মাধ্যম অনুমান : যে অবরােহ অনুমানে একের বেশি অর্থাৎ, একাধিক আশ্রয়বাক্য...
Tuesday, 22 September 2020
HS Philosophy প্রশ্ন: মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা কর।
প্রশ্ন: মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা কর।[সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত সুবিধা (২টি), অসুবিধা (২টি)] (মান 1 + 2 + 1 + 2 + 2)অথবা, "থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ভোতা হয়ে যায় । সুতরাং , থাইরয়েড গ্রন্থিই বুদ্ধির কারণ।" এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা কর।[চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (২টি), অসুবিধা (২টি)] (মান 1 + 2 + 1 + 2 + 2)উঃ চিহ্নিতকরণ:...
Monday, 21 September 2020
HS Philosophy বচন (MCQ with answers) Class xii (wbchse)
দ্বিতীয় অধ্যায়ঃ বচন (Proposition)দ্বাদশ শ্রেণী Class xii (wbchse)MCQ (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী) উত্তরসহ১। সাধারণত বচন হল-- ( a ) প্রশ্নসূচক ( b ) আদেশসূচক ( c ) ইচ্ছা প্রকাশক ( ✓d ) ঘােষক বাক্য।২। বচনের উৎস কী? ( a ) চিন্তা ( b ✓) বাক্য । ( c ) ইচ্ছা ( d ) যুক্তি ৩। বাক্যের মাধ্যম হল— ( a ) চিন্তা (b) অনুমান ( c ) ইচ্ছা ( ✓d ) ভাষা ৪। বাক্যের অংশ কয়টি? ( a ✓) দুটি ( b ) তিনটি ( c ) একটি ( d ) চারটি *৫। বচন বলতে বােঝায়-- ( a ) শব্দসমষ্টি ( b ) উদ্দেশ্য...