
শিক্ষাবিজ্ঞান - দ্বাদশ শ্রেণী (wbchse)অধ্যায়: শিখন কৌশলসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ (দু একটি বাক্যে উত্তর দিতে হবে।) মান - 1১) শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলতে কী বােঝাে? উঃ যে পদ্ধতিতে শিখন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে শিখন তত্ত্ব বা ‘শিখন কৌশল’ বলা হয়। ২) শিখনের যে - কোনাে দুটি কৌশল উল্লেখ করাে। উঃ শিখনের বিভিন্ন কৌশলের মধ্যে মনােবিদগণ দুটি কৌশলকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন - (i) অনুবর্তন এবং (ii) সমস্যাসমাধান কৌশল...