Monday 9 April 2018

B.A. PART- III Philosophy (দর্শন) Suggestion - 2018 (University of Gour Banga)

2 comments
                    SUGGESTION FOR 2018
  B.A. Part - III (University of Gour Bango)
                        Philosophy (General) 
                            Paper Code:  III - B
                               (New Syllabus)

Full Marks : 70

                                  ক বিভাগ

১। যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও।   15x3= 45

ক) নৈতিক বিচারের স্বীকার্য সত্য কাকে বলে? স্বীকার্য সত্যগুলি কি কি? নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসাবে ইচ্ছার স্বাধীনতা আলোচনা কর।

খ) উদাহরণ সহকারে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা কর। এই দুই প্রকার ক্রিয়ার মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয়ভুক্ত?

গ) আত্মহত্যার স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি আলোচনা করো।

ঘ) গীতায় বর্ণিত নিষ্কাম কর্মের উপর একটি প্রবন্ধ লেখ।

ঙ) উপযোগবাদ কাকে বলে? বেন্থামের উপযোগবাদের আলোচনা কর।

চ) মিলের উপযোগবাদ সবিচার আলোচনা কর।

ছ) নীতি বিদ্যার সংজ্ঞা দাও। নীতিবিদ্যার পরিসর আলোচনা কর।

জ) শাস্তি বিষয়ক মতবাদ গুলির সংক্ষিপ্ত আলোচনা কর।

জ) দয়া মৃত্যু কি ? / স্বস্তি মৃত্যু বলতে কী বোঝায় ? ঐচ্ছিক করুণাহত্যা ও অনৈচ্ছিক করুণা হত্যার মধ্যে পার্থক্য কর।

                     খ -- বিভাগ

2. যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।   5x5=25 

ক) কান্টের শর্তহীন আদেশের ওপর একটি টিকা লেখ।
খ) প্রাণদণ্ড কি শাস্তি রূপে গ্রহণযোগ্য ? আলোচনা কর।

গ) "সৎ ইচ্ছা স্বতই সৎ"-ব্যাখ্যা কর।

ঘ) ব্যবহারিক নীতিবিদ্যা উৎপত্তি আলোচনা কর।

ঙ) মানবাধিকারের স্বপক্ষে যুক্তি গুলি কি কি?

চ) গভীর বাস্তুসংস্থান বলতে কি বুঝায়?

ছ) নীতিবিদ্যার উপযোগিতা আলোচনা কর।

জ) ঐচ্ছিক ক্রিয়ার স্তর গুলি কি কি?

ঝ) নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা কর।

ঞ) বেন্থাম ও মিলের উপযোগবাদের তুলনামূলক আলোচনা কর।

ট) পিটার সিঙ্গারকে অনুসরণ করে প্রায়োগিক নীতিবিদ্যার ধারণা আলোচনা কর।

ঠ) ধর্ম বৈষম্য বলতে কি বোঝ?

ড) সচেষ্ট এবং নিশ্চেষ্ট  সৌজন্য হত্যার পার্থক্য দেখাও।

ঢ) সক্রিয় ও নিষ্ক্রিয় স্বস্তিমৃত্যুর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

2 comments:

Unknown said...

Sir please 2018 old patterns syllabus r suggestion den

Unknown said...

Sir please old pattern syllabus r suggestion den for this year