একাদশ শ্রেণী 2019 দর্শন সাজেশন
Class XI 2019 Philosophy Suggestion (WBCHSE)
বিভাগ --- গ (Group -- C) 40 marks
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৮×৫=৪০
১। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো।
অথবা,
জ্ঞানের উৎস সম্পর্ক লকের মতবাদ সবিচার আলোচনা কর।
অথবা,
টীকা লেখো: (I) বিশ্লেষক ও সংশ্লেষক বচন (ii) পর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বচন।
২। হিউমের নিয়তসংযোগতত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর। এই মত কি ত্রুটিমুক্ত?
অথবা,
প্রসক্তি সম্বন্ধ কী? কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রসক্তি সম্বন্ধ? সবিচার আলোচনা কর।
৩। বার্কলের আত্মগত ভাববাদ এর মূল বক্তব্য কী? তার মতবাদ কে অহংসর্বস্ববাদ বলা হয় কেন?
সরল বস্তুবাদ এর মূল বক্তব্য গুলি কী কী? লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্য উপস্থাপন করেছেন?
অথবা,
বার্কলের আত্মগত ভাববাদে ঈশ্বরের গুরুত্ব ব্যাখ্যা কর। বার্কলে কি এইভাবে ঈশ্বরকে স্বীকার করতে পারেন?
৪। নৈয়ায়িকরা কিভাবে লৌকিক সন্নিকর্ষ এর সংজ্ঞা দিয়েছেন? বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ এর পরিচয় দাও উদাহরণ সহযোগে।
অথবা,
নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য কর। নির্বিকল্প প্রত্যক্ষ কে কিভাবে জানা যায়?
অথবা,
ন্যায় মতে অনুমতি কাকে বলে? এ প্রসঙ্গে পক্ষ সাধ্য ও হেতুর পরিচয় দাও।
৫। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী? বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্ম কে ব্যাখ্যা করেছেন?
অথবা,
মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো।
2 comments:
I would. like to get philosophy. suggestions
খুব সুন্দর পোস্ট
Post a Comment