SYNTAX (বাক্য গঠন প্রণালী)
বাক্য গঠনের বিধিকে Syntax বলে। বাক্যে Subject- এর সঙ্গে অন্যান্য Parts of Speech- এর সম্পর্ক এবং Sentence- এ Word গুলি কিভাবে সাজাতে হবে তা Syntax- এর মাধ্যমে নির্দেশ করা হয়।
Syntax- এর নিয়মাবলীকে প্রধানতঃ দু'ভাগে ভাগ করা যায়:
1. Laws of Agreement
2. Laws of Arrangement Or , Word - order in a sentence
1. Laws of Agreement
Laws of Agreement sentence - এর word - গুলির Number, Gender, Person এবং case এর agreement দেখাইয়া দেয়।
A. Number and Person
1. Subject- এর Number এবং Person অনুযায়ী verb- এর Number ও Person হয়। যেমন :
আমি অসুস্থ --- I am ill.
আমরা অসুস্থ- We are ill.
তুমি বােকা— You are a fool.
. সে সুখী— He is happy.
তারা সুখী— They are happy.
Note : তাহলে দেখ First Person singular এবং Third Person Singular Number- এর ক্ষেত্রে Present Indefinite Tense 'to be' Verb যথাক্রমে 'am' ও ' is ' form হয় এবং অন্যান্য ক্ষেত্রে 'are' হয়।
আবার Past Indefinite Tense- এ First Person Singular ও Third Person Singular Number- এ হয় was ; এবং অন্যান্য ক্ষেত্রে were হয় । যেমন :
আমি অসুস্থ ছিলাম। -- I was ill.
সে অসুস্থ ছিল— He was ill.
কিন্তু , তুমি অসুস্থ ছিলে— You were ill.
তারা অসুস্থ ছিল— They were ill.
আবার, 'to have' Verb- এর ক্ষেত্রে Present Indefinite- এ He, She এবং It- এর ক্ষেত্রে has এবং অন্যান্যদের ক্ষেত্রে have হয়। Past Indefinite- এ কিন্তু সবার ক্ষেত্রেই had হয়।
কিন্তু , 'to be' ও 'to have' ছাড়া অন্যান্য Verb- এর ক্ষেত্রে Present Indefinite Tense- এ Third Person Singular Number- এ Verb- এর শেষে -'s' বা '-es' যুক্ত হয়। যেমন :
সে যায়— He goes .
সে ঘুমোয়— He sleeps.
[ লক্ষ্য কর, এই আলােচনার প্রতিটি বিষয়ই Verb, Time and Tense পরিচ্ছেদে বােঝানাে হয়েছে। সুতরাং ঐ পরিচ্ছেদটি ভালােভাবে পড়ার পরই অন্যান্য পরিচ্ছেদ পড়তে হবে।]
Note : “More than one" কথাটি যদিও বহুবচনের অর্থই নির্দেশ করে, তবুও এই শব্দগুচ্ছকে Singular Noun হিসেবেই গণ্য করা হয়। সুতরাং এটি singular Verb নিয়ে বাক্যে বসে। যেমন :
More than one workman was killed (not workmen were) . Fowler.
2. Adjective- এর আগে the ব্যবহৃত হলে এর দ্বারা Plural Common Noun বােঝায় এবং তারপরে Plural Verb বসে। যেমন-
১) মহান ব্যক্তিগণ সর্বত্র সম্মানিত হন— The great are honoured everywhere.
২) দরিদ্ররা যন্ত্রণা পেতেই জন্মায়— The poor are born to suffer.
3. Subject যদি Relative Pronoun হয় , তাহলে তার Antecedent- এর Number ও Person অনুযায়ী Verb- এর Number ও Person হয়। যেমন-
১) তুমিই সেই ব্যক্তি যে এটি করেছে— You are the man who has done it .
২) তুমিই এটি করেছ— It is you who have done it.
৩) আমাকেই দোষ দিতে হয়— It is I who am to blame.
প্রথম বাক্যে Relative Pronoun 'who'- এর Antecedent 'you ' এবং
দ্বিতীয় বাক্যে Relative Pronoun 'who'- এর Antecedent 'I' ।
4. Subject এবং Complement বিভিন্ন Number- এর হলে Verb টি Subject অনুযায়ীই ব্যবহৃত হবে।
a) Our only guide was the stars.
b) The Americans are a civilised nation.
c) His followers are a minority.
ব্যতিক্রম : The wages of sin is death . (পাপের বেতন মৃত্যু)
[ Note : বাইবেলের এই বাক্যটি শুদ্ধ, কারণ wages শব্দটি আকারে Plural হলেও অর্থে singular.]
5. Subject যদি Infinitive, Gerund, Verbal Noun বা Noun Clause হয় তাহলে তার Verb- এ Singular Number হয়। যেমন-
Infinitive : প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো — To walk in the morning is good for health.
Gerund : মিথ্যা কথা বলা পাপ – Lying is a sin.
Verbal Noun : ইতিহাস পাঠ আগ্রহােদ্দীপ— The reading of history is interesting.
Noun Clause : তিনি কিভাবে পালিয়েছিলেন তা রহস্যাবৃত— How he escaped is still a mystery.
B. Plural Subject with Singular Verb
1. Subject যদি এমন একটি Proper Noun হয় যা Plural হয়েও একটি বস্তু বা একাধিক বস্তুকে একসঙ্গে বােঝায় তবে তার Verb টি Singular হয়। যেমন-
১) ল্যামস্ টেলস একটি ভালাে বই-- Lamb's Tales is a nice book.
২) অ্যারাবিয়ান নাইটস একটি ভালাে বই— Arabian Nights is a good book.
৩) আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মেলনে যােগ দিয়েছে— The United States of America has joined the conference.
2. Plural Subject যদি নির্দিষ্ট amount বা quantity- কে অখণ্ডভাবে বােঝায়, তবে তার Verb টি Singular হয়। যেমন--
১) যাট মাইল বেশ দূর--- Sixty miles is a good distance.
২) তাকে দশ শিলিং দেওয়া হয়েছিল— Ten shillings was paid to him.
৩) এই বইটির দুই - তৃতীয়াংশ পাতে দেওয়ার মতাে নয়— Two - thirds of this book is rubbish.
৪) পাঁচশ' টাকা বেশ বড় অঙ্ক— Five hundred rupces is a big sum.
Note : কিছু সংখ্যা বােঝালে verb Plural হবে। যেমন,
সদস্যদের তিন - চতুর্থাংশ আজ অনুপস্থিত Three - fourths of the members are absent today.]
3. Subject টি collective Noun হলে তার Verb টি Singular হয়। কিন্তু তা যদি Noun of Multitude - রূপে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বােঝায়, তাহলে সংশ্লিষ্ট verb টি Plural হয়। যেমন-
১) ন'জন ব্যক্তি নিয়ে জরুরি গঠিত - The jury consists of nine persons. (Collective Noun).
২) জুরিদের মধ্যে মতবিরোধ ঘটলো — The jury were divided in their opinions. (Noun of Multitude)
N.B : According to Fowler, Nouns of Multitude are treated as Singular or Plural at discretion, and the distinction is so thin that “ few will be at the pairs to make it . "
4. Number, rest, part ও half এরকম Noun গুলি subject হলে, তাদের অর্থ অনুযায়ী verb- এর Singular বা Plural Number হয়। যেমন-
১) বেশ কিছুসংখ্যক ছেলেকে গ্রেপ্তার করা হল— A large number of boys were arested.
২) যত সংখ্যক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল তা বেশ বড়— The number of boys arrested was quite large.
৩) আমগুলির একটা বড় অংশ পচা ছিল এবং অবশিষ্টাংশ ছিল ভালাে— A great part of the mangoes were rotten and the rest were good.
এর অর্ধেক পচা- Half of it is rotten .
এগুলির অর্ধেকটাই পচা— Half of these are rotten.
[শেষ দুটি বাক্য Fowler এর মতানুসারে গঠিত।]
[ Note : Heaps ও lots শব্দ দু'টি plural। চলতি কথায় এই দু'টি শব্দ দিয়ে একটা বড় পরিমাণকে বােঝায়। বড় পরিমাণকে বােঝালেও এই শব্দ দু'টির সঙ্গে Singular Verb বসে। এদের সঙ্গে 'of' সহ কোনও Plural Noun যােগ করা হলে তখন Plural verb বসে। যেমন-
১) সেখানে একরাশি অস্ত্রশস্ত্র আছে— There is heaps of ammunition.
২) সেখানে রাশি রাশি কাপ আছে— There are heaps of cups.
৩) অনেক কিছু করার আছে— There is lots to do.
৪) অনেক মানুষই সেইমতাে ভাবে— Lots of people think so.
C. Subjects joined by 'and'
And দিয়ে একাধিক Singular Noun বা Pronoun যুক্ত হয়ে Subject গঠন করলে তার Verb Plural হয়। যেমন-
১) সেখানে একটি বালক এবং একটি বালিকা উপস্থিত— There are one boy and one girl present.
২) পার্থ এবং আমি বন্ধু— Partha and I are friends.
৩) দুয়ে দুয়ে চার হয়— Two and two make four.
ব্যতিক্রম :
1. 'And' দিয়ে যুক্ত দুটি singular Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে বােঝায় বা একটিই ভাব প্রকাশ করে তাহলে Verb টি Singular হয়। যেমন-
১) প্রধান শিক্ষক ও সচিব একজন সৎ ব্যক্তি— The Headmaster and secretary is an honest person.
২) দুধভাত আমার প্রিয় খাদ্য— Rice and milk is my favourite food.
৩) চরিত্রই জীবনের শীর্ষস্থানীয় গৌরব— “ The crown and glory of life is character. "
৪) শুধু রুটি মাখন আমরা চাই— Bread and butter is all we want.
৫) তােমার বন্ধু, গুরু এবং পথনির্দেশক এসেছেন— Your friend, philosopher and guide has come,
৬) ধীর এবং অচঞ্চল লােকই প্রতিযােগিতায় জেতে— Slow and steady wins the race.
2. And দিয়ে যুক্ত দু'টি singular Subject- এর আগে যদি each বা every শব্দ থাকে, তাহলে তাদের Verb Singular হয়। যেমন-
১) প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলাকে একটি করে ব্যাজ দেওয়া হয়েছিল— Each man and each woman was given a badge.
২) প্রত্যেক মানুষই মরণশীল— Each and every man is mortal.
৩) প্রত্যেক বালক বালিকাই সুখী— Every boy and girl is happy.
৪) প্রত্যেক বালক বালিকারই আলাদা ঘর আছে— Each boy and each girl has a separate room.
3. প্রত্যেক Singular Noun- এর আগে no ব্যবহৃত হলে তারপরে Verb টি Singular হবে। যেমন--
কােনও বাস বা রিক্সা দেখা গেল না-- No bus or no rickshaw was seen.
4. দু'টি singular Subject- এর মধ্যে যদি and not থাকে, তাহলে Verb টি Singular হয়। যেমন--
১) তার ছেলে নয়, তিনিই এসেছেন— He, and not his son, has come.
২) আমার ভাই নয়, আমিই এই কাজটি করেছি— l, and not my brother, have done this work.
৩) অলোকের ভায়েরা নয় , অলোকই দোষী— Alok, and not his brothers, is guilty .
D. Subjects joined by 'as well as', 'with' etc.
দু'টি subject যখন as well as, with, together with, after এবং in addition to, besides, and not— এই ধরনের Word বা Phrase দিয়ে যুক্ত হয়, তখন প্রথম Subject- এর Number ও Person অনুযায়ী verb টির Number হয়। যেমন--
১) লোকের পর লােক পাঠানাে হল- Man after man was sent.
২) তিনি তার ছেলের সঙ্গে এসে পৌছলেন— He, with his son, has arrived.
৩) বেকন এবং সেইসঙ্গে শেক্সপীয়রও পড়া হয়েছিল— Bacon as well as Shakespeare was read.
৩) রতনের সঙ্গে তার বন্ধুদেরও শাস্তি হয়েছিল— Ratan, with ( together with ) his friends, was punished.
৪) ভাইকে নিয়ে আমাকে যেতে হবে— I, with my brotlier, am to go.
৫) কলম নয়, কিছু পেন্সিল দরকার— A few pencils, and not a pen, are wanted.
E. Subjects Separated by 'or' and 'nor'
1. দুই বা ততােধিক Singular Subject- এর মধ্যে or, nor, either - or, neithernor, থাকলে Verb টি Singular হয়। যেমন--
১) কোনও পুরুষ বা কোনও মহিলা সেখানে ছিল না— Not a man or woman was there.
২) হয় শুভন্কর বা তার ভাই এটা করেছে-- Either Shubhankar or his brother has done it.
৩) সেখানে না ছিল একটি কলম না একটি পেন্সিল— Neither a pen nor a pencil was there.
2. ভিন্ন ভিন্ন Person- এর দুটি subject- এর মধ্যে or বা nor থাকলে, Verb তার নিকটতর Subject- কেই অনুসরণ করে : যেমন-
১) না তুমি ঠিক, না আমি— Neither you nor I am right.
২) হয় তুমি ঠিক, বা সে —Either you or he is right.
৩) হয় তাকে অথবা আমাকে যেতে হবে— Either he or I am to go.
৪) হয় সে অথবা আমি এটা করেছি— Either he or I have done it.
3. or বা nor দ্বারা বিচ্ছিন্ন দুটি subject- এর একটি Plural হলে, তা verb- এর সবচেয়ে কাছে বসবে এবং Verb টিও Plural হবে : যেমন-
১) সুবীর বা তার বন্ধুরা কেউই আসে নি— Neither Subir nor his friends have come.
২) সে বা তারা কেউই দোষী নয়— Neither he nor they are guilty.
৩) কমল বা তার ভায়েরা এটা করেছে--- Kamal or his brothers have done this.
৪) তারা বা চাঁদ কিছুই এখন দৃশ্যমান নয়— Neither the moon nor the stars are now visible.
E. Some other cases
Either, neither, cach, everyone, many a প্রভৃতি Subject হলে বা Subject- এর আগে বসলে Verbটি singular হবে। যেমন--
১) প্রত্যেকের একটি করে কলম আছে— Each of them has a pen .
২) ছেলেদের কেউই দোষী না— Neitier of the boys is guilty.
৩) বালক দুটির একজনকে এখানে আসতেই হবে— Either of the two boys is to come here.
৪) প্রত্যেককেই দোষ দিতে হয়— Everyone is to blame.
৫) আলস্যে অনেকেই তাদের ভবিষ্যৎ নষ্ট করে— Many a man ruins his career through laziness.
Concord between Nouns and Pronouns
Noun ও Pronoun এর মধ্যে সমন্বয় সাধন।
1. Pronoun এবং যে Noun- এর পরিবর্তে তা বসে, তাদের উভয়েরই একই Number, Gender ও Person হয়। যেমন--
১) অভ্যাগতরা গেটে তাদের কার্ড দেখিয়েছিলেন— The guests showed their cards at the gate.
২) আমার বােন তার বই হারিয়েছে— My sister has lost her book.
2. ভিন্ন ভিন্ন Person- এর Pronoun ও Noun একসঙ্গে উল্লেখ করতে হলে প্রথমে Second Person তারপরে Third Person ও সব শেষে First Person বসে। যেমন-
তােমাকে, বিমলকে ও আমাকে কাজটি করতে হবে- You, Bimal and I are to do it.
কিন্তু দোষ স্বীকার বােঝালে এর বিপরীত ধারা অনুসৃত হয়। যেমন-
তুমি, বিমল ও আমি সমানভাবেই দোষী— I, Bimal and you are equally guilty.
3. কােনও বাক্যের মধ্যে First Person থাকলে এবং তার সঙ্গে ভিন্ন ভিন্ন Person (Second Person বা Third Person উভয় Person) অবস্থিত থাকলে প্রতিটি Person- এর ক্ষেত্রে Pronoun ও Noun এর পরিবর্তে যে Pronoun টি বসে, তার First Person হয়। যেমন-
বলাই ও আমি আমাদের যথাসাধ্য চেষ্টা করেছিলাম— Balai and I tried our best.
কিন্তু Second ও Third Person- এর Pronoun- এর পরিবর্তে যে Pronoun বসে, তার Second Person হয়। যেমন-
তুমি ও তনু তােমাদের কর্তব্য করলে না— You and Tanu did not do your duty.
4. And দিয়ে যুক্ত দু'টি Singular Number- এর পরিবর্তে যে Pronoun বসে, তার Plural Number হয়। যেমন-
কাকলি ও সুমিতা তাদের শিক্ষকের সঙ্গে দেখা করেছিল— Kakoli and Sumita met their teacher.
5. And দিয়ে যুক্ত দুটি Singular Number যদি একই ব্যক্তি বা বস্তুকে বােঝায়, তাহলে তাদের পরিবর্তে যে Pronoun বসে, তার Singular Number হয়। যেমন-
আমাদের স্কুলের প্রধানশিক্ষক তথা সচিব তার পদত্যাগপত্র পেশ করেছেন— The Headmaster and sccretary of our school has tendered his resignation.
কিন্তু , Headmaster ও secretary যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হন, তাহলে তাদের পরিবর্তে যে Pronoun বসে, তার singular number হয়। যেমন-
আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও সচিব তাদের পদত্যাগ পত্র পেশ করেছেন— The Headmaster and the secretary of our school have tendered their resignation. (ভিন্ন ভিন্ন ব্যক্তি )
6. And দিয়ে যুক্ত দু'টি Singular Noun এর আগে each বা every বসলে, তার পরিবর্তে ব্যবহৃত Pronoun- এর Singular Number হয়। যেমন-
১) প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলা তার যথাসাধ্য চেষ্টা করেছিল— Each man and each woman tried his or her best.
২) ইংল্যাণ্ডের প্রতিটি শহর ও গ্রামে পৌরসভা আছে— Every city and every village in England has its municipality .
7. Or, either - or বা neither nor দ্বারা যুক্ত দুটি singular Noun- এর পরিবর্তে ব্যবহৃত Pronoun- এরও Singular Number হয়। যেমন-
হয় স্বপন বা তার ভাই তার অংশ দিয়েছিল Either Swapan or his brother gave his share.
কিন্তু দু'টি Noun- এর একটি Plural হলে তাদের পরিবর্তে ব্যবহৃত Pronoun- এর Plural Number হয়। যেমন--
ছেলেটি বা তার অভিভাবকেরা তাদের বাড়ি ছেড়ে গেল না— Neither the boy nor his parents left their home.
8. Collective Noun- এর পরিবর্তে ব্যবহৃত Pronoun Singular হয়। যেমনহ-
কমিটি তার সভা স্থগিত রেখেছে — The committee has postponed its meeting.
Note : Noun of of multitude এর পরিবর্তে ব্যবহৃত Pronour এর Plural Number হয়। যেমন-
এই প্রশ্নে কমিটি তাদের মত - পার্থক্য জাহির করল— The committee differed in their views on this question.
( এখানে Committee বলতে বিভিন্ন সদস্যকে আলাদা করে বােঝানাে হয়েছে। তাই Pronoun টিও (their) plural- এ আছে )
2. Laws of Arrangement
Laws of Arrangement বাক্যে Subject, Verb ও অন্যান্য পদের অবস্থান সম্বন্ধে আলােচনা করে। Laws of Arrangement বা sentence- এ পদবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন sentence- এর মধ্যে Subject, verb, Object, Adjective, Adverb, Preposition ইত্যাদির অবস্থান সম্পর্কে নিচে একে একে আলােচনা করা হল।
A. Position of Subject with Verb
ইংরেজীতে sentence- এর প্রথমে Subject বসে, তারপর বসে Verb। আর Verb- টি Transitive হলে তার পরে বসে Object. যেমন-
সে আমাকে একটি চিঠি লিখেছিল— He wrote a letter to me.
ব্যতিক্রম: নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে Subject- টি Verb- এর পরে বসে।
1. a ) Interrogative Sentence -এ Verb - টি Subject - এর আগে বসে। যেমন-
তিনি কি প্রস্তুত? - Is he ready?
b ) Interrogative Sentence- এ Auxiliary ও Principal Verb থাকলে, Subject তাদের মধ্যস্থলে বসে। যেমন-
তুমি কখন শুতে যাও? —When do you go to bed?
c) কিন্তু Subject- টি যদি Interrogative Pronoun হয় , তাহলে তা Verb- এর আগে বসে। যেমন-
কে তােমাকে খবরটি দিয়েছিল? Who garve you the news?
2. Here ও there দিয়ে sentence শুরু হলে Subject- টি Verb- এর পরে বসে। যেমন-
(i) (ওই) আমাদের বন্ধু এসে গিয়েছে— Here comes our friend.
(ii) নদীর ধারে একটি বড় গাছ ছিল— There stood a big tree by the river.
3. a) If , though প্রভৃতি শৰ্তবােধক শব্দ উহ্য রেখে Subjunctive Mood ব্যবহার করলে Verb তার Subject- এর আগে বসে। যেমন-
যদি আমি রাজা হতাম, তাহলে তাকে পুরস্কৃত করতাম— Were I the king, I would have rewarded him. [were = if I were]
b ) Subjunctive Mood- এর Verb- এর সঙ্গে Auxiliary Verb থাকলে Subject- টি Auxiliary ও Principal Verb- এর মধ্যে বসে। যেমন-
তিনি ওরকম কাজ করলে ভুগবেন— Should he act so, he would suffer.
যদি আমি সেখানে থাকতাম, তাকে সাহায্য করতাম— Had I been there, I would have helped him. .
4. Imperative Sentence- এর Subject সাধারণতঃ উহ্য থাকে। কিন্তু বাক্যে জোর দেওয়ার জন্য তা উহ্য রেখে Verb- এর পরে বসানাে হয়। যেমন-
আমি যা চাই তা কর— Do you as I want .
5 . জোর দেওয়ার জন্য কখনও কখনও Verb কে Subject- এর আগে বসানাে হয়। যেমন-
(i) পরিশ্রমের ফল মিঠে হয়— Sweet are the fruits of labour.
(ii) তার কোনও অভিসন্ধি ছিল না— Motives had he none.
6. a ) Optative Sentence- এ Verb- টি subject- এর আগে বসে। যেমন-
মহারাজ দীর্ঘজীবী হােন— Long live the king.
b ) Optative Sentence- এ Modal Auxiliary Verb থাকলে Subject- টি Modal Auxiliary ও Principal Verb- এর মধ্যে বসে। যেমন-
তুমি দীর্ঘজীবী হও— May you live long.
7. Direct Speech- এর Reporting Verb অনেক সময়ে Subject- এর আগে বসে। যেমন-
শিক্ষক মহাশয় বললেন “তুমি এর দ্বারা কি বােঝাতে চাইছ?" — "What do you mean by this? " said the teacher.
8. কখনও কখনও Exclamatory Sentence- এ subject Verb- এর পরে বসে। যেমন-
মাইকেল এঞ্জেলাের ভাস্কর্য কি মহান ! -How grand are the sculptural works of Michael Angelo!
9. Auxiliary Verb যুক্ত কোনও sentence- এ দ্বিতীয় Clause- টি যদি so, the more প্রভৃতি দিয়ে শুরু হয় তাহলে Auxiliary Verb- টি subject- এর আগে বসে। যেমন--
(i) যেমন কর্ম তেমন ফল— As you sow, so shall you reap.
(ii) যত পড়বে তত শিখবে— The more you read, the more will you learn.
10. No sooner এবং not only দিয়ে কোনও sentence শুরু হলে Subject- টি Auxiliary বা principal Verb- এর পরে বসে। যেমন-
(I) স্কুলে পৌছতে না পৌছতেই ঘণ্টা পড়ে গেল— No sooner had he arrived at school than the bell rang.
(ii) শুধু তিনি মিটিং - এ উপস্থিতই থাকেন নি, তিনি চমৎকার বক্তৃতাও দিয়েছিলেন— Not only was he present at the meeting, but he delivered a fine speech also.
B. Position of Object
1. Object of a Transitive Verb : Object সাধারণতঃ Verb- এর পরে বসে। যেমন-
(i) আমি তাকে চিনি— I know him.
(ii) শিশুটি দুধ খায়--- The baby drinks milk.
কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে Object- টি Verb- এর আগে বসে।
a) Object যদি Interrogative বা Relative Pronoun হয়, তাহলে তা Verb- এর আগে বসে। যেমন-
তুমি কি বল? -What do you say ?
এটাই সেই বই যা আমি চাই— This is the book that I want.
b) কখনও কখনও sentence টিকে জোরালাে করতে Object- কে প্রথমে বসানাে হয়। যেমন-
সােনা - রূপাে আমার কিছুই নেই -- Gold and silver have I none.
2. Object to a Preposition :
a) Object সাধারণতঃ তার Preposition- এর পরেই বসে। যেমন-
তােমার ক্লাসে যাও— Go to your class.
সে পাথর দিয়ে একটা পাখি মেরেছিল— He killed a bird with a stone.
তিনি গ্রামে থাকেন— He lives in a village ,
b) Object টি Interrogative Pronoun হলে তা sentence- এর প্রথমে বসে। যেমন-
তুমি কি ভাবছ ? —What do you think of?
c) Object টি Relative Pronoun হলে Preposition টি sentence- এর শেষে বসে। যেমন-
যে বইটি আমি খুঁজছি তা এখানে— Here is the book that we are looking for .
আবার Object রূপী Relative Pronoun উহ্যও থাকতে পারে। যেমন-
এই কলমটি আমি হাতছাড়া করতে পারি না— This is a pen ( that ) I cannot part with .
C. Position of Adjective
1. তােমরা আগেই শিখেছ যে , Epithet বা Attributive Adjective যে Noun কে qualify করে তার আগে বসে। যেমন-
সে একটি বুদ্ধিমান বালক— He is an intelligent boy .
কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে Adjective গুলি Noun- এর পরে বসে।
a ) যখন একাধিক Adjective একই Noun- কে qualify করে-
সেখানে একজন স্বাস্থ্যবান ও সহৃদয় মানুষ থাকতেন— There dwelt a man hale and hearty.
b ) যখন Adjective কোনও উপাধি বােঝায় --
মহান অশােক— Ashoka the great ন্যায়পরায়ণ যুধিষ্ঠির— Judhisthir the just
c ) যখন Adjective টি Noun- এর সংখ্যা বা পরিমাণ বােঝায়-
এটা ছিল ষাট ফুট চওড়া রাস্তা— It was a street sixty feet wide.
d ) কবিতায় -
" Listen, listen, ladies gay. " --- Scott
e) যখন কোনও Phrase- এর দ্বারা Adjective টির অর্থ সম্প্রসারিত হয়, তখন Phrase টি অবশ্যই তার Noun- এর পরে বসে। যেমন-
তিনি সকলের প্রিয় একজন নেতা ছিলেন— He was a leader, dear to all.
f) কতকগুলি চলতি বাঁধাধরা Phrase- এ Adjective- টি প্রায়শঃই Noun- এর পরে বসে। যেমন-
God Almiglity— সর্বশক্তিমান ঈশ্বর
Heir apparent— কোনও জীবিত ব্যক্তির আইনসম্মত উত্তরাধিকারী
Time immemorial— স্মরণাতীত কাল ।
Lord paramount— পরমেশ্বর
President elect- নির্বাচিত রাষ্ট্রপতি
Body politic— রাষ্ট বা রাজনৈতিক দল বা রাষ্ট্রের রাজনীতিবিদবর্গ।
2. Adjective টি Predicatively ব্যবহৃত হলে তা সাধারণতঃ Verb- এর পরে বসে।
তিনি ধনী হয়েছিলেন— He became very rich.
a) i ) কিন্তু Verb টি Intransitive ও Passive voice- এর হলে, Adjective টি তার ঠিক পরেই বসে। যেমন-
তার বাবা তাকে বড়লােক করে রেখে গিয়েছিলেন— He was left rich by his father .
ii ) আবার, যখন Verb টি Transitive ও Active Voice- এর হয় তখন Adjective টি Verb- এর Object- এর পরে বসে। যেমন-
তার বাবা তাকে দরিদ্র অবস্থায় ফেলে গিয়েছিলেন— His father left him poor.
b) Sentence- এ জোর দেওয়ার জন্য Predicative Adjective- কে sentence- এর প্রথমে ব্যবহার করা হয়। যেমন-
‘দুর্ভাগ্যের ফল (অনেক সময়) সুমধুর'— “Sweet are the uses of adversity".
বড়লােকের অনুগ্রহ পাওয়ার কোনও নিশ্চয়তা নেই— Uncertain are the favours of the rich
D. Position of Adverb
1. Intransitive Verb- কে modify করার সময় Adverb টি তার পরে বসে। কিন্তু Adverb of Time (always, never, often etc.) Intransitive Verb - এর আগে বসে। যেমন-
সে কখনও ওখানে যায় না— He never goes there.
আমি প্রায়ই সেখানে যাই— I often go there.
2. যে Adverb- টি Transitive Verb- কে modify করে, তা Verb- এর আগে বা Object- এর পরে বসে। যেমন-
আমি প্রায়ই সােমাকে দেখি— I often see Soma
Or , I see Soma often.
3. Verb- এর Auxiliary থাকলে Adverb ঐ Auxiliary ও Principal Verb- এর মধ্যস্থলে বসে। যেমন-
আমি অলকার সঙ্গে কখনও সাক্ষাৎ করি নি---- I have never met Aloka.
জনসাধারণ আমাদের সানন্দে সাহায্য করবে— People will gladly help us.
4. Sentence Adverb অর্থাৎ যে Adverb সমস্ত sentence- কে modify করে, তা সাধারণতঃ sentence- এর প্রথমে বসে। যেমন-
দুর্ভাগ্যবশতঃ আমরা প্লেনটি ধরতে পারলাম না— Unfortunately we missed the flight.
E. Position of Prepositions
ইংরেজীভাষার রীতি অনুযায়ী Preposition সাধারণতঃ তার Object- এর আগে বসে। যেমন,
বইটি টেবিলের ওপরে আছে— The book is on the table.
মিনা ঘরের মধ্যে রয়েছে— Mina is in the room.
ব্যতিক্রম:
1. যখন 'that'- এই Relative Pronoun টি বাক্যের Object হয় বা যেকোনও Relative Pronoun- ই Object হয়েও বাক্যে উহ্য থাকে, তখন Preposition সর্বদাই sentence- এর একেবারে শেষে বসে। যেমন-
a) এই সেই কুকুর যেটিকে আমি খুঁজছিলাম— This is the dog that I was looking for.
b) এই সেই বই যা আমি চেয়েছিলাম— This is the book (which) I asked for.
c) সুনিল সেই ছেলে যার কথা আমি বলছিলাম— Sunil is the boy (whom) I was speaking of.
d) এই সেই চেয়ার যাতে সে বসেছিল— This is the chair (which) he sat on.
2. Interrogative Pronoun (whom, which, what) Preposition - এর Object হলে Preposition টি sentence- এর শেষে বসে। যেমন-
a) তুমি কোন ক্লাসে পড়? -- What class do you read in?
b) তুমি কার ওপর নির্ভর করে আছ? —Whom do you depend on?
c) কোন বাড়িটিতে তিনি থাকতেন? —Which is the house he lived in?
<<<<<<<<<<<<The End>>>>>>>>>>