Friday, 23 October 2020

A question and answer of 'As You Like It'

Leave a Comment

 Describe the character of Rosalind. (রােজালিন্ডের চরিত্রটি বর্ণনা করাে।) 

Ans. Rosalind was the daughter of the banished Duke.  She had a very good friendship with Celia, the daughter of the present Duke.  So she stayed with Celia in the palace.  Her mind was soft. She fell in love with Orlando.  She was very humble and kind. So everybody loved her.  She went to the forest of Arden to look for her father.  She was very intelligent. Celia was also with her.  She took the disguise of Ganymede. She convinced Orlando to meet her everyday.  However, she was very obedient to her father. She took her father's permission before marrying Orlando.  Thus Rosalind was an intelligent, honest and lovable woman.  

বঙ্গানুবাদ:

 বিতাড়িত ডিউকের মেয়ে হলেন রােজালিন্ড। বর্তমান ডিউকের মেয়ে সিলিয়ার সঙ্গে তার খুব ভালাে বন্ধুত্ব ছিল। তাই সে সিলিয়ার সঙ্গে রাজবাড়িতেই থাকত। তার মন ছিল নরম। সে অরল্যান্ডােকে ভালােবেসে ফেলল। সে ভদ্র আর দয়ালু ছিল। তাই সবাই তাকে ভালােবাসত। বাবাকে খুঁজতে সে আর্ডেনের বনে গেল। সিলিয়া তার সঙ্গে ছিল। সে খুব বুদ্ধিমতী। গ্যানিমিডের ছদ্মবেশ নিল। অরল্যান্ডাে রােজ দেখা করতে আসার জন্য রােজালিন্ড তাকে রাজি করাল। তবে বাবাকে খুব মেনে চলত। অরল্যান্ডােকে বিয়ে করার আগে বাবার অনুমতি নিল। এভাবে রােজালিন্ড একজন বুদ্ধিমতী সৎ এবং ভালােবাসার যােগ্য নারী। 


If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: