P - II (1+1+1) G / 18(N)
Suggestion for 2018 (University of Gour Banga)
PHILOSOPHY (General)
Paper Code: II - B
[New Syllabus]
Full Marks: 100. Time : Three Hours
এগারটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন বিভাগ থেকেই চারটির বেশি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ।
বিভাগ - ক (ভারতীয় দর্শন)
১।নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোন একটি প্রশ্নের উত্তর দাও। ১৫×১=১৫
(ক) অভাব কাকে বলে? অভাবের শ্রেণীবিভাগ কর।
(খ) সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্বের প্রমাণগুলি কি কি? আলোচনা কর।
(গ) সাংখ্য বিবর্তনবাদ আলোচনা কর।
(ঘ) ন্যায় মতে ব্যাপ্তি কি? ন্যায় মতে ব্যাপ্তি কি ভাবে প্রতিষ্ঠিত করা হয়?
(ঙ) নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখ।
২। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও: ৫×৪=২০
(ক) স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখ।
(খ) ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সামান্য লক্ষণ প্রত্যক্ষের ভূমিকা আলোচনা কর।
(গ) সাংখ্য দর্শন অনুসারে সৎকার্যবাদ আলোচনা কর।
(ঘ) বৈশেষিক দর্শনে আত্মা সম্পর্কে ব্যাখ্যা কর।
(ঙ) প্রকৃতির অভিব্যক্তি কি যান্ত্রিক না উদ্দেশ্যমূলক? আলোচনা কর।
(চ) বৈশেষিক মতে বিশেষ পদার্থের আলোচনা কর।
(জ) প্রকৃতির গুণগুলি কি? এদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
(ঝ) স্বরূপ পরিণাম ও বিরূপ পরিণাম বলতে কি বোঝ?
বিভাগ - খ ( পাশ্চাত্য দর্শন)
৩। নিম্নলিখিত একটি প্রশ্নের উত্তর দাও: ১৫×১=১৫
(ক) ভেনচিত্রের সাহায্যে বৈধতা / অবৈধতা বিচার কর -
(i) AII - 2 (ii) EAE - 1
(iii) কোন সংক্ষিপ্ত ন্যায় সম্পূর্ন নয়। সুতরাং এই যুক্তিটি অসম্পূর্ণ।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে)
(খ) আবর্তন কাকে বলে? উদাহরণসহ আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা কর। সরল ও অসরল আবর্তনের পার্থক্য কর।
(গ) পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? A, E, I এবং O বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা আলোচনা কর। নিম্নলিখিত বাক্যগুলিগুলিকে বচনে রূপান্তর করে দেখাও কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য?
(i) কেবলমাত্র বৈজ্ঞানিক রায় প্রগতিশীল। (ii) খুব কম সংখ্যক মানুষ স্বার্থপর।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)
(ঘ) বচনের অস্তিত্ব মুলক তাৎপর্য কাকে বলে? সমস্ত আদর্শ আকারের নিরপেক্ষ বচনের অস্তিত্বমুলক তাৎপর্য আছে উদাহরণসহ ব্যাখ্যা কর।
(ঙ) উপমা যুক্তির মূল্যায়নের মানদন্ড গুলি আলোচনা করো।
৪। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও: ৫×৪=২০
(ক) বিবর্তন কাকে বলে? বিবর্তন নিয়ম গুলি কি কি?
(খ) অবৈধ পক্ষদোষ আলোচনা কর।
(গ) অব্যাপ্য হেতুদোষ আলোচনা কর।
(ঘ) অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য কর।
(ঙ) O বচনের আবর্তন কি সম্ভব?
(চ) A বচনের সরল আবর্তন সম্ভব কি তা আলোচনা কর।
(ছ) উদাহরণসহ বিরোধ চতুষ্কোণ এর ব্যাখ্যা কর।
(জ) সমবিবর্তন কাকে বলে? নিম্নলিখিতগুলির সমবিবর্তন কর।
(i) সকল ভোটদাতা হয় নাগরিক। (ii) কোন কোন ছাত্র নয় বিনয়ী।
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)
(জ) সত্যসারণীর সাহায্যে যুক্তির বৈধতা / অবৈধতা বিচার কর।
(i) (p∨q) ⊃ (p · q), (p∨q) / ∴ (p · q)
(অতিরিক্ত অনুশীলন করতে হবে।)
বিভাগ - গ ( সমাজ এবং রাষ্ট্র দর্শন)
৫। নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১৫×১=১৫
(ক) সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায়ের ভিত্তি কী? সংঘের সাথে এর পার্থক্য কোথায়?
(খ) গণতন্ত্র বলতে কি বোঝো? গণতান্ত্রিক আদর্শগুলির বৈশিষ্ট্য কি কি?
(গ) জাতি বলতে কী বোঝায়? জাতিভেদ প্রথার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
(ঘ) ন্যায়বিচার কাকে বলে? সামাজিক ন্যায়বিচারের নীতিগুলি আলোচনা কর।
(ঙ) সামাজিক প্রতিষ্ঠানের বলতে কি বোঝো? বিভিন্ন প্রকারের সামাজিক প্রতিষ্ঠানের বর্ণনা দাও।
৬। অনধিক চারটি প্রশ্নের উত্তর দাও: ৫×৪=২০
(ক) সাম্য কাকে বলে? সাম্যের বিভিন্ন প্রকার কি কি?
(খ) সমাজ দর্শনের পরিধি আলোচনা কর।
(গ) ধর্মীয় ও নৈতিক বিধির উপর টীকা লেখ।
(ঘ) সংঘ / সমিতি ও প্রতিষ্ঠান পার্থক্য কর।
(ঙ) ভারতের বর্ণভেদ প্রথা মূল্যায়ন কর।
(চ) সভ্যতার লক্ষণগুলি কি কি?
(জ) ভারতবর্ষে জাতিভেদ প্রথার মন্থরভাবে বিলোপের পেছনে যুক্তি কি?
(জ) গণতান্ত্রিক সরকারের সাফল্যের শর্তগুলি কি কি উল্লেখ পূর্বক ব্যাখ্যা কর।
(জ) সমাজতন্ত্রের দোষ গুলি কি কি?
(ঞ) প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য নির্ণয় কর।
(ট) পরিবার কি একটি সংঘ?,
##