Monday, 14 May 2018

রাধাকৃষ্ণন কমিশনের (১৯৪৮) অর্থসংক্রান্ত সুপারিশগুলি কি কি?

Leave a Comment
    প্রশ্ন: রাধাকৃষ্ণন কমিশনের (১৯৪৮) অর্থসংক্রান্ত সুপারিশগুলি কি কি?                              ৫ নম্বর

উ:
        রাধাকৃষ্ণন কমিশনের অর্থসংক্রান্ত সুপারিশ:  কমিশন বিশ্ববিদ্যালয়ে অর্থসংস্থান সম্পর্কে সুপারিশে বলেছে -

     ১) মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এর গৃহনির্মাণের জন্য অর্থ দান করতে হবে।

    ২) মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যে আসবাবপত্রের প্রয়োজন হবে সেগুলি ক্রয় করার পাশাপাশি প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ক্রয় করতে হবে। আর এই ক্রয়ের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা রাষ্ট্রকে ব্যয় করতে হবে।

    ৩) মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যে সমস্ত শিক্ষার্থী দূর থেকে আসে তাদের জন্য ছাত্রাবাস তৈরি করতে হবে এই ছাত্রাবাস তৈরীর জন্য যে খরচ হবে তা রাষ্ট্রকে দিতে হবে।

    ৪) মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বেতন প্রভিডেন্ট ফান্ড ও পেনশন প্রভৃতির জন্য উপযুক্ত সাহায্য দান করতে হবে।

      ৫) উচ্চ শিক্ষায় বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম হয় এবং এর জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হয়। এই অর্থের যোগান রাষ্ট্রকে বহন করতে হবে।

     ৬) মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এবং বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণের জন্য রাষ্ট্রকে অর্থ প্রদান 
করতে হবে।
                                   <<<<<>>>>>
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments: