আরোহমূলক দোষ বা অনুপপত্তি(INDUCTIVE FALLACIES)Class - xii ( wbchse)** নীচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো-- (মান 4)১) বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ : উঃদোষ: অপর্যবেক্ষণমূলক দোষ। অথবা, অবৈধ সাম্যানীকরণ দোষ । বিচার: এটি আরােহ অনুমানের দৃষ্টান্ত। এটি অপর্যবেক্ষণমূলক দোষে দুষ্ট। কারণ, এখানে যে সমস্ত ক্ষেত্রে বদ্ধ পরিষ্কার জল আছে অথচ তা ডেঙ্গির কারণ নয়— সেরূপ দৃষ্টান্তগুলিকে পর্যবেক্ষন করা হয়নি। অথচ এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই ধরনের দৃষ্টান্তগুলিকে পর্যবেক্ষণ...
Tuesday, 29 December 2020
Sunday, 27 December 2020
Two questions & answers of On Killing a Tree.
1. Why does it take much time to kill a tree? How is the tree finally killed? [গাছকে মেরে ফেলতে প্রচুর সময় লাগে কেন? গাছটিকে শেষ পর্যন্ত কিভাবে মেরে ফেলা হয়?] (3+3) ANS. The tree has grown slowly by consuming the earth's nutrients and absorbing sunlight, air and water. It feeds upon the earth's crust and gains much strength. Neither a simple jab of the knife nor hacking and chopping can kill a tree at all because new shoots come out again. So, it takes much time to kill a tree. * To kill a tree, its root...
Saturday, 26 December 2020
চার্বাক দর্শনে অনুমান প্রমাণ নয় কেন? সমালোচনাসহ লেখ।
অনুমান কাকে বলে? চার্বাক দর্শনে অনুমান প্রমাণ নয় কেন? এই মতক কি গ্রহণ যোগ্য? উত্তর এর সমর্থনে যুক্তি দাও।উঃঅনুমান: জ্ঞাত বিষয় থেকে ব্যাপ্তিজ্ঞানের ভিত্তিতে অজ্ঞাত নতুন বিষয়ের জ্ঞানকে অনুমান বলে। যে - কোনাে অনুমান প্রক্রিয়ায় তিনটি বিষয় থাকে — পক্ষ, সাধ্য ও হেতু। অনুমানের ক্ষেত্রে যে বিষয়টির অনুমান করা হয় বা যা প্রমাণ করতে চাওয়া হয় তাকে বলে সাধ্য। যে অধিকরণে (স্থলে) সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে, সেই অধিকরণকে পক্ষ বলে। আর যার সাহায্যে পক্ষে সাধ্যের অনুমান করা হয় সেই বিষয়টি হল হেতু। উদাহরণস্বরূপ-- ওই...
Wednesday, 23 December 2020
HS philosophy: SAQ of NATURE OF INDUCTION (আরোহ অনুমানের প্রকৃতি) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
আরোহ অনুমানের প্রকৃতি(NATURE OF INDUCTION)Class XII (WBCHSE)সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(SAQ) প্রতিটির মান - ১১) আরোহ অনুমান কাকে বলে? উত্তর : যে অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় কিন্তু কখনোই সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যার সিদ্ধান্তটি সর্বদা আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয়, তাকে আরোহ অনুমান বলে।Or,যে অনুমানে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত আশ্রয়বাক্য থেকে প্রকৃতির একরূপতা নীতি বা কার্য - কারণ নিয়ম বা উভয়ের সাহায্যে সামান্যীকরণের...
Monday, 21 December 2020
MCQ OF THE POETRY OF EARTH
THE POETRY OF EARTH John KeatsChoose the Correct Option from the Alternatives Provided 1) The poetry of earth is never- (a) alive (✓b) dead (c) eternal (d) immortal 2. "The Poetry of Earth" is a - (✓a) sonnet (b) lyric (d) narrative poem () war poenm 3. "The poetry of earth is never dead..."- Here 'poetry' refers to- (✓a) music (b) composition (d) rhythm (c) narration4) "The poetry of earth is never dead :" Here 'earth'...
Sunday, 20 December 2020
Project Work: Extension of the story 'Karma'
A PROJECT REPORT ON EXTENSION OF A STORY Entitled KARMA ...